/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *রিয়াল মাদ্রিদ ক্লাব পরিদর্শনে মমতা-সৌরভ* West Bengal Bangla
*রিয়াল মাদ্রিদ ক্লাব পরিদর্শনে মমতা-সৌরভ*


স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর সঙ্গে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় সহ বাংলার ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা। লা লিগা সভাপতির সঙ্গে বৈঠকের পর শনিবার সন্ধ্যায় রিয়াল মাদ্রিদ ক্লাব পরিদর্শনে যান বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন মহারাজ।

ক্লাবের সংগ্রহশালা ঘুরে দেখেন। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। শুধু ক্লাব বা সংগ্রহশালাই নয় একইসঙ্গে গ্যালারিতেও যান বাংলার মুখ্যমন্ত্রী। একই ফ্রেমে দেখা যায় মহারাজ ও মমতাকে।

*आईसीसी वनडे विश्व कप*

Sports News 

ICC MEN'S, CRICKET WORLD CUP,2023: बीसीसीआई और आईसीसी ने विशिष्ट प्रक्रियाओं का पालन करते हुए आईसीसी वनडे विश्व कप टूर्नामेंट के टिकटों की बिक्री शुरू कर दी है। आज यानी शुक्रवार को विश्व कप सेमीफाइनल और फाइनल की टिकट बुकिंग विंडो खोल दी गई है। यह बुकिंग आप आईसीसी की वेबसाइट के जरिए कर सकते हैं। आगामी क्रिकेट विश्व कप के 2 सेमीफाइनल कोलकाता और मुंबई में होंगे। टूर्नामेंट का फाइनल मैच 19 नवंबर को अहमदाबाद में होगा.

अनुक्रमणिका:

 15 नवंबर, बुधवार, पहला सेमीफाइनल मैच, वानखेड़े स्टेडियम, मुंबई।

 16 नवंबर, गुरुवार, दूसरा सेमीफाइनल मैच, ईडन गार्डन्स स्टेडियम, कोलकाता।

 19 नवंबर, रविवार, फाइनल मैच, नरेंद्र मोदी स्टेडियम, अहमदाबाद।

লাইনচ্যুত ডাউন কল্যাণী-মাঝেরহাট লোকাল ট্রেন

শনিবার অফিস টাইমে দমদমের ৫ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার আগেই লাইনচ্যুত হল ডাউন কল্যাণী-মাঝেরহাট লোকাল ট্রেন। এই ঘটনায় একটি বগি ট্র্যাকের বাইরে চলে এসেছে বলে জানা গিয়েছে। ৫টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা।

মেরামতির কাজ শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। তবে এই ঘটনায় এখন ও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি । ট্রেনের গতিবেগ কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছে রেল। কয়েক মাস আগে বাহানাগার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পরও কেন এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছেই। বর্তমানে বন্ধ রয়েছে রেল চলাচল। লাইন মেরামতিতে বেশ কিছুক্ষণ সময় লাগবে বলে জানাচ্ছেন আধিকারিকরা।

*রামলীলা ময়দানে ধর্ণার অনুমতি চেয়ে দিল্লী পুলিশকে চিঠি তৃণমূল সাংসদের*

তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েন বাংলার কর্মীদের MNREGA প্রকল্পের অধীনে মজুরি থেকে বঞ্চিত করার অভিযোগে দিল্লীতে বিক্ষোভের অনুমতি চেয়েছেন। তিনি দিল্লীর ডেপুটি কমিশনার অফ পুলিশকে ৩০ শে সেপ্টেম্বর - ৪ঠা অক্টোবর রামলীলা ময়দানে ধর্নায় বসার অনুমতি চেয়ে চিঠি পাঠালেন। তাদের দাবী, কেন্দ্রীয় সরকার বাংলার শ্রমিকদের মনরেগার আওতায় মজুরি দিতে অস্বীকার করেছে।

*পুজোয় বিশেষ ট্রামের ব্যবস্থা পরিবহন দফতরের*

মণ্ডপে মণ্ডপে চলছে পুজোর প্রস্তুতি। ব্যস্ততা তুঙ্গে সর্বত্র। সরকারও নিজের মতো করে এই পুজো পরিচালনা করার পরিকল্পনা করছে। পুজোয় ঠাকুর দেখার ইচ্ছে অনেকের থাকলেও ভিড়ের জন্য সে ইচ্ছে দমন করেন এমন লোকের সংখ্যাও কম নয়। সেই চিন্তা দূর করতেই আগের বারের মতো এবারও পুজো পরিক্রমা প্যাকেজ চালু করছে রাজ্য পরিবহণ দফতর ।

শুধু তাই নয়, প্রাক পুজো পরিক্রমা প্যাকেজ নিয়েও ভাবনা চিন্তা শুরু হয়েছে বলে জানান পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

পরিবহণ মন্ত্রী জানান, 'রাজ্য সরকার সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই বিশেষ ব্যবস্থার কথা ভাবা হচ্ছে।' শুধু তাই নয়, এবারই প্রথম পুজোয় ঘোরাফেরা করার জন্য বিশেষ এসি ট্রামের ব্যবস্থা করছে পরিবহণ দফতর । এই ট্রাম উত্তর ও দক্ষিণ কলকাতাকে জুড়বে। শ্যামবাজার থেকে শুরু করে বালিগঞ্জ ট্রাম ডিপো পর্যন্ত চলবে। ট্রাম মানেই কলকাতাবাসীর কাছে একটা নস্টালজিয়া। সেই কথা মাথায় রেখেই এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তমী, অষ্টমী, নবমী এই তিনদিন বিশেষ ট্রাম চলবে রাস্তায়। মাথাপিছু মাত্র ৬০০ টাকা খরচ করলেই শহরের বড় বড় পুজোগুলি ট্রামে চেপে দেখতে পারবেন মানুষ। ট্রামের মধ্যেই দেওয়া হবে, চা-কফি, স্ন্যাকস ও দুপুরের খাবার।

*'বাংলায় আসুন, শিল্প গড়ুন', শিল্পপতিদের বললেন মমতা*


 স্পেন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার প্রধান লক্ষ্য বাংলায় লগ্নি টানা। আজ স্পেন থেকে শিল্পপতিদের বাংলায় আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা আমাদের আতিথেয়তার সুযোগ দিন। স্কিল-এর দিক থেকে প্রথম বাংলা। বাংলায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে, আমরা সব ধর্মকে ভালোবাসি।' তিনি আরও জানান,বাংলায় রাজনৈতিক অনেক দল থাকতে পারে, তবে বাংলায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছে। শুধু তাই নয়, মাদ্রিদের সংস্কৃতির সঙ্গে মিল আছে বাংলার। বাংলায় পর্যটন শিল্পের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। বাংলায় মেধার মান অনেক উন্নত।'

 তাই শিল্পপতিদের সম্মেলনে ' বাংলায় আসুন, শিল্প গড়ুন' -এর ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় তিনি এও ঘোষণা করেন, এক থেকে দুই মাসের মধ্যে বাংলায় অ্যাকাডেমি তৈরি করবে লা লিগা। তবে , মুখ্যমন্ত্রীর এই ১১ দিনের বিদেশ সফরে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, সেই দিকেই তাকিয়ে আছে গোটা রাজ্য।

*ফুটবল অ্যাকাডেমি গড়বে 'লা লিগা', বড় ঘোষণা মমতার*

স্পেন সফরে গিয়েই বাংলার মুখ্যমন্ত্রী একের পর এক সুখবর দিয়ে যাচ্ছেন। এবার ফুটবল জগতে সুখবর দিলেন মমতা। লা লিগার প্রেসিডেন্ট জাভিয়ার তেভাসের সঙ্গে বৈঠকের পর মমত বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, খুব শীঘ্রই কলকাতায় ফুটবল অ্যাকাডেমি গড়তে চলেছে লা লিগা কর্তৃপক্ষ। ফলে মাদ্রিদে শুধু খেলা হল না, খেলা জিতলেনও মুখ্যমন্ত্রী। স্পেন সফরকালেই লা লিগা প্রেসিডেন্ট জেভিয়ার তাভেজ মেদ্রানোর সঙ্গে বৈঠক হয় মমতার। সেই বৈঠকে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

এই বৈঠকে মমতার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, শিল্প দফতরের প্রধান সচিব বন্দনা যাদব, মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত, মহমেডান কর্তা ইশতিয়াক আহমেদ, ইস্টবেঙ্গলের স্পন্সর ইমামির আদিত্য আগরওয়াল, স্পেনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েক।

এই বৈঠকের পর জানা গিয়েছে, নতুন প্রতিভা খুঁজে আনতে সব উদ্যোগ লা লিগার তরফ থেকেই নেওয়া হবে বলে জানা গিয়েছে। এমনকী মুখ্যমন্ত্রীর তরফ থেকেও জমি সহ অন্যান্য কোনও কিছুর সমস্যা হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর স্পেন সফরে গিয়ে বাংলার মানুষদের কি কি উপহার দেয় সেই দিকেই তাকিয়ে আছে গোটা রাজ্যবাসী।

*আজকের রাশিফল ১৫ই সেপ্টেম্বর ( শুক্রবার)*

মেষ রাশিফল (Friday, September 15, 2023)

যদি আপনি যথেষ্ট বিশ্রাম না নেন তাহলে আপনার অত্যন্ত ক্লান্ত বোধ এবং অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন হবে। আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করে বা পড়াশোনা করেন তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকদের থেকে দূরে থাকতে শিখুন। মেজাজ না সামলাতে পারলে পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দিয়ে ফেলতে পারেন। আপনার প্রিয়তমা আজ উপহারের সঙ্গে কিছুটা সময় আশা করতে পারে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন। নিজের মন কে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেক বার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন। আজকেউ আপনি এরকম কিছু করতে পারেন। আপনার স্ত্রী আজ আপনাকে তার দেবদূতোপম দিকটি দেখাবে।

প্রতিকার :- কোনো রঙিন কাপড়ের টুকরোর মধ্যে সাদা ও কালো তিল এর বীজ বেঁধে রাখুন ও তা সবসময় নিজের কাছে রাখুন, এর ফলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।

বৃষভ রাশিফল (Friday, September 15, 2023)

যদি আপনি যথেষ্ট বিশ্রাম না নেন তাহলে আপনার অত্যন্ত ক্লান্ত বোধ এবং অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন হবে। ব্যবসায়ের লাভ আজ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে। আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়কালটি ভালো। প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায়, কিন্তু আপনার ইন্দ্রিয় আজ ভালবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে। আপনার সঙ্গীরা সহায়ক এবং সাহায্যকারী হবে। যেই সম্পর্ককে আপনি গুরুত্ব দেন উনাকে সময় দেওয়াও আপন আপনাকে শিখতে হবে নাহলে সম্পর্ক ভেঙে যেতে পারে। আজ, গোলাপ আরো লাল হবে এবং বেগুনি নীল হবে কারণ ভালবাসার নেশা আপনাকে একটি উচ্চ আসন প্রদান করবে।

প্রতিকার :- ভালো স্বাস্থ্যের অধিকারী হবার জন্য সাদা রঙের মিষ্টি দান করুন ও নিজেও সেবন করুন।

মিথুন রাশিফল (Friday, September 15, 2023)

যদি আপনি ভাবপ্রবণ মেজাজ পেতে চান যা আপনি আজও আঁকড়ে ধরে থাকতে চান তাহলে অতীতে ফিরে যান। কাউকে প্রভাবিত করার জন্য বেশী খরচ করবেন না। আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরী করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের উপর খুব বেশী খরচ এড়ানোর চেষ্টা করুন। আপনার প্রি়য়জন প্রতিশ্রুতি চাইতে পারে। আপনার অভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রে দিনটিকে অসাধারণ করার জন্য সমানভাবে আপনাকে সমর্থন করবে। আপনি আজকে সম্পর্কের গুরুত্বটা অনুভব করতে পারেন কারণ আপনি আজকে আপনার বেশিরভাগ সময়টা আপনার পরিবারের লোকজনের সাথে কাটাতে পারেন। আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা কুড়োবে।

প্রতিকার :- সুগন্ধি দ্রব্যের ব্যবহার আপনার স্বাস্থ্যের জন্য খুবই লাভদায়ক বলে গণ্য হবে।

কর্কট রাশিফল (Friday, September 15, 2023)

আপনার সমস্যা নিয়ে চিন্তাভাবনা করার অভ্যাস এবং তাদের অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নীতিবোধ দুর্বল হতে পারে। আজ আপনি সহজেই মূলধন- অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন- বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। পড়াশুনোর পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে।পেশা পরিকল্পনা করা খেলাধূলোর মতই গুরুত্বপূর্ণ। আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা রাখাই ভালো। আপনার প্রেমিক/প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে। আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে। আপনার আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে। আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্বেগ দিন কাটাবেন।

প্রতিকার :- মহাদেবকে বা কোনো অশথ গাছের সামনে ২/৩ তে লেবু দিলে পরে ভালো স্বাস্থ্যের অধিকারী হবেন।

সিংহ রাশিফল (Friday, September 15, 2023)

আপনি কিছু আঘাতের সম্মুখীন হলে চরম সাহস এবং শক্তি প্রদর্শন করা প্রয়োজন। আপনি আপনার আশাবাদী মনোভাব দ্বারা সহজেই এর থেকে অতিক্রম করতে পারবেন। আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন, এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে। আপনার সময়মত সাহায্য কারো জীবন বাঁচাতে পারে। এই খবর আপনার পরিবারের সদস্যদের গর্বিত করবে এবং তাদের অনুপ্রাণিতও করবে। মূল্যবান জিনিসের মত আপনার ভালোবাসাকে সতেজ রাখুন। আপনি কোনো সমস্যা ছাড়াই সব কিছু সামলাতে সক্ষম হবেন এবং আজ একজন স্পষ্ট বিজয়ী হিসাবে নিজেকে তুলে ধরবেন। এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে।আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে। আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে।

প্রতিকার :- ভালো স্বাস্থ্যে লাভ করার জন্য কালো কাজল মাটির তলায় পুঁতে দিন।

কন্যা রাশিফল (Friday, September 15, 2023)

আপনার দানী মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা। আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনার নজর রাখা দরকার, অন্যথায় আপনি আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন। অপ্রত্যাশিত সুসংবাদ আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে। আপনার পরিবারের সাথে সংবাদটি ভাগ করে নেওয়া তাদেরকেও পুনর্জীবিত করে তুলবে। আপনি আজ ভালবাসাপূর্ণ চকলেট খেতে পারেন। আপনার অভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রে দিনটিকে অসাধারণ করার জন্য সমানভাবে আপনাকে সমর্থন করবে। আপনাকে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করা শিখতেই হবে নয়তো জীবনে আপনি সবার পেছনে থেকে যাবেন। জীবন সাম্প্রতিক দিনের মধ্যে আপনার কাছে সত্যিই শক্ত হয়ে উঠবে, কিন্তু আজ আপনি আপনার স্ত্রীর নন্দনকাননের মধ্যে নিজেকে খুঁজে পাবেন।

প্রতিকার :- আর্থিক উন্নতি করতে মদ মাংস বর্জন করতে হবে।

তুলা রাশিফল (Friday, September 15, 2023)

আপনার মনকে ভালোবাসা, আশা, বিশ্বাস, সহানুভূতি, আশাবাদ এবং বিশ্বস্ততার মত ইতিবাচক অনুভূতিগুলি গ্রহণে উৎসাহিত করুন। একবার এই অনুভূতিগুলি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এলে-মনও স্বয়ংক্রিয়ভাবে প্রতি পরিস্থিতিতে ইতিবাচক সাড়া দেবে। আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। বাচ্চাদের সাথে আপনার একটি সুস্থ সম্পর্ককে উৎসাহিত করুন। অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও আজ আপনার প্রেমের জীবনটি ভাল থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন। যদি আপনি আপনার কর্মক্ষেত্র আরো উন্নত করতে চান ,তাহলে কাজের মধ্যে আধুনিকত্ব নিয়ে আসার চেষ্টা করুন আর তার সাথেই কাজকে নতুন পদ্ধতির সাথে নতুন রূপ দিন। সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন। বিবাহিত জীবনে একটি ব্যক্তিগত স্থান গুরুত্বপূর্ণ, কিন্তু আজ আপনি শুধুমাত্র একে অপরের কাছাকাছি হতে চেষ্টা করবেন। পরিবেশে রোম্যান্স ভেসে বেড়াচ্ছে।

প্রতিকার :- একমুখী রুদ্রাক্ষকে সাদা সুতোয় বেঁধে পরলে আর্থিক স্থিতি মজবুত হবে।

বৃশ্চিক রাশিফল (Friday, September 15, 2023)

আজ আপনি আশার জাদু মন্ত্রের কবলে। এই রাশিচক্রের বিবাহিত স্থানীয়রা আজ তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবে বলে মনে হচ্ছে। আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব শুধুমাত্র অনর্থক যুক্তিতর্কের সৃষ্টি করতে পারে এবং সমালোচনা বিষয় হতে পারে। আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর ‍যোগাযোগ আজকের দিনে আপনার মনোবল বাড়িয়ে তুলবে। বেতন বৃদ্ধি আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে পারে। এবার আপনার সব হতাশা এবং অভিযোগ মুছে ফেলার সময় এসে গেছে। এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে।আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে। আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত, এবং আপনি আজ তা জানতে পারবেন।

প্রতিকার :- ভবন শিব, ভৈরব ও হনুমানজির আরাধনা করলে আপনি সুখী পারিবারিক জীবন লাভ করবেন।

ধনু রাশিফল (Friday, September 15, 2023)

আপনার আবেগকে নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে- আপনার অস্বাভাবিক আচরণে আপনার চারপাশের মানুষেরা বিভ্রান্ত হবে এবং আপনাকে হতাশগ্রস্ত অবস্থায় ছেড়ে চলে যাবে। আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে। আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন। রোমান্টিক প্রভাবগুলি আজকের দিনে প্রবল থাকবে। অংশীদারিত্বে একটি নতুন উদ্যোগ শুরু করার ভালো দিন। সবারই উপকৃত হওয়া সম্ভবপর। কিন্তু অংশীদারদের সাথে হাত মেলানোর আগে ভেবে নিন। আপনার রসালো বোধ আপনার শ্রেষ্ঠ সম্পদ হতে পারে। আজ, আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন।

প্রতিকার :- পূর্ব দিকে মুখ করে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।

মকর রাশিফল (Friday, September 15, 2023)

ঘরের উত্তেজনা আপনাকে ক্রুদ্ধ করবে। সেগুলি চেপে রাখা কেবলমাত্র শারীরিক সমস্যা বাড়াবে। শারীরিক কাজকর্মের সাথে এটির হাত থেকে মুক্তি পান। সবথেকে ভালো হয় বিরক্তিপূর্ণ পরিস্থিতিটি ছেড়ে বেরিয়ে গেলে। খুব একটা লাভদায়ক দিন নয়- কাজেই আপনার টাকাকড়ির অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন। ফাঁকা সময়ের সুযোগ নিন, আপনাকে পরিবারের সদস্যদের সাহায্য করতে হবে। আপনার চোখের তারা খুব উজ্জ্বল যা আপনার প্রেমিকার একটি অন্ধকার রাত প্রজ্বালিত করতে পারে। পর্যটনের ক্ষেত্র আপনাকে লোভনীয় পেশা দিতে পারে। এখন আপনার উচ্চাশা উপলব্ধি করা এবং তার জন্য কঠোর পরিশ্রম করার সময়। সাফল্য আপনার জন্য ব্যগ্র হয়ে প্রতীক্ষা করছে। আজ আপনি বিচক্ষণতা ব্যবহার করে ঘরের লোকেদের সাথে কথা বলবেন যদি আপনি তা না করেন তাহলে অযথা লড়ায়ে আপনার সময় নষ্ট হতে পারে। আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন।

প্রতিকার :- কোনো অকার্জকর মুদ্রা বহমান জলে নিক্ষেপ করলে তা স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে।

কুম্ভ রাশিফল (Friday, September 15, 2023)

আপনার জন্য নিছকই আনন্দ এবং মজা-যেহেতু আপনি পূর্ণমাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন। আজ, আপনি কোনও সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনার স্ত্রীর স্বাস্হ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে এবং কিছু চিকিৎসার প্রয়োজন হতে পারে। আজকেই আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন যেহেতু কাল হয়তো অনেক দেরী হয়ে যেতে পারে। যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ। পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন। আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন, যা আপনাকে কিছুক্ষনের জন্য বিচলিত করে রাখতে পারে।

প্রতিকার :- প্রতিদিন শুদ্ধ মধু ব্যবহার করলে ভালো সাংসারিক জীবন উপভোগ করবেন।

মীন রাশিফল (Friday, September 15, 2023)

আপনার মনকে ভালোবাসা, আশা, বিশ্বাস, সহানুভূতি, আশাবাদ এবং বিশ্বস্ততার মত ইতিবাচক অনুভূতিগুলি গ্রহণে উৎসাহিত করুন। একবার এই অনুভূতিগুলি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এলে-মনও স্বয়ংক্রিয়ভাবে প্রতি পরিস্থিতিতে ইতিবাচক সাড়া দেবে। আজ, আপনি আপনার পরিবারের সদস্যদের একসাথে যাওয়ার জন্য নিতে পারেন এবং তাদের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। বাচ্চাদের নিজেদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়া দরকার। একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনা এনে দেবে। আপনি আপনার চারপাশের অনেক মানুষকে প্রভাবিত করবে এমন প্রকল্প বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী অবস্থানে আছেন। আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন। আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে।

প্রতিকার :- প্রেমিক প্রেমিকা একে অপরকে কালো সাদা কাপড় উপহার হিসেবে দান করলে এদের মধ্যে সম্পর্ক সুন্দর ভাবে চলতে থাকবে।

*বাংলায় আসছে স্পেনের পোশাক সংস্থা "ZARA"*


স্পেন সফরের দ্বিতীয় দিনেই চমক। এদিন স্পেনের রাজধানী মাদ্রিদে বহুজাতিক সংস্থার সঙ্গে বৈঠক সারলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বহুজাতিক গোষ্ঠীর সঙ্গে শিল্প ও লগ্নির বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও কলকাতা এবং মাদ্রিদ বইমেলা কমিটির মধ্যেও চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানালেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। Tempe Grupo Inditex (ZARA) এর সঙ্গে জোট বেঁধে দিল বাংলায় বস্ত্র শিল্পের প্রসার ঘটবে বলেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী লেখেন, 'রোমাঞ্চকর খবর! Tempe Grupo Inditex (ZARA), যারা বস্ত্র ব্যবসায় গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, ব্যবসার পরিধি বিস্তার করছে তারা। বেসরকারি সংস্থার সঙ্গে জোট বেঁধে বাংলায় উত্‍পাদন হবে। ২০২৩ সালের বড়দিনের আগে বাংলায় শুরু হবে উত্‍পাদন'।স্পেন সফরের দ্বিতীয় দিনেই সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ দিনের স্পেন সফরে আরও একাধিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

WestBengalBangla

মাদ্রিদে অ্যাকোর্ডিয়ানে বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মাদ্রিদে অ্যাকোর্ডিয়ানে বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মাদ্রিদে অ্যাকোর্ডিয়ানে বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।