*এত শান্তিপূর্ণ মনোনয়ন আগে বাংলায় হয়নিঃ মমতা*
শুক্রবার কাকদ্বীপে নবজোয়ার কর্মসূচির সমাপ্তি সমাবেশে যোগদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রী পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সরব হয়েছেন । দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে নামখানার ইন্দিরা ময়দানে অভিষেকের সভায় বক্তব্য রাখেন মমতা। সেই সভা থেকে বিজেপি, কংগ্রেস, সিপিএমকে একই বন্ধনে রেখে আক্রমণ করেছেন তিনি। তাঁর আক্রমণের নিশানা থেকে বাদ পড়েনি আইএসএফ-ও। মুখ্যমন্ত্রী বলেন, ' এখন হঠাৎ করে বলা হচ্ছে সারা বাংলাতে সেন্ট্রাল ফোর্স দাও। বাংলায় কেন্দ্রীয় বাহিনী নামানোর ছুঁতো খুঁজছে কেন্দ্রীয় সরকার। কোনও রাজ্যে এত শান্তিতে কেউ মনোনয়ন জমা দিতে পারেনি। এত শান্তিপূর্ণ মনোনয়ন এর আগে বাংলায় হয়নি। চারটে দল এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মনিপুরে গিয়েছিল কী হয়েছে? কোনও রাজ্য আমাকে দেখান তো এত মনোনয়ন পঞ্চায়েত নির্বাচনে দিতে পেরেছে কিনা। ভাঙড়ের ঘটনা গুন্ডারা করেছে। কী করেছে তোমার সেন্ট্রাল ফোর্স? ২০০৩ সালে ৭০ জন খুন হয়েছিল। বিএসএফ গুলি করলে কোথায় থাকে তোমার সেন্ট্রাল ফোর্স? কোচবিহার শীতলকুচিতে চারজনকে গুলি করে মেরেছিল কেন্দ্রীয় বাহিনী।সেন্ট্রাল ফোর্স কাঁচকলা করবে।'
মমতার বক্তব্য পরিষ্কার, কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূল আতঙ্কিত নয়। কারণ, তৃণমূলের জয়ের ব্যাপারে সংশয় নেই। কিন্তু অন্য রাজ্যে স্থানীয় প্রশাসনের নির্বাচন যখন সেই রাজ্যের পুলিশ পরিচালনা করে, তখন বাংলায় কেন কেন্দ্রীয় বাহিনী? শুধু নির্বাচন নিয়েও নয় মুখ্যমন্ত্রী এদিন পরিবারতন্ত্র নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছিলেন তার জবাবও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Jun 16 2023, 19:13