/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *আমি দুর্নীতিতে যুক্ত নইঃ নুসরত জাহান* West Bengal Bangla
*আমি দুর্নীতিতে যুক্ত নইঃ নুসরত জাহান*

সম্প্রতি নুসরত জাহানের বিরুদ্ধে প্রায় চব্বিশ কোটির আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হল ইডির দফতরে। তা নিয়ে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। তৃণমূল সংসদ জানান,'যে সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম, তাদের থেকেই ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকার ঋণ নিয়েছিলাম। সেই টাকায় বাড়ি কিনেছি। ২০১৭ সালের ৬ মে সুদ-সহ ১ কোটি ৪০ লক্ষ ৭১ হাজার ৯৯৫ টাকা ফেরত দিয়েছি কোম্পানিকে। ব্যাঙ্কের নথিও আমার কাছে আছে।

৩০০ শতাংশ চ্যালেঞ্জ করতে পারি যে, আমি দুর্নীতিতে যুক্ত নই। আমি এক পয়সা নিলেও এখানে আসতাম না।" তবে, এখনই পুরো বিষয়টি নিয়ে খোলসা করতে করতে নারাজ তৃণমূল নেত্রী। প্রসঙ্গত, তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ জানাতে ইডি-র দফতরে প্রতারিতদের সঙ্গে নিয়ে সোমবার পৌঁছন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। তৃণমূলের তারকা সাংসদের বিরুদ্ধে একাধিক মানুষকে প্রতারণার অভিযোগ তোলেন বিজেপি নেতা। ইতিমধ্যেই তাঁর এই দুর্নীতির খবর সামনে আসতেই সরব হয়েছে বিরোধীরা।

সেনাবাহিনীতে পাক চরের উপস্থিতি সংক্রান্ত মামলায় সিবিআই রিপোর্ট জমা পড়ল হাইকোর্টে

কলকাতা: সেনাবাহিনীতে পাক চরের উপস্থিতি সংক্রান্ত একটি মামলায় সিবিআই বুধবার হাইকোর্টে একটি রিপোর্ট জমা দিয়েছে। আর সেই রিপোর্টেই উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে বলা হয়েছে ভুয়ো নথি নিয়ে অনেকেই চাকরি করছেন।

তবে বিদেশি নাগরিকের উপস্থিতির প্রমাণ এখনও না মিললেও, সেই আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না সিবিআই। এই মামলায় তদন্তে ইন্টারপোলের সাহায্য প্রয়োজন হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফে। তাঁদের দাবি, শুধু এই রাজ্যে নয়, পার্শবর্তী রাজ্যগুলিতেও এই সমস্যা আছে। বিশেষ করে উত্তর পূর্ব রাজ্যগুলিতে কিছু ছাড় তস্কর সুযোগ নিয়ে এমন করা হয়েছে। যুক্ত রয়েছে সরকারি আধিকারিকও।

সিবিআইএর দাবি তদন্তে ইন্টারপুলের সাহায্য দরকার। এই রিপোর্টের ভিত্তিতে বিচারপতি জয় সেনগুপ্ত সিবিআইকে এফআইআর করে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি,যতদিন না সিবিআই তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিচ্ছে ততদিন মামলাকারিকে পুলিশ সুরক্ষা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রসঙ্গত, মামলাকারীর অভিযোগ ছিল, ভারতীয় সেনাবাহিনীতে কাজ করছেন পাক নাগরিক। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর সেনা ছাউনিতেও এমন কেউ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।

সেই মামলায় সিবিআই প্রাথমিক অনুসন্ধানের পর এই রিপোর্ট পেশ করেছে আদালতে। রিপোর্টে অভিযোগ, ভুয়ো কাস্ট সার্টিফিকেট, ভুয়ো ডমিসাইল সার্টিফিকেট দিচ্ছেন কয়েকজন মহকুমা শাসক। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ভুয়ো ডমিসাইল সার্টিফিকেট নিয়ে ৪ জন ইতিমধ্যেই আধা সামরিক বাহিনীতে কাজ করছেন। তবে, সেনাবাহিনীতে এমন কারও কাজ করার প্রমাণ এখনও জানতে পায়নি সিবিআই।সিবিআই রিপোর্টে আরো দাবি করা হয়েছে যে, সর্বভারতীয় ক্ষেত্রে, এমনকী আন্তর্জাতিক ক্ষেত্রে এই অভিযোগের গুরুত্ব রয়েছে। জাল নথি দিয়ে উত্তর পূর্ব ভারত সহ অন্য রাজ্য থেকে অনেকেই চাকরি পেয়েছেন বলে অভিযোগ।

সিবিআই বলছে, সার্টিফিকেটে এসডিও-র সই থাকলেও তিনি তা স্বীকার করছেন না। ভুয়ো ওবিসি সার্টিফিকেট দেওয়ার নজির আছে বলেও দাবি করা হয়েছে।রিপোর্ট বলা হয়েছে, উত্তর ২৪ পরগনায় এমন কিছু নথি পাওয়া গিয়েছে। শুধু এই রাজ্য নয়, প্রতিবেশী রাজ্যের সীমান্ত এলাকাতেও রয়েছে এই সমস্যা। সিবিআই উল্লেখ করেছে, ভিন দেশের নাগরিকের এমন চাকরি পাওয়ার অভিযোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইন্টারপোলের সাহায্য দরকার হতে পরে। এটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় থ্রেট। বেশ কিছু সরকারি অফিসার এই চক্রের সঙ্গে যুক্ত বলে ইঙ্গিত দিয়েছে সিবিআই।

সুখবর, রাজ্যে বাড়ল সরকারি ছুটি

বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন,'এতদিন রাজ্যে সবে বরাত এবং করম পুজোতে সেকশনাল হলিডে ছিল। কিন্তু এবার থেকে সবে বরাত এবং করম পুজোতে পূর্ণাঙ্গ ছুটি থাকবে।' মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে এই দুটি দিন সমস্ত রাজ্য সরকারি কর্মীরাই ছুটি পেতে চলেছেন। মমতা এদিন আরও বলেন,"যাঁরা সরকারি কর্মী তাঁরা ভালো কাজ করলে স্পেশাল দিনে ছুটির আশা করতে পারেন। আমাদের রাজ্যে মাতৃকালীন ছুটি ৭৩১ দিন। আবার পিতৃকালীন ছুটিও রয়েছে এক মাস।" উল্লেখ্য, এদিন ছুটি ছাড়াও রাজ্য যে সমস্ত পুরস্কার বা স্বীকৃতি পেয়েছে সেগুলিকে আলিপুর সংশোধনাগারে একটি সংগ্রহশালায় রাখা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

*দুর্নীতি রুখতে 'অ্যান্টি করাপশন সেল' খুললেন রাজ্যপাল*

রাজ্যে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজভবনে 'অ্যান্টি করাপশন সেল' খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বেশ কয়েকজন আধিকারিক ওই সেলের দায়িত্বে রয়েছেন। রাজ্যের যে কোনও মানুষ, যে কোনও দুর্নীতির অভিযোগ জানাতে পারেন ওই সেলে। পুরো রাজ্যকে দুর্নীতি মুক্ত করতেই রাজ্যপালের এই পদক্ষেপ। তবে বিশেষজ্ঞদের মতে, পঞ্চায়েত নির্বাচনের পর রাজভবনে 'অ্যান্টি করাপশন সেল' খোলা নিয়ে ফের শুরু হতে পারে রাজ্য-রাজভবন সংঘাত। ১ অগাস্ট থেকে রাজভবনে শুরু হয়েছে এই 'অ্যান্টি করাপশন সেল'। মাত্র ২৪ ঘণ্টায় সেখানে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি সহ রাজ্যে একাধিক দুর্নীতি নিয়ে আট-দশটি ফোন এসেছে বলে জানা গেছে। রাজভবনে আসা প্রতিটি খবর অভিযোগ খতিয়ে দেখা হবে বলে , জানান রাজ্যপাল।তবে, একজন রাজ্যপালের এমন সেল খোলার এক্তিয়ার আছে কিনা এই নিয়ে উঠছে প্রশ্ন। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেই এই সেল বলে জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সম্প্রতি শাসক দলের উদ্দেশে কটাক্ষ করে রাজ্যপাল বলেছিলেন, 'এটা বেদনাদায়ক যে রাজ্যের একজন মন্ত্রী জেলে।'

নিয়োগ নিয়ে বিধায়করা চুপ কেন? প্রশ্ন তুলল SLST চাকরিপ্রার্থীরা

বুধবার ২০১৬ সালের SLST চাকরিপ্রার্থীরা এমএলএ হস্টেলের গেটের বাইরে বিক্ষোভ শুরু করে । বিক্ষুদ্ধদের দাবি, বুধবারই বিধানসভায় আলোচনা করতে হবে তাঁদের নিয়োগ নিয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কিড স্ট্রিটে। নিয়োগ নিয়ে বিধানসভায় বিধায়করা চুপ কেন, বুধবার এই প্রশ্নই তুলেছেন বিক্ষুদ্ধকারীরা। বুধবার প্রথমে মাইকিং করে চাকরিপ্রার্থীদের ধর্না থেকে উঠে যেতে বলেন পুলিশ আধিকারিকরা।

কিন্তু নিজেদের দাবিতে অনড় থাকেন তাঁরা। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর শুরু হয় বলপ্রয়োগ। টেনে হিঁচড়ে চাকরিপ্রার্থীদের তোলার চেষ্টা করে পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। এই ধস্তাধস্তির জেরে বিক্ষোভকারীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবে, এই ঘটনার জেরে বুধবার সকালে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কিড স্ট্রিটে। ইতিমধ্যেই, এই ঘটনা নিয়ে নিন্দা শুরু করেছে বিরোধী দলের বিধায়করা ।

*রেল লাইনে ধস, ব্যাহত শিয়ালদা শাখার ট্রেন চলাচল*

আচমকাই রেললাইনের ধসের জেরে বুধবার সকাল থেকেই দুর্ভোগে পড়লেন যাত্রীরা । সারা রাত বৃষ্টির জেরে ধস নেমেছে রেল লাইনে। এই ঘটনায় শিয়ালদা মেন–লাইনে ব্যাহত হয়ে পড়েছে ট্রেন চলাচল। ব্যাপক দুর্ভোগে পড়েছে শিয়ালদা–নৈহাটি শাখার যাত্রীরা । ইতিমধ্যেই সকাল থেকে বাতিল হয়েছে ৫টি ট্রেন। রেল সূত্রে খবর, শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মধ্যে আপ লাইনের ধারে মাটি ধসে বিপত্তি। কাঁকুড়গাছি রেল কেবিনের কাছে এই মাটি ধসে যাওয়ার ঘটনাটি ঘটেছে। রাতভর তুমুল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শহর থেকে জেলা। জল জমেছে রেল লাইনেও। অন্যান্য দিনের মতোই আজও নির্দিষ্ট সময়ে শিয়ালদা থেকে সমস্ত লাইনে ট্রেন চলাচল শুরু হয়। তবে, একটু এগোতেই থেমে যায় ট্রেনের চাকা। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতির কাজ চলছে।

*সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ*

বুধবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে রিখটার স্কেলে ৫.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। এনসিএস জানিয়েছে, ভোর ৫টা ৪০ মিনিটে ভূমিকম্পটির উত্‍পত্তি হয় এবং ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।বেশ কিছুক্ষণ স্থায়িত্ব ছিল সেই কম্পনের। তবে ভূমিকম্পের ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও জানা যায়নি।তবে প্রশাসন বা ভূমিকম্প নির্ণায়ক কেন্দ্রগুলির তরফে এখনও অবধি সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। স্বাভাবিক ভাবেই সাতসকালেই ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন দ্বীপপুঞ্জের স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।

*আজকের রাশিফল ২ রা অগাস্ট( বুধবার)*


মেষ রাশিফল (Wednesday, August 2, 2023)



আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন। আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে- কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন। আপনার বাচ্চার কোন পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন। সে আপনার প্রত্যাশামাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। আপনার প্রিয় আজ আপনার কথা শোনার চেয়ে তার মনটি বলতে চান। এটি আপনাকে মন খারাপ করতে পারে। কোন নতুন যৌথ উদ্যোগে নিজেকে দায়বদ্ধ করা থেকে এড়িয়ে চলুন-এবং যদি প্রয়োজন পড়ে তাহলে ঘনিষ্ঠ মানুষের উপদেশ নিন। ব্যবসা আর ব্যাবসার চেয়ে বেশি আজকে আপনি নিজের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন। এই কারণে আপনার পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে। আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন।



প্রতিকার :- খাবার সময় সম্ভব হলে সোনার চামচ ব্যবহার করলে তা কর্ম জীবনের জন্য খুবই লাভ দায়াক হবে।



বৃষভ রাশিফল (Wednesday, August 2, 2023)



আপনার ক্ষিপ্রগতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে অনুপ্রাণিত করবে। সাফল্য অর্জনের জন্য- সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করতে হবে। এটি আপনার দৃষ্টিকে প্রসারিত করবে- আপনার দিগন্ত বিস্তৃত হবে- আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনার মন সমৃদ্ধ হবে। দিনের শুরুতে আপনি কোনও আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন, যা পুরো দিনটিকে লুণ্ঠন করতে পারে। মেজাজ না সামলাতে পারলে পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দিয়ে ফেলতে পারেন। এক ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করা সম্ভবপর। আজ আপনি মধ্যমণি হয়ে উঠবেন- এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে। আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উচুঁ জায়গার লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ান।



প্রতিকার :- দরিদ্র এবং অভাবী লোকজনদের সুতির বস্ত্র ও নোনতা খাবার দান করলে তা আপনার আর্থিক সংষ্থানের জন্য অনুকূল হবে।



মিথুন রাশিফল (Wednesday, August 2, 2023)



কোন বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য্যশক্তির পরীক্ষা নিতে পারে। আপনার আদর্শ যাতে হার না মানে সে সম্পর্কে আপনার বিশেষ সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া উচিত। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উত্স সৃষ্টি হবে। ঘরের চেহারা উন্নত করতে এর চারপাশে ছোটখাটো পরিবর্তনের দায়িত্ব নেওয়া হবে। কোন আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে। আপনি আপনার পরিকল্পনা সম্পর্কে খুব খোলামেলা হলে আপনি আপনার প্রকল্পের সর্বনাশ করবেন। এই রাশির মানুষদের আজ নিজের জন্য সময় বার করার খুব প্রয়োজন আছে যদি আপনি সেটা না করেন তাহলে আপনার মানসিক বিরক্তবোধ হতে পারে। আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত। আমাদের বিশ্বাস করবেন না? আজ পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন।



প্রতিকার :- ১.২৫ কেজি গমের আটা ভেজে তার সাথে খেজুরের গুঁড়ো মিশিয়ে সেই মিশ্রণ পিঁপড়ে দেড় খাওয়ান ও এর ফলে আপনার পেশাগত জীবনে উন্নতি হবে।



কর্কট রাশিফল (Wednesday, August 2, 2023)



আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মত প্রস্ফুটিত হবে। আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তবে আপনাকে আজ থেকে অর্থ সাশ্রয় করতে হবে। আপনার ভালোবাসার কারোর সাথে যোগাযোগের অভাব আপনাকে হতাশাগ্রস্ত করবে। আপনার ভালোবাসার মানুষটি অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার করায় প্রেম আজ গৌণ হয়ে দাঁড়াবে মনে হচ্ছে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজ হৃদস্পন্দন মেলাতে পারবেন। হ্যাঁ, এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন। আজকে নিজের জন্য সময় বার করে আপনি জীবন সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। তবে এই সময়ের মধ্যে আপনাদর মাজখানে বিভেদ দেখা দিতে পারে। আপনার স্ত্রীর জরুরী কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে, কিন্তু অবশেষে আপনি উপলদ্ধি করবেন যে এটা ভালোর জন্যই হয়েছে।



প্রতিকার :- ওম গম গণপত্তায় নমঃ এই মন্ত্রটি রোজ সকালে ও বিকেল ১১ বার পাঠ করলে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে।



সিংহ রাশিফল (Wednesday, August 2, 2023)



কোন সাধু ব্যক্তির আশীর্বাদ মনের শান্তি এনে দেবে। আজ, আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত করা উচিত, অন্যথায় অর্থের অভাব হতে পারে। দিনের শেষ ভাগের জন্য উত্তেজক এবং বিনোদনমূলক কিছু স্থির করুন। আপনি একজন বিশেষ কারোর চোখে ধরা পড়বেন- যদি আপনি আপনার দলের মধ্যে ঘুরে বেড়ান। কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে আজ অভিনন্দন জানাবে। আজকে আপনার ফাঁকা সময় মোবাইল বা টিভি দেখাতে খারাপ হতে পারে। এই কারণে আপনার জীবন সাথীর ও মন খারাপ হবে আর আপনি তার সাথে কথা বলতে আগ্রহ দেখাবেন না। আপনি কর্মক্ষেত্রে অভিনন্দন পেতে পারেন।



প্রতিকার :- ভগবান গণেশের মন্দিরে লাড্ডু নিবেদন করার পর সেই লাড্ডু গরিব দুঃখী দেড় মধ্যে বিতরণ করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে।



কন্যা রাশিফল (Wednesday, August 2, 2023)



কোন পুরোনো বন্ধুর সাথে পুনর্মিলন আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে। নিকটাত্মীয়দের বাড়িতে বেড়ানো আপনার আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে। আপনার পরিবারের সদস্যরা আপনার প্রচেষ্টা এবং নিষ্ঠার প্রশংসা করবে। ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে। ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিট করে তুলতে পারে। সময়ের সাথে-সাথে চলার সাথে আপনজনদের সময় দেওয়াও দরকার।এই কথাটা আজকে আপনি বুঝতে পারবেন কিন্তু তবুও আপনি আপনার বাড়ির লোকেদের যথেষ্ট সময় দিতে পারবেন না। আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন।



প্রতিকার :- সকালে উঠে ‘ওম হুম হনুমতে নমঃ’ ১১বার উচ্চারণ করলে আর্থিক অবস্থা ভালো থাকবে।



তুলা রাশিফল (Wednesday, August 2, 2023)



আজ, আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে। আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন। যারা এখন অবধি বেশি চিন্তাভাবনা না করে অর্থ ব্যয় করছিলেন তারা জীবনে এর গুরুত্ব বুঝতে পারে, কারণ একটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে। যদি যোগাযোগ এবং আলোচনা ঠিকমত কাজ না করে- তাহলে আপনি আপনার শান্ত মেজাজ হারাতে পারেন- যার জন্য আপনাকে পরে অনুতাপ করতে হবে- তাই বলবার আগে ভাবুন। ভালোবাসার সম্পর্ক নিয়ে উচ্চকিত হবেন না। আজ অফিসে কাজ করার মতো মনে হবে না। আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হবেন, যা আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে দেবে না। গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়া এবং অপচয়মূলক কাজে সময় ব্যয় করা আজ আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে। দিনের সময় আপনার আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে, কিন্তু নৈশভোজনের সময় সেটা মিট্মাট হয়ে যাবে।



প্রতিকার :- তামার পাত্রে বা (সম্ভব হলে) সোনার পাত্রে জল রেখে সেটিকে পান করুন আনন্দময় এবং শান্তিপূর্ণ সংসার জীবন লাভ করতে।



বৃশ্চিক রাশিফল (Wednesday, August 2, 2023)



আপনি শরীরচর্চার মাধ্যমে আপনার ওজন নিয়ন্ত্রণ করতে পারেন। আপনার আর্থিক জীবন আজ সমৃদ্ধ হবে। পাশাপাশি, আপনি আপনার ঋণ গুলি থেকে মুক্তি পেতে পারেন। আপনার পছন্দের মানুষ বেশী খুশিতে আছে এবং আপনার সন্ধ্যার সময়ে তাদের জন্য কিছু পরিকল্পনা করা উচিত। আজ, আপনি জানতে পারবেন যে আপনার ভালবাসার সঙ্গীই একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালবাসবে। আপনি কোনো সমস্যা ছাড়াই সব কিছু সামলাতে সক্ষম হবেন এবং আজ একজন স্পষ্ট বিজয়ী হিসাবে নিজেকে তুলে ধরবেন। আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেইসব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরোনো দিনে সম্পূর্ণ হতে পারেনি। আপনার বিবাহিত জীবনে অনেক ভালোমন্দের পর আজ আপনার প্রেমে একে অপরের জন্য সুবর্ণ দিন হবে।



প্রতিকার :- শরীর সুস্থ রাখতে রুপোর পাত্রে জল পান করুন।



ধনু রাশিফল (Wednesday, August 2, 2023)



শ্রেষ্ঠতর জীবনের জন্য আপনার স্বাস্হ্য এবং সামগ্রিক ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন যারা দুধ শিল্পের সাথে যুক্ত তারা আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ডাকে আসা কোন চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে। আপনার প্রেমিকার খামখেয়ালী ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে। কর্মক্ষেত্রে আজ জিনিষগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয়। আজ আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন। এই সময়ে, আপনার অপ্রয়োজনীয় বিতর্ক মধ্যে পড়া উচিত নয়। আপনার স্ত্রীর চাহিদা আপনাকে একটু চাপে ফেলতে পারে।



প্রতিকার :- খাঁটি রুপোর বালা পড়লে প্রেমের জীবনের উন্নতি হবে।



মকর রাশিফল (Wednesday, August 2, 2023)



ব্যস্ত সময়সূচী সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে, কিন্তু আপনার জীবনকে নিশ্চিন্তভাবে নেবেন না, উপলব্ধি করুন যে জীবনের প্রতি যত্নই হল আসল ব্রত। আপনার বাড়তি টাকাপয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে। আপনি যাঁর সাথে বাস করেন তিনি আপনার আকস্মিক এবং অনিশ্চিত আচরণে মনোক্ষুণ্ণ এবং হতাশাগ্রস্ত হতে পারেন। আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই; সেগুলি আজ সত্য হতে পারে। আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি অবস্থানে আছেন। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। জীবন আপনাকে চমক দিতে পারে, কিন্তু আজ আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিক দেখে একেবারে বিস্ময়াভিভূত হয়ে গেছেন।



প্রতিকার :- কাঠের পিঁড়ি বা চৌকির ওপর বসে খেলে বা খাবার সময় জুতো খুলে খেতে বসলে পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে।



কুম্ভ রাশিফল (Wednesday, August 2, 2023)



অপ্রয়োজনীয় উত্তেজনা এবং দুশ্চিন্তা আপনার জীবনকে রসকষহীন করে তুলতে পারে। এগুলির হাত থেকে মুক্তি পাওয়ায় ভালো অন্যথায় সেগুলি শুধু আপনার সমস্যাকেই তীব্রতর করবে। আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে। আপনার বড় অনুষ্ঠানে সবাইকেই আমন্ত্রণ জানান- আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে। আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধা ফলে আপনার দিনটা একটু খারাপ হতে পারে। বিতর্ক বা অফিস রাজনীতি; আজ আপনি সবকিছুতেই শাসন করবেন। সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে। আজ, আপনার স্ত্রী আপনাকে তার খুব ভাল নয়য় দিকটি দেখাতে পারেন।



প্রতিকার :- প্রেমিক প্রেমিকা একে অপরকে ক্রিস্টাল এর ছোট পুঁতি উপহার দিলে সম্পর্কে উষ্ণতা বজায় থাকবে ও নিজেদের মধ্যে প্রেমের সম্পর্ক আরো গাঢ় হবে।



মীন রাশিফল (Wednesday, August 2, 2023)



আপনার স্বযত্নলালিত স্বপ্ন সত্যে পরিণত হবে। কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণের রাখা উচিত কারণ খুব বেশী আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে। আপনার অস্থাবর সম্পত্তি যে কোনও আজই চুরি করতে পারে। অতএব, আপনি তাদের যত্ন নিতে হবে। আপনার ঘরের সৌন্দর্য্যায়নের জন্য আপনার অতিরিক্ত সময়ের ব্যবহার করুন। আপনার পরিবার সত্যিই এটির প্রশংসা করবে। আপনার প্রেমিকা আজ আপনার কাছে কিছু দাবি করতে পারে তবে আপনি ইচ্ছাগুলি পূরণ করতে সক্ষম হবেন না। এটি আপনার প্রিয়জনকে বিচলিত করতে পারে। আপনি আপনার পরিকল্পনা সম্পর্কে খুব খোলামেলা হলে আপনি আপনার প্রকল্পের সর্বনাশ করবেন। আজকে আপনি হটাৎই কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন এবং পরিবারের সাথে সময় কাটাতে পারেন। আজ, আপনি বুঝতে পারবেন যে একটি সুখী বিবাহিত জীবনের মানে কি।



প্রতিকার :- সবুজ যানবাহন ব্যবহার করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে

*প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হবে এই ৫ টি জেলা, জারী লাল সতর্কতা,জেনে নিন আজকের আবহাওয়া*


দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত। হাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে বৃষ্টিপাত চলবে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য দুর্যোগের পূর্বাভাস দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বদলাতে চলেছে আবহাওয়া। বুধবার বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় আর কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলির জন্য।দুর্যোগের পূর্বাভাস রয়েছে বীরভূম ও পশ্চিম বর্ধমানের জন্যও। এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টিপাত শুরু হতে পারে বলে খবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে।আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রী সেলসিয়াস । 

*বঙ্গোপসাগরে গভীর নিন্মচাপ, জারি হল সতর্কতা*


মাসের প্রথম দিনেই উত্তর বঙ্গোপসাগরে গভীর নিন্মচাপ। রাজ্যের সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া বীরভূম, পুরুলিয়া জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ৭০ থেকে ১০০ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া। উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার ও বুধবার সুন্দরবনের নদী ও বঙ্গোপসাগরে মাছ, কাঁকড়া ধরতে যাতে কোনও নৌকা বা ট্রলার না যায় সতর্ক করা হয়েছে।

অন্যদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, কলকাতায় মঙ্গলবার মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এই গভীর নিন্মচাপটি মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা থেকে দ্বারভাঙা দেওঘর ক্যানিং ও সংলগ্ন এলাকার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।