/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *মঙ্গলেই হল মঙ্গল,১৭ দিন পর উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার ৪১ জন শ্রমিক* West Bengal Bangla
WestBengalBangla

Nov 28 2023, 21:38

*মঙ্গলেই হল মঙ্গল,১৭ দিন পর উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার ৪১ জন শ্রমিক*


১৭ দিন পর এলো সাফল্য। একের পর এক ৪১ জন শ্রমিককে সুরক্ষিতভাবে বের করা হলো উত্তরকাশীর সুড়ঙ্গের ভেতর থেকে। মঙ্গলেই হল মঙ্গল। হাত দিয়ে ধ্বংসস্তূপ কেটে উদ্ধারকারীদের হার না মানা লড়াইকে কুর্নিশ জানাচ্ছে দেশ।

জানা গিয়েছে, ১২ নভেম্বর থেকে সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া সমস্ত শ্রমিককে সফলভাবে উদ্ধার করার পরে অ্যাম্বুলেন্সগুলো সিল্কিয়ারা টানেল সাইট থেকে ছেড়ে যায়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির তত্ত্বাবধানে সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া শ্রমিকদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে মুক্তি পেল বাংলার ৩ শ্রমিক। খুশির হাওয়া তাদের পরিবারে। ১৭ দিন টানেলে জীবন-মৃত্যুর লড়াই শেষে তারা গাইল জীবনের জয়গান। এ যেন অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। 

উত্তরকাশী টানেল উদ্ধার অভিযানের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি বলেছেন, "আমি অত্যন্ত খুশি যে সিল্কিয়ারা টানেলের ভিতরে আটকে পড়া ৪১ জন শ্রমিককে সফলভাবে উদ্ধার করা হয়েছে। পিএমও'র নেতৃত্বে সব এজেন্সি দিনরাত কাজ করেছে। উদ্ধার হওয়া শ্রমিকদের আমি আমার শুভেচ্ছা জানাতে চাই। আমি সেই কর্মীদেরও ধন্যবাদ জানাতে চাই যারা উদ্ধার অভিযানে সহায়তা করেছেন। সুড়ঙ্গের নিরাপত্তা অডিটও এখন করা হবে।" 

WestBengalBangla

Nov 28 2023, 18:26

*সকাল ছয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত টোটো বন্ধের ডাক তমলুক শহর টোটো চালক ইউনিয়নের।*

রাজ্য

দিনে দিনে বাড়ছে টোটোর সংখ্যা৷ ফলে রাজ্য সড়ক হোক কিংবা জাতীয় সড়কে ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনা কমাতে উচ্চ আদালত ও পরিবহন দপ্তরের আদেশ অনুসারে জাতীয় সড়ক ও রাজ্য সড়কে টোটো চলাচল অবৈধ ঘোষণা করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক। এই শহরে রয়েছে মেডিকেল কলেজ, তাম্রলিপ্ত মহাবিদ্যালয় ও বেশ কয়েকটি উচ্চ বিদ্যালয়, সহ একাধিক নার্সিংহোম এবং গুরুত্বপূর্ণ কয়েকটি অফিস। তমলুক শহরে যদি রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধ হয় তাহলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষেরা তেমনি অপরদিকে ক্ষতির সম্মুখীন হবে টোটো চালকেরা। তমলুক শহরে এই মুহূর্তে প্রায় ৭০০ থেকে ৮০০ টোটো চলাচল করে, সেই সমস্ত টোটো চালকেরা আজ তমলুক শহর জুড়ে মিছিল করে।

সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে আবেদন মানবিক দৃষ্টিতে বিবেচনা করে তমলুক শহরে যাতে টোটো চালানো যায় সেই দাবি রেখে গতকাল সকাল ছয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত টোটো বন্ধের ডাক দিয়েছে টোটো ইউনিয়ন, এমনটাই জানান তমলুক শহর টোটো ইউনিয়নের সভাপতি চঞ্চল খাঁড়া।

WestBengalBangla

Nov 28 2023, 18:25

রুটে বাস চলাচল নিয়েপ্রশাসনের হস্তক্ষেপ অবশেষে মিটলো সমস্যা

রাজ্য

উত্তর ২৪ পরগনা: বারাসাত জোকা রুটের সরকারি বাস C8 বারাসাতের তিতুমীর বাস স্ট্যান্ড থেকে চলতে দেওয়ায় বাধা দেওয়া হচ্ছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে সরকারি আধিকারিকদের উপস্থিতিতে বাসটি চালানো হলেও সিন্ডিকেটের কারণে পরিষেবায় খামতি তৈরি হচ্ছিল।

গোটা বিষয়টি নিয়ে যাতে নাগরিক পরিষেবা কোনভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্যই জেলা শাসকের দপ্তরের একটি বৈঠক ডাকা হয়েছিল বেসরকারি বাস সিন্ডিকেট ও সরকারি আধিকারিকদের নিয়ে। দ্বিপাক্ষিক আলোচনার পর এদিন সমস্যার সমাধান হয়েছে বলে জানা গিয়েছে।

WestBengalBangla

Nov 28 2023, 18:23

লেকটাউনে ঘরের ভিতরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক ব্যক্তির, ঘটনায় চাঞ্চল্য এলাকায়

রাজ্য

কলকাতা: লেকটাউন কালিন্দী C 2/3 ফ্ল্যাটের ঘরে অগ্নিদগ্ধ অবস্থায় দমবন্ধ হয়ে মৃত্যু হল বছর ৪৫-এর এক ব্যক্তির। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম অরিন্দম বিশ্বাস। পুলিশ সূত্র মারফত খবর গতকাল রাত ১টা ১৫মিনিট নাগাদ কালিন্দি হাউসিং স্টেটের 2/3 ফ্ল্যাটের ঘর থেকে ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা।

তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল এবং লেকটাউন থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। এরপর দমকল কর্মী ও স্থানীয়দের চেষ্টায় ঘরের মধ্যে থাকা মা সোনালী বিশ্বাস (৬৫) ও ছেলে অরিন্দম বিশ্বাস (৪৫) উদ্ধার করে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসাররা অরিন্দম বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করে।

তবে মা সোনালী বিশ্বাসের অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর। তবে আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও স্থানীয় সূত্র মারফত যেটা জানা যাচ্ছে অরিন্দম ধূমপান করছিল তা থেকেই আগুন লাগতে পারে। আগুন লাগার কারণে ঘরের মধ্যে প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হওয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় অরিন্দম বিশ্বাসের। গোটা ঘটনার তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ।

WestBengalBangla

Nov 28 2023, 18:22

*১৮ জানুয়ারি থেকে শুরু বইমেলা, এবারের থিম "ব্রিটেন"*

আগামী ১৮ জানুয়ারি থেকে সল্টলেক এর বইমেলা প্রাঙ্গণে শুরু হতে চলেছে ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলবে ৩১শে জানুয়ারি পর্যন্ত। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন পাবলিশার্স এবং বুকসেলারস গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়।

২০২৪ এ ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি হলো ইউনাইটেড কিংডম । গিল্ডের পক্ষ থেকে জানানো হয় ২০২৩ সালে প্রায় ২৬ লক্ষ বইপ্রেমী আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এসেছিলেন, এছাড়াও সেখানে প্রায় ২৫ কোটি টাকার বই বিক্রি হয়।

এছাড়াও ২৬ থেকে ২৮ শে জানুয়ারি ২০২৪ তিন দিনের কলকাতার লিটারেচার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে এই বইমেলা প্রাঙ্গনে। ইতিমধ্যেই বইপ্রেমী মধ্যে দেখা দিয়েছে উন্মাদনা।

WestBengalBangla

Nov 28 2023, 17:49

*লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচনের বোর্ড গঠনে রাম বামের জোট, কটাক্ষ শাসকদলের*

নন্দকুমার : সমবায় নির্বাচনে নন্দকুমারে রাম বাম জোট মডেল হয়ে উঠেছিলো। সেই নন্দকুমারে আবার লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচনের বোর্ড গঠনেও দেখা গেলো রাম বাম জোটের ছবি। যাকে ঘিরে শাসকদলের কটাক্ষ।

গত ১১ অগস্ট পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতর বোর্ড গঠনের দিন সিপিম প্রার্থী আব্দুল জব্বারকে পুলিশের গ্রেফতার করা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় নন্দকুমার ব্লকের শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতে। গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৩ টি। তৃণমূল পেয়েছিলো ১১ টি, সিপিএম ৫টি, বিজেপি ৫ টি এবং নির্দল ২ টি আসন পায়। ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রাখতে সিপিএমের প্রার্থী আব্দুল জব্বার কে পুলিশকে দিয়ে গ্রেফতার করায় শাসকদল এমন অভিযোগ উঠে আসে।ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় গত ১১ অগস্ট বোর্ড গঠনের দিন। তৃণমূল বোর্ড গঠন করলেও বোর্ড গঠন নিয়ে বিতর্ক ওঠে। বিরোধীরা আদালতে যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন ৬ সপ্তাহের মধ্যে পুনরায় আবার নির্বাচন করে বোর্ড গঠন করার নির্দেশ দেয়।সেই নির্দেশের পর গ্রাম পঞ্চায়েত স্তব্ধ হয়ে পড়ে।নির্দেশ অনুযায়ী আগামী ২৮ নভেম্বর গঠন করা হবে বোর্ড। বোর্ড গঠন ঘিরে ফের বিতর্ক।গত ২৫ নভেম্বর তৃণমূল ডিভিশন বেঞ্চে আপিল করে বোর্ড গঠনের স্টে অর্ডারের। অপরদিকে সিপিআইএম এর তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এই কেস লড়েন।তৃণমূলের জয়ী ১১ প্রার্থীর আপিল খারিজ করে ডিভিশন বেঞ্চ এবং স্পষ্ট জানিয়ে দেয় আগামী ২৮ তারিখ নির্বাচন হবে এবং আগামী ৮ ডিসেম্বর এই কেসের অন্তিম শুনানি।যদিও তৃণমূলের দাবি ক্ষমতা দখলের জন্যে অগণতান্ত্রিক ভাবে কিছু করে না তৃণমূল।

আদালতের নির্দেশ অনুসারে মঙ্গলবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে নন্দকুমার ব্লক অফিসে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিন নির্বাচনের পরে বিরোধীরা বলেন, আমরা চোর মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার জন্য একজোট হয়েছি। জানাগিয়েছে এদিনের নির্বাচনে ২৩ টির মধ্যে বিরোধীরা ১২ এবং শাসকদল তৃণমূল ১১ টি ভোট পেয়েছে। তবে আগামী ৮ ই ডিসেম্বর আদালতের রায়ের পরেই ফলাফল ঘোষনা হবে।

রাম বামের এই ধরনের জোট নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল তৃণমূল। তাদের অভিযোগ, বাংলায় অশান্তি করার জন্য রাজ্যে তলে তলে রাম বাম জোট করেছে তা এদিনের ছবিতে আবারও একবার প্রমান হলো।

WestBengalBangla

Nov 28 2023, 13:41

*শিক্ষকের দাবিতে স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের *


উত্তর ২৪ পরগনা: শিক্ষকের দাবিতে স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখালো স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। এমনকি অন্যান্য শিক্ষককে ঢুকতে দেওয়া হল না স্কুলে । ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার যশাইকাটি পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে।

বিক্ষোপ কারীদের অভিযোগ,এই স্কুলে নার্সারি থেকে ফাইভ পর্যন্ত মোট ৬টি ক্লাস আছে। ১০০ জনের উপর ছাত্রছাত্রী । একসময় খুব ভালো পড়াশোনা হত এই স্কুলে । ৬ জন শিক্ষক ছিল স্কুলে । কিন্তু এখন শিক্ষক কমতে কমতে একজন শিক্ষক আর একজন প্যারা টিচার এই দুজন দিয়ে চলছে স্কুল । যে কারণে ঠিক মতন পড়াশোনা হয় না। পড়াশুনো ঠিক মতন হয় না কিন্তু সামনেই পরীক্ষা, ছাত্র-ছাত্রীরা কিভাবে পরীক্ষা দেবে । বহুবার এস আই দপ্তরে অভিভাবকরা জানিয়েছে কিন্তু শুধু আশাই দিয়েছে কোন কাজের কাজ হয়নি ।

তাই আজ ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা প্ল্যাকার্ড হাতে শিক্ষক নিয়োগের দাবিতে স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখায় । তাদের দাবি অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে।এবং পুনরায় স্কুলে শিক্ষার মান ভালো করতে হবে ।

শিক্ষকের অভাবে ঠিক মতন পঠন-পাঠন হচ্ছে না স্বীকার করে নিলেন স্কুলের শিক্ষক পল্লব দত্ত ।

বাদুড়িয়ার এসআই_জেসমিরা খাতুন ফোনে জানান লিস্ট হয়ে গেছে অবিলম্বে শিক্ষক নিয়োগ হবে স্কুলে ।

WestBengalBangla

Nov 28 2023, 11:55

মমতাকে বেনজির আক্রমণ দিলীপ ঘোষের

অমিত শাহের সভার ঠিক আগের দিন তীব্র ভাষায় মমতা সরকারকে আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। টুইটারে ১২ বছরের শাসনে তৃণমূলের ১২টি অবদান নামের শিরোনামে একটি পোস্ট করেন দিলীপ ঘোষ। সেখানে তিনি তৃণমূলের ১২টি দুর্নীতির প্রসঙ্গত তুলে আনেন।

দিলীপ ঘোষের সেই তালিকায় রয়েছে সারদার টাকা চুরি, ত্রিফলা আলো কেলেঙ্কারি, আমফানের টাকা চুরি, কোভিডের টিকা চুরি, শিক্ষা, রেশন, কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, মিড ডে মিল, ১০০ দিনের কাজ, ভুয়ো জব কার্ড। বুধবার ২৯ নভেম্বর বিজেপির মেগা সভা রয়েছে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে। তার আগে বিজেপি নেতারা তীব্র ভাষায় তৃণমূলের নেতাদের আক্রমণ করছেন।

WestBengalBangla

Nov 28 2023, 11:47

*শিলিগুড়ির গোঁসাইপুর এলাকা থেকে ৫০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ উদ্ধার বাগডোগরা রেঞ্জের বনকর্মীদের*

রাজ্য

এসবি নিউজ ব্যুরো: আবারও বড়সড় সাফল্য পেলবাগডোগরা রেঞ্জের বনদপ্তর। সোমবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের গোঁসাইপুর এলাকায় অভিযান চালায় বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়ার নেতত্বের বনকর্মীরা। এরপর সেখানে একটি কন্টেনার আটক করে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ বার্মা টিক কাঠ।

এই ঘটনায় কন্টেনারের চালক ও খালাসিকে গ্রেফতার করে বনকর্মীরা। ধৃতদের নাম মহম্মদ শহরুদ্দীন ও মহম্মদ নসিম। ধৃত দুজনেই রাজস্থানের বাসিন্দা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ওই কন্টেনার থেকে ৫০ লক্ষ টাকার বার্মা টিক কাঠ উদ্ধার হয়েছে। এবং বার্মা টিক কাঠ অসম থেকে দিল্লিতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা বনদপ্তর।

WestBengalBangla

Nov 28 2023, 11:45

*কলকাতার শ্যামবাজারে এক অপরিচিতোর দেহ উদ্ধার*

কলকাতা: আজ ভোরে আবারও কলকাতার একটি স্কুলের গেটের সামনে থেকে একটি দেহ উদ্ধার হল। দেহটি শ্যামবাজারে এভি স্কুলের মেইন গেটের কিছুটা দূরে পড়ে ছিল।তার মুখ থেঁতলে দেওয়া হয়েছে। দেহে ক্ষতবিক্ষত। ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই ব্যক্তির মাথার পিছনে ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। মুখও ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। দেহ পড়ে থাকার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।কর্তব্যরত পুলিশ কর্মীরা দেহটি উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, ওই ব্যক্তির মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। তাতে প্রাথমিকভাবে জানা গিয়েছে মাথার পিছনে আঘাতের ফলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। মৃত্যু নিশ্চিত করতে ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে মুখ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে শ্যামপুর থানার পুলিশ।