শুভেন্দুর বিরুদ্ধে FIR নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তথ্যপ্রমাণ থাকলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি বিরুদ্ধে এফআইআর করা যাবে। এ জন্য আদালতের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কলকাতা হাইকোর্টের এই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই মামলাটি নতুন করে শোনার জন্য নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। উল্লেখ্য, ২০ জুলাই এক জনস্বার্থ মামলায় হাইকোর্ট নির্দেশ দেয় শুভেন্দু অধিকারী বিরুদ্ধে তথ্যপ্রমাণ থাকলে FIR করার নির্দেশ দেন বিচারপতি আই পি মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। এই পরই বিরোধী দলনেতার বিরুদ্ধে মেদিনীরপুরের মোহনপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পঞ্চায়েত ভোটের সময় ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। এফআইআরএ দাবি করা হয় শুভেন্দু অধিকারী প্ররোচনা রয়েছে এই ঘটনায়। এরই মধ্যে হাইকোর্টের রায় বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। এরপরেই শুক্রবার সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছে।
Aug 04 2023, 16:08