সুস্থ হয়ে উঠছেন বুদ্ধবাবু, কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?
সংকটজনক অবস্থা থেকে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আপাতত অনেকটাই তিনি ভালো আছেন। সব ঠিক থাকলে তাঁকে দ্রুত হাসপাতাল থেকে ছাড়া হবে বলেও জানা গিয়েছে। শনিবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, নন-ইনভেসিভ ভেন্টিলেটরে রাখা হয়েছে বুদ্ধদেবকে। শুক্রবার তাঁর ইউরিনারি ক্যাথেটার খোলা হয়েছে। শনিবার পর্যন্ত বুদ্ধদেবের অ্যান্টিবায়োটিকে ডোজ চলবে, তা আজই শেষ হতে চলেছে। তবে, রাইলস টিউব এখনও খোলা হয়নি, তবে সেটিও খুব শিগগিরি খোলা হবে, নিজের মুখেই খেতে পারবেন তিনি।
উল্লেখ্য, গত শনিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, বুদ্ধদেবের শ্বাসনালীতে সংক্রমণ রয়েছে এবং ‘টাইপ-২ রেসিপিরেটরি ফেলিওর’ হয়েছে। তাই তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তবে কবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়ি ছাড়া হবে , তা পুরোটাই নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার ওপর।
Aug 06 2023, 10:49