বেহালা ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর
শুক্রবার বেহালায় এক স্কুল ছাত্রকে লরি পিষে দেওয়া ঘটনায় এবার উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পর 'সেফ ড্রাইভ সেভ লাইফ' প্রকল্পের পরেও কেন এই ঘটনা ঘটল? বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ নবান্নের।মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই নগরপাল বিনীত গোয়েলের সঙ্গে কথা বলেন মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। এই ঘটনা নিয়ে রণক্ষেত্রের আকার নিয়েছে বেহালার চৌরাস্তা। শুক্রবার বেহালায় এই ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের কমিশনার সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক। কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করেছে পুলিশ। জানা গেছে, মুখ্যমন্ত্রী জানতে চান, কী হয়েছিল? কী করে এমন ঘটনা ঘটল? ঘটনা সম্পর্কে জানতে চেয়ে মুখ্যসচিবকে ফোন করেন মুখ্যমন্ত্রী। ঘটনা সম্পর্কে বিশদে জানতে মুখ্যসচিবকে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে রণক্ষেত্রের আকার নিয়েছে বেহালা।
Aug 04 2023, 14:00