DA না মিললেও মিলছে অন্যান্য সুবিধা, দাবি মমতার
ডিএ ইস্যুতে বিধানসভা ভবনে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। রাজ্যের সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে মমতা বলেন,’ কারুর কোনও আপত্তি থাকলে কেন্দ্রীয় সরকারে গিয়ে কাজে যোগ দিন। আমরা তো আটকায়নি।‘ পাশাপাশি কেন্দ্রীয় কর্মীদের ছুটি নিয়েও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,’ মনে রাখুন কেন্দ্রীয় সরকার ৩-৪ দিন ছুটি দেয়। আর আমরা ৪০-৪৫ দিন ছুটি দিই। এই গুলো মাথায় রাখবেন। আমরা ১০ বছরে একবার বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আর ৫ বছরে দেশের বিভিন্ন প্রান্তে।‘ শুধু তাই নয় অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের পেনশন দেওয়া না হলেও বাংলায় তারা পেনশন পান। সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন,’একমাত্র রাজ্য যারা সরকারি কর্মচারীদের পেনশন দেয়। অনেকে বলেছে বন্ধ করে দাও তাহলে সুদের টাকার পরিমাণ কমে যাবে।কিন্তু আমরা সেই পেনশন বন্ধ করবো না।‘
এই নিয়ে বাংলার পেনশন নিয়ে বেশ কয়েকবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মচারীরা বারবার অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার ৪০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিচ্ছে। অথচ রাজ্য় সরকারি কর্মচারীরা এর চেয়ে অনেক কম হারে ডিএ পান। তা নিয়ে তাঁরা নবান্নে অভিযোগও দায় করেন। তবে তাদের বকেয়া ডিএ বাড়ায়নি রাজ্য সরকার। প্রসঙ্গত , বুধবার একদিকে যখন অমিত শাহ ধর্মতলায় বক্তব্য রাখছিলেন সেই সময় বিধানসভায় ডিএ নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Nov 29 2023, 16:29