মহুয়া মৈত্র ইস্যুতে বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ
![]()
বাঁকুড়াঃ 'সংসদীয় রাজনীতিতে দেশ বিরোধী কার্যকলাপেও তৃণমূল যুক্ত'। 'দূর্ণীতি আর অন্যায়ের সঙ্গে তৃণমূলের মাথায় নতুন আরো একটি পালক যুক্ত হলো', সংসদে 'প্রশ্ন-ঘুষ’কাণ্ডে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদপদ খারিজ প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।
বাঁকুড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবিষয়ে বলতে গিয়ে তিনি আরো দাবি করেন, 'মহুয়া মিত্র নিজে এথিক্স কমিটির কাছে স্বীকার করেছেন, তাঁর ইউজার আই.ডি ও পাসওয়ার্ড তিনি শেয়ার করেছেন। উনি সংসদে ৬১ টি প্রশ্ন করেছেন, তার মধ্যে ৫০ টি প্রশ্ন একজন বিশিষ্ট শিল্পপতির পক্ষে যায়।
আর একদিনে ওনার সংসদীয় পোর্টাল দিল্লী, ব্যাঙ্গালোর, দুবাই, ইউ.এস.এ এই চার জায়গা থেকে লগ.ইন করা হয়েছিল। অর্থ বা ঘুষ নিয়ে যার হয়ে প্রশ্ন করছেন তার হাতেই উনি ইউজার আই.ডি পাসওয়ার্ড তুলে দিচ্ছেন! এই ঘটনা প্রকাশ্যে আসতেই সারা বিশ্ব ছিঃ ছিঃ করছে বলে ডাঃ সরকার দাবি করেন।



Dec 10 2023, 13:12
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2.5k