*ওয়েস্ট বেঙ্গল মাইনোরিটিস ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হুইলচেয়ার, দুঃস্থদের কম্বল ও শীতবস্ত্র বিতরণ*
রাজ্য
উত্তর ২৪ পরগনা: রফিকুল হাসান পরিচালিত ওয়েস্ট বেঙ্গল মাইনোরিটিস ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হুইলচেয়ার, দুঊস্থদের কম্বল ও শীতবস্ত্র প্রদান করা হল। পাশাপাশি অসহায় মেধাবী পড়ুয়াদের আর্থিক অনুদান তুলে দেন রাজ্যের ত্রাণ ও বিপর্যয় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী জাভেদ আহমেদ খান।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ড. নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়,আটঘরা সংহতি কেন্দ্রের সম্পাদক পলাশ বর্ধন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মন্ত্রী জাভেদ আহমেদ খান বলেন, " প্রতিটি মানুষকে মানুষ হিসেবে দেখাই মানুষের ধর্ম।যারা মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন রেখা টেনে দিতে চায় তাদের কাছে প্রশ্ন তাদের চিকিৎসা চলাকালে যখন রক্তের চাহিদা মেটানোর মতো কোন পরিষেবা নিতে হয় তখন কোনো ধর্ম বা সম্প্রদায় দেখা হয় কি? তাহলে এই ভেদাভেদ কেন?সরকারি বা বেসরকারি দুভাবেই মানুষের জন্য কাজ করা যায়। মানুষ উপকৃত হলে জীবনের সেটাই বড় সাফল্য।"
Nov 27 2023, 12:00