দাদার মারে ভাইয়ের মৃত্যু ঘিরে উত্তেজনা ভাটপাড়ার শান্তিনগরে
![]()
উত্তর ২৪ পরগনা: পানীয় জল তোলা নিয়ে বুধবার সকালে দুই ভাইয়ের বচসা বাধে। আর সেই বচসা চলাকালীন দাদা বিনোদ সাউ লোহার রড দিয়ে তাঁর ছোট ভাই মহেন্দ্র সাউয়ের মাথায় সজোরে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মহেন্দ্রকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ভাটপাড়া থানার কাঁকিনাড়ার ২৯ নম্বর রেলগেট সংলগ্ন শান্তিনগরের ঘটনা।
মহেন্দ্রের মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বাসিন্দারা। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রবিবার সকালে কাঁকিনারা ২৯ নম্বর রেলগেট সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাটপাড়া থানার পুলিশ। যদিও ঘটনা পর থেকে বেপাত্তা অভিযুক্ত বিনোদ সাউ। পুলিশ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে।







Dec 03 2023, 15:00
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
6.4k