বড়জোড়ার মালিয়াড়া রাজবাড়ি প্রাঙ্গনে রাস মেলা শুরু
রাজ্য
![]()
বাঁকুড়াঃ উদয়ন্ত হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে বড়জোড়ার মালিয়াড়া রাস মন্দির ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্থানীয় রাজবাড়ি প্রাঙ্গনে আট দিনের ঐতিহ্যবাহি রাস মেলা শুরু হলো। মেলা চলবে আগামী ৪ ডিসেম্বর, সোমবার পর্যন্ত।
সোমবার হরিনাম সংকীর্তণ সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা গ্রাম প্রদক্ষিণ করে। মেলা উপলক্ষ্যে আট দিন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।
মালিয়াড়া রাস মন্দির ওয়েলফেয়ার সোসাইটির তরফে জানানো হয়েছে, মালিয়াড়া রাজপরিবারের তৈরী রাস মন্দিরটি ভগ্নপ্রায় অবস্থায় দীর্ঘদিন পড়ে ছিল। পরে বর্তমান রাজপরিবারের সদস্যদের অনুমতি নিয়ে মালিয়াড়া রাস মন্দির ওয়েলফেয়ার সোসাইটির তরফে মন্দিরটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয় ও রাস উৎসবের সূচণা করা হয়। রাস উৎসবের পাশাপাশি বছরভর মালিয়াড়া রাস মন্দির ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা বছরভর বিভিন্ন ধরণের সামাজিক কর্মকাণ্ডেও নিজেদের নিয়োজিত রাখেন বলে জানানো হয়েছে।


এসবি নিউজ ব্যুরো: কাটোয়ার দাঁইহাটার ঐতিহ্যবাহী প্রাচীন রাস উৎসব। প্রতি বছর রাস পূর্ণিমা তিথিতে রাস উৎসব পালিত হয় দাঁইহাট শহরে। এবছর লক্ষাদিক দর্শনার্থী দাঁইহাট শহরে আসবে বলে জানান দাঁইহাট পৌরসভার পৌর প্রধান প্রদীপ কুমার রায়। তিনি বলেন," আগত দর্শনার্থীদের যাতে কোনরকম অসুবিধা না হয় তার জন্য স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় পুলিশ ক্যাম্প থাকবে"। কাটোয়ার পুজো গুলির মধ্যে উল্লেখযোগ্য বৌদ্ধ সংঘের পাঁচ ভাই পুজোর উদ্বোধন করেন কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক। উপস্থিত ছিলেন কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলী।এবারের উল্লেখ্যযোগ্য পুজোমণ্ডপ গণেশ জননী ক্লাবের গণেশ ,ভাই ভাই সংঘ , আপন জনের পুজো , টাইগার সংঘের পুজো। ১৬ টি থিম পুজোর মধ্যে উল্লেখযোগ্য বিবেকানন্দ ক্লাবের রাজস্থানের আদলে মন্ডপ শিশমহল। তাদের এবারের বাজেট ১৬ লক্ষ টাকা জানালেন হিমাংশু দত্ত। এছাড়াও নবজাগরণ ক্লাবের থিম তানট পাতার মণ্ডপ বাজেট ১৫ লক্ষ টাকা বাজেটের পুজো।মনি সংঘের ক্লাবের পুজোর বাজেট ৬ লক্ষ টাকা জানালেন সমীর বারুই।নবারুণ সংঘের থিম কাঠের পুতুল ও কুলো দিয়ে বানানো পুজোমণ্ডপ। শতাব্দী প্রাচীন রাস উৎসবকে ঘিরে উৎসবে মেতে উঠেছে দাঁইহাট বাসী ।
দাঁইহাট কেন্দ্রীয় রাস উৎসব কমিটির সভাপতি সন্দীপ কুমার দাস জানান ,"নতুনত্ব আলোকসজ্জার পাশাপাশি দাঁইহাটের বিভিন্ন রাস্তায় আলপনা একে সাজিয়ে বিভিন্ন সম্প্রদায়ের ছেলে মেয়েরা । ২৮ নভেম্বর বিসর্জনের শোভাযাত্রার দিন উপস্থিত থাকবেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদ্বীপ। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন," আগত দর্শনার্থীদের কোন রকম অসুবিধা না হয় সেটা দেখার দায়িত্ব সকলের "।



Nov 27 2023, 14:35
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.1k