/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *দক্ষিণবঙ্গের কোথায় কোথায় জারি সতর্কতা? জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া* West Bengal Bangla
*দক্ষিণবঙ্গের কোথায় কোথায় জারি সতর্কতা? জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া*


বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে গত কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে গোটা রাজ্যে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর আগামী সপ্তাহে সোমবার থেকে কলকাতার আবহাওয়ায় কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে।

গোটা দক্ষিণবঙ্গে গত সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ কমলেও রেহাই পাবেনা উত্তরবঙ্গ। আগামী ২৮ তারিখ থেকে উত্তর আন্দামান সাগরের উপরে আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হতে চলেছে।

দক্ষিণবঙ্গের আজ তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা বীরভূম ও মুর্শিদাবাদে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৫ ডিগ্রী সেলসিয়াস। া?

*আদৌ কি জেগে উঠবে ল্যান্ডার 'বিক্রম', জানাল ISRO প্রধান*

চাঁদের মাটিতে আদৌ কি জেগে উঠবে ল্যান্ডার 'বিক্রম' ও রোভার 'প্রজ্ঞান'? উত্তর দিলেন ইসরো প্রধান এস সোমনাথ। তিনি বললেন, 'চন্দ্রযান ৩-এর যন্ত্রপাতি গুলির বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। ফের তা জেগে উঠতে পারবে কি না তা নির্ভর করছে যন্ত্রপাতিগুলির ক্ষমতার উপর। হপ এক্সপেরিমেন্টের মাধ্যমে এই মিশন থেকে দ্বিগুণ লাভবান হয়েছি। গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আমরা অন্যদের থেকে আলাদা পথে হেঁটেছি।’

ইসরো প্রধান আরও বলেন, ‘আরো একবার ল্যান্ডার ও রোভার জেগে ওঠার ক্ষেত্রে বেশ কিছু সমস্যাও রয়েছে। প্রচন্ড ঠান্ডাতেও সেই জ্বালানিও জমাট বেঁধে যায়। সেই জ্বালানিকে আবার তরল অবস্থায় ফিরিয়ে আনতে প্রচুর পরিমাণ শক্তির দরকার। অনেক সময় তা করা সম্ভব হয় না। প্রোপালশন সিস্টেমও ফেল করে যেতে পারে। ইলেক্ট্রনিক সার্কিটগুলিও অতিরিক্ত ঠান্ডায় জমে যেতে পারে। ব্যাটারি কর্মক্ষম অবস্থায় নাও থাকতে পারে। যার জেরেই আরো একবার ল্যান্ডার ও রোভার জেগে ওঠা সম্বভ হয় , কারণ সেখানে ঠান্ডার পরিমান অনেক বেশি।’

রেল লাইনে ফাটল, ব্যাহত ট্রেন পরিষেবা

শনিবার আচমকাই পার্কসার্কাস রেল স্টেশনে রেল লাইনে ফাটল। এরজেরে শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত রেল পরিষেবা। ব্যাপক হয়রানির মুখে পড়তে হয় নিত্য যাত্রীদের। জানা গিয়েছে, ইতিমধ্যেই রেলের আধিকারিকরা মেরামতির কাজ শুরু করেছেন । অফিস টাইমে এই ভোগান্তির জেরে কার্যত চিন্তায় পড়তে হয় নিত্যযাত্রীদের । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে লাগাতার বৃষ্টির জেরেই রেল লাইনে এই ফাটল। তবে আবার কখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

*সপ্তাহান্তে কেমন থাকবে যানজট! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ২৩শে সেপ্টেম্বর বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। শনিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে শনিবার শহরে কোন মিটিং, মিছিল নেই। তাই শনিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

 

*রেকর্ড ভাঙা বৃষ্টি, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া*


আবহাওয়া অফিস জানাচ্ছে আগের সপ্তাহে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল, বর্তমানে তা দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। তবে বঙ্গোপসাগরের উপর একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যেটি আবার দিঘার উপর দিয়ে গিয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে বৃষ্টি আরও বাড়বে উত্তরে। গোটা উত্তরবঙ্গ জুড়েই ভারী বৃষ্টি হবে। পার্বত্য এলাকায় অধিক বৃষ্টির সম্ভাবনা। আগামী তিনদিন আবহাওয়া এমনই থাকবে উত্তরে।

আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। ওদিকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে। 

ওদিকে রেহাই পাবেনা দক্ষিণবঙ্গও। আজ থেকেই দফায় দফায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। 

*আজকের রাশিফল ২৩শে সেপ্টেম্বর ( শনিবার)*


মেষ রাশিফল (Saturday, September 23, 2023)

নিজের খাদ্য(তালিকা) নিয়ন্ত্রণের আওতায় রাখুন এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন। যে কারও কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনও পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে। এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে। বন্ধুরা সহায়ক এবং অত্যন্ত সাহায্য প্রদানকারী হবে। আপনার সঙ্গী বিচলিত হতে পারে যদি আপনি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন। আজ কল্যাণকর দিন কারণ সব বিষয় আপনার অনুকূলে থাকবে বলেই মনে হচ্ছে এবং আপনি জগতের শীর্ষে থাকবেন। নিয়মিত আপনার অর্ধাঙ্গীনীকে অবাক করে দিন; নচেৎ সে/তিনি গুরুত্বহীন বোধ করা শুরু করতে পারেন। আজকে চাপমুক্ত থাকার চেষ্টা করুন, তাই বিশ্রাম নেওয়ার প্রতি জোর দিন।

প্রতিকার :- আপনার ভালোবাসার মানুষকে নকল ক্রিস্টাল বা সাদা হাঁস উপহার দিলে তা আপনার প্রেমের জীবন কে সুন্দর করে তুলবে।

বৃষভ রাশিফল (Saturday, September 23, 2023)

এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন। আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন- এবং আজ কেবলমাত্র জরুরী জিনিসই কিনুন। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মূহুর্ত আনবে। আপনার সেরা আচরণ করা প্রয়োজন, কারণ আপনার প্রেমিকা অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে। নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের পক্ষে আদর্শ সময়। আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে। আপনি স্বাভাবিকের চেয়ে টেলিভিশন দেখা উপভোগ করতে পারেন তবে আপনার নিজের চোখের বিশেষ যত্ন নেওয়া উচিত।

প্রতিকার :- রান্না ঘরেই দুজনে একসাথে মাইল খাবার খেলে প্রেম জীবনে উন্নতি হবে।

মিথুন রাশিফল (Saturday, September 23, 2023)

আপনার চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে। আপনি যদি ছাত্র হন এবং বিদেশে পড়াশোনা করতে চান তবে ঘরে বসে আর্থিক সঙ্কট আপনাকে আজ বিরক্ত করতে পারে। নিজেদের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে তাদের সময় কাটানোয় আপনি হতাশ হতে পারেন। দীর্ঘ কাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদস্পন্দন একটি ঘূর্ণায়মান পাথরের মত বাড়িয়ে তুলতে পারে। সম্ভবতঃ কোন দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষভাগে সুখবর আসতে পারে। যারা বলে বিবাহ মানেই সেক্স তারা মিথ্যা কথা বলে। কারণ আজ আপনি প্রকৃত প্রেম কি তা জানতে পারবেন। কোনও ধর্মীয় স্থানে আপনার সময় ব্যয় করা মনের প্রশান্তি বাড়িয়ে তুলতে পারে।

প্রতিকার :- সুখী পারিবারিক জীবন লাভ করার জন্য কোনো অনগ্রসর আর্থ -সামাজিক ক্ষেত্র থেকে উঠে আসা কন্যাকে সাহায্য করুন।

কর্কট রাশিফল (Saturday, September 23, 2023)

যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য্য বজায় রাখুন। আজ, আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন। আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে। আপনার প্রণয়ীর সঙ্গ ছাড়া আপনি এক শূন্যতার অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন রাত্রে অফিস থেকে ঘরে আসার সময় আজকে আপনার সাবধানে গাড়ি চালানো দরকার,নাহলে দুর্ঘটনা ঘটতে পারে আর বেশ কিছু দিনের জন্য আপনি অসুস্থ হতে পারেন। আজ আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন। আজ, আপনি আপনার সমস্ত কাজ দ্রুততার সাথে শেষ করতে সক্ষম হবেন যা আপনার সহকর্মীদের মুগ্ধ করবে।

প্রতিকার :- প্রেম জীবনে সম্পূর্ণতার জন্য কোনো পশুর প্রতি হিংসা প্রদর্শন করবেন না। একই সাথে আপনাদের দুজনের নিরামিষ খাবার খাওয়া উচিত, এর ফলে আপনাদের জীবনে প্রেম বহুগুনে বৃদ্ধি পাবে।

সিংহ রাশিফল (Saturday, September 23, 2023)

বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে। আপনার ভবিষ্যতকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে। যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে য়োগাযোগের ভালো দিন। একটি আনন্দের সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার শক্তি এবং আবেগকে আবার নতুন করে তুলবে। কোনও কাজ কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে আপনার সন্ধ্যার মূল্যবান সময় নষ্ট হতে পারে। বিবাহ আজকের তুলনায় আগে কোনদিন এত চমপ্রদ হয় নি। ছাত্র যেই বিষয়ে দুর্বল আজকে আপনি আপনার গুরুর সাথে সেই বিষয় সম্পর্কে কথা বলতে পারেন। গুরুর পরামর্শ তে আপনি বিষয়ের জটিলতা বুঝতে সফল হবেন।

প্রতিকার :- ভগবান ভৈরবের আরাধনা করলে আপনার স্বাস্থ্যের ওপর তার ভালো প্রভাব পরবে।

কন্যা রাশিফল (Saturday, September 23, 2023)

কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে। বিলম্বিত টাকাকড়ি পরিশোধ হয়ে যাওয়ার দরুণ আর্থিক অবস্থা উন্নত হবে। পরিবারের সদস্যদের থেকে সদুপদেশ আপনার মানসিক চাপ কমাবে। আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে। আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন। আপনার স্ত্রী আপনার সাথে থেকে ভালো না হওয়া কিছু জিনিসগুলি বলতে পারেন। কোনো সিনেমা বা নাটক দেখে আজকে আপনার পাহাড়ে যাওয়ার ইচ্ছে হতে পারে।

প্রতিকার :- প্রেমের জীবনে ভালো অনুভূতি নিয়ে আসার জন্য কালো কুকুরের সেবা করুন বা পালন করুন।

তুলা রাশিফল (Saturday, September 23, 2023)

আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের খুশি করবে। আপনার বিবেচনা না করে আপনার কাউকে আপনার ঋণ দেওয়া উচিত নয়, কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। একটি নতুন পারিবারিক উদ্যোগ শুরু করার পক্ষে শুভ দিন। এটিকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে অন্যান্য সদস্যদের সাহায্য নিন। আপনার চোখের তারা খুব উজ্জ্বল যা আপনার প্রেমিকার একটি অন্ধকার রাত প্রজ্বালিত করতে পারে। নিজের সময়ের গুরুত্ব বুঝুন,সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল। এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছু দেবে না। আজ আপনার বিবাহিত জীবন মজা, আনন্দ এবং সুখে ভরে উঠবে। আপনার যোগ্যতা আপনাকে আজ মানুষের মধ্যে প্রশংসার যোগ্য করে তুলবে।

প্রতিকার :- গরুকে ছোলার ডাল খাওয়ান, এর ফলে আপনার আর্থিক অবস্থার বৃদ্ধি হবে।

বৃশ্চিক রাশিফল (Saturday, September 23, 2023)

হতাশাপূর্ণ মনোভাব উপেক্ষা করা উচিত কারণ এটি শুধু যে আপনার সম্ভাবনা হ্রাস করবে তাই নয়, তার পাশাপাশি শারীরিক সমন্বয়কেও নষ্ট করবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না- বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মূহুর্ত আনবে। আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে পুড়তে থাকবেন। আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন। আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্বেগ দিন কাটাবেন। কী দিন – সিনেমাগুলি, পার্টি করতে এবং কার্ডগুলিতে বন্ধুদের সাথে বেড়ানো।

প্রতিকার :- আপনার প্রতিদিনের ডায়েটে এলাচ (বুধের প্রতিনিধি) যোগ করতে তার প্রভাবে স্বাস্থ্যের উন্নতি হবে।

ধনু রাশিফল (Saturday, September 23, 2023)

আপনার ইচ্ছা শক্তির দ্বারা আজ আপনি পুরস্কৃত হতে পারেন কারণ আপনি একটি খুব কৌশলপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করবেন। একটি খুবই আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন। আজ আপনার সীমিত ধৈর্য্য হবে- কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ রূঢ় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে। আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না। যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোন কিছুই অসম্ভব নয়। আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন। এটি কিছুটা বিরক্তিকর দিন হতে পারে; আপনি এটি আকর্ষণীয় করে তুলতে পারেন কিছু ভিন্ন এবং সৃজনশীল কিছু করা।

প্রতিকার :- একটি কালচে নীল কাপড়ের মধ্যে গোল মরিচ, কালো ছোলা এবং একটি কাঁচা কয়লার টুকরো বেঁধে তা বহমান জলে নিক্ষেপ করলে তা আপনার আর্থিক সমৃদ্ধির পথ প্রসস্থ করবে।

মকর রাশিফল (Saturday, September 23, 2023)

প্রকৃতি আপনার মধ্যে লক্ষ্যণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে-কাজেই এটির সেরা ব্যবহার করুন। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরী কেনাকাটা করা সুবিধাজনক করবে। ডাক যোগে একটি জরুরী বার্তা পুরো পরিবারের জন্য খুশি নিয়ে আসবে। ভালোবাসার লোককে হতাশ করবেন না– পরে আপশোষ করতে হবে। আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন। আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্বেগ দিন কাটাবেন। আপনি আজ বড় সমস্যায় পড়তে পারেন, যা আপনাকে জীবনে ভাল বন্ধুবান্ধব রাখার গুরুত্ব অনুধাবন করবে।

প্রতিকার :- নিজে বেসনের হালুয়া খান ও অপরকেও তা খাওয়ান, এর ফলে আপনি রান্না করে খুশি থাকবেন ও আনন্দ পাবেন।

কুম্ভ রাশিফল (Saturday, September 23, 2023)

প্রকৃতি আপনার মধ্যে লক্ষ্যণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে-কাজেই এটির সেরা ব্যবহার করুন। নতুন টাকাপয়সা বানানোর সুযোগ লাভজনক হতে পারে। আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে। যদি আজকে আপনি কোন ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন। আজ আপনি কাউকে কিছু না বলে ঘরের বাইরে যেতে পারেন একান্তে সময় কাটাতে।আপনি একাই থাকবেন কিন্তু শান্ত থাকতে পারবেন না আপনার মনের ভিতরে উদ্বেগ চলবে। আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে আশান্ত করাবার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনাদের উভয়ের মধ্যের বন্ধনকে নাড়ানো কঠিন। আপনার ঘরের কোনো সদস্য আজকে আপনার সাথে ভালোবাসা জড়িত কোনো সমস্যার কথা ভাগ করতে পারে।আপনার তাকে সঠিক পরামর্শ দেওয়া উচিৎ।

প্রতিকার :- প্রেম জীবন মধুর করতে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাবার আগে চিনি খেয়ে যান।

মীন রাশিফল (Saturday, September 23, 2023)

অত্যধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্হ্য নষ্ট করতে পারে। আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা। আপনার ভাইবোনদের সহায়তায় আজ আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন। আপনার ভাইবোনদের কাছ থেকে পরামর্শ নিন। আপনার আত্মীয় এবং বন্ধুদের আপনার আর্থিক দিক সামলাতে দেবেন না তাহলে আপনার খরচ বাজেট ছাড়িয়ে যাবে। আজ ভালোবাসার ক্ষেত্রে আপনার বিবেচনা করার শক্তি ব্যবহার করুন। সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে। আজ, আপনি একে অপরের জন্য একে অপরের সুন্দর অনুভূতিগুলির মধ্যে খুব ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করবেন। বন্ধুদের সাথে রসিকতা করার সময় আপনার সীমানা ছাড়তে এড়িয়ে চলুন, কারণ এটি আপনার বন্ধুত্বকে নষ্ট করতে পারে।

প্রতিকার :- খাদ্যে সবুজ শস্যর পরিমান বাড়ান এর ফলে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়বে।

*দুবাইয়ে বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী*


সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে বাংলার বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত হবে। সংযুক্ত আরব আমিরশাহীর বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী হানি বিন আহমেদ আল জ়েউদির সঙ্গে শুক্রবার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, দুবাইয়ে এক বাণিজ্য সম্মেলনে অংশ নেন মমতা।

সেখানে বেশ কিছুক্ষণ উভয়ের মধ্যে একান্তে বৈঠক হয়। বাংলার বাণিজ্যিক সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে উভয়ের মধ্যে কথাবার্তা হয়। পশ্চিমবঙ্গের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীর বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত করা এবং বাংলা থেকে আরও বেশি পণ্য সে দেশে রফতানির বিষয়ে দুজনের মধ্যে ইতিবাচক আলোচনা হয়।

বাংলায় উত্‍পাদিত পণ্যের প্রায় ১২ শতাংশ সংযুক্ত আরব আমিরশাহীতে রফতানি হবে বলে এদিন বৈঠক শেষে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হয়েছে, সে কথাও এদিন সংযুক্ত আরব আমিরশাহীর বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে তুলে ধরেন মমতা। ২০২৩-২৪ অর্থবর্ষে বাংলার জিডিপি সাড়ে ১৭ লাখ কোটি টাকারও বেশি, সেই বিষয়টিও নিয়েও আলোচনা হয়েছে দুই মন্ত্রীর বৈঠকে।

খেলা ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি ঘোষণা

এসবি নিউজ ব্যুরো:আজ ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি ঘোষণা হল । আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি । আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফর্ম্যাটে কিছু পরিবর্তন আনা হয়েছে। ২০২৪ এর শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেবে মোট ১৬টি দল।২০২৪ এর এই টুর্নামেন্ট শুরু হবে ১৩ জানুয়ারি।শেষ হবে ৪ ফেব্রুয়ারি।

এবার দলগুলিকে ৪ টে গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে ৪টে করে দল থাকবে। এরপর প্রতিটি গ্রুপ থেকে সেরা ৩টি দল সুপার সিক্স পর্বে যাবে।২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা,ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে জিম্বাবোয়ে, অস্ট্রেলিয়া, নামিবিয়া ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘ডি’তে আছে পাকিস্তান, নিউজিল্যান্ড ,নেপাল ও আফগানিস্তান।

ছবি: সৌজন্যে X

टाटा स्टील की "कोलकाता 25K रन" की आधिकारिक घोषणा

संवाददाता: टाटा स्टील कोलकाता 25K रन की आधिकारिक घोषणा कोलकाता के एक पांच सितारा होटल में की गई. जिसका शुभ उद्घाटन 17 दिसंबर 2023 को कोलकाता के रेड रोड से किया जाएगा.

कल इस कार्यक्रम में अतिथि के रूप में टाटा स्टील कॉरपोरेट सर्विसेज के वाइस चेयरमैन चाणक्य चौधरी, कोलकाता निगम के मेयर परिषद देबाशीष कुमार, कोलकाता पुलिस के नगरपाल विनीत कुमार गोयल, बंगाल सब एरिया के मेजर जनरल एस धर्मराजन, पूर्व भारतीय महिला क्रिकेटर झूलन गोस्वामी, मशहूर अभिनेत्री कौशानी मुखोपाध्याय और अन्य प्रतिष्ठित व्यक्ति। कोलकाता "आमार कलकत्ता आमार रन" के नारे के साथ उठ खड़ा हुआ।

फोटो: संजय हाजरा (खबर कोलकाता).

মহিলা সংরক্ষন বিলের কার্যকারীতা নিয়ে সংশয় প্রকাশ রাহুলের

বৃহস্পতিবার সংসদে পাস হয়েছে মহিলা সংরক্ষণ বিল। এই বিল পাশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শুক্রবার সাংবাদিক সম্মেলন করলেন রাহুল গান্ধী। শুক্রবার রাহুল বলেন, মোদী সরকার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে । এই মহিলা সংরক্ষণ আইন আগামী দশ বছরেও বাস্তবায়িত হবে না। এই বিলের ফলে অন্যান্য অনগ্রসর শ্রেণি তথা ওবিসি মহিলাদের কোনও উপকার হবে না।

সুতরাং এক, মহিলা সংরক্ষণের মধ্যেই ওবিসি মহিলাদের সংরক্ষণ দেওয়া হোক এবং দুই এই আইন এখনই বাস্তবায়িত হোক।

এদিকে সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার পর বিজেপিও ইতিমধ্যে রাজনৈতিক কৃতিত্ব নিতে নেমে পড়েছে।

বিলটিকে সমস্ত দল সমর্থন জানালেও বিরোধীদের মতে এটি ভোটের আগে একটি কৌশল মাত্র। যা সাধারণ মানুষ খুব ভালভাবেই বুঝতে পারছেন।যদিও বিজেপির পক্ষ থেকে এটিকে একটি ঐতিহাসিক রায় হিসেবেই বর্ণনা কর হচ্ছে।