kolkata

Apr 19 2023, 10:39

*বেআইনি কাজ করা রুখতে হুমকির মুখে পড়ল তৃণমূল কাউন্সিলার*


কলকাতা:"অনুপম দত্তের পর এবার আপনার নম্বর"। "কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় এমনি হুমকির মুখে পড়তে হল তৃণমূল মহিলা কাউন্সিলরকে। অভিযোগ কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বেলঘরিয়া ৪ নম্বর রেলগেটের পাশে একটি বাড়ি নির্মাণ হচ্ছিল। সেই নির্মানে কাউন্সিলর গিয়ে বাধা দেওয়ায় তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগের তীর কামারহাটির আনিসুর রহমান ওরফে গুড্ডুর বিরুদ্ধে। এমনটাই অভিযোগ পৌরমাতা নির্মলা রাইয়ের। আরো অভিযোগ ফোন করে হুমকি দেওয়া হয় ওয়ার্ডে ঢুকতে গেলে তার কথা শুনতে হবে নইলে যেভাবে পানিহাটি পুরসভার কাউন্সিলর অনুপম দত্ত চলে গেল এরপর আপনার নম্বর। আরো অভিযোগ ওয়ার্ডে থাকতে হলে গুড্ডুকে টাকা দিতে হবে। পৌরমাতা বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ জানায়। অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

এই প্রসঙ্গে কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা জানান এরকম অভিযোগ আসলে আমরা ব্যবস্থা নেব।

বিষয়টি সম্পর্কে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি রাজ্য যুব মোর্চার সদস্য জয় সাহা জানান," নিজেদের বিরুদ্ধে নিজেরাই অভিযোগ করছে বে-আইনি নির্মাণ করবে আর কাউন্সিলরকে টাকা দেবে না এটা কখনো হয় এটাই হলো তোলামূল সরকার।'

kolkata

Apr 18 2023, 17:06

শুভ্রাংশু রায়ের সাংবাদিক সম্মেলন


কলকাতা:কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায় গতকাল থেকে নিখোঁজ এই মর্মে তার পুত্র শুভ্রাংশু রায় থানায় মিসিং ডায়েরিও করেন। তারপর আজ শুভ্রাংশু রায় সাংবাদিক সম্মেলন করে বলেন," দিল্লিতে আছে সেটা জানতে পেরেছি। কিন্তু বাবার ফোনের সুইচ অফ এবং যে দুজনের সঙ্গে গেছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তিনি কোথায় আছেন সেটা আগে জানতে পারি তারপর তাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসে তার চিকিৎসা ব্যবস্থা করব। কারণ তিনি অসুস্থ।

তিনি কি বিজেপিতে যোগদান করবেন সেই প্রশ্নের উত্তর শুভ্রাংশ বলেন, বাবা তো নিজের ইচ্ছাতে বিজেপিতে জয়েন্ট করেছিল তিনি এখন অসুস্থ। সন্তান হিসাবে আমার কর্তব্য তাকে সুচিকিৎসা করানো। তাকে ফিরিয়ে এনে কোন হসপিটালে ভর্তি করা। ফোন সুইচ অফ। কেউ ইচ্ছা করে ফোনে সুইচ অফ করে দিয়েছে কিনা নাকি ফোনটা নিয়ে নিয়েছে না নিজে অফ করেছে সেটাই বুঝতে পারছেন না শুভ্রাংশু।

আমি চাইবো বাবা এখন রাজনীতি থেকে অবসর নিক। নাতি নাতনিদের নিয়ে থাকুক। তিনি কোন দলে আছেন তৃণমূল না বিজেপি সেই প্রশ্নের উত্তর তিনি বলেন দলের মুখপত্র আমি নই। শুভ্রাংশু আরো সন্দেহ তাকে এই অবস্থায় কোন দলে যোগ করিয়ে দিতে পারে সেটার সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে বিজেপি হতে পারে বিরোধী দল হতে পারে। তিন বছর আগের মুকুল রায় আর এখনকার মুকুল রায় অনেক পার্থক্য।

kolkata

Apr 18 2023, 16:27

*নিয়োগ দুর্নীতির ঘটনায় তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে সিবিআই -হাইকোর্ট*


কলকাতা:নিয়োগ দুর্নীতির ঘটনায় তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করবে সিবিআই। মঙ্গলবার এই ঘটনার তদন্তভার সিবিআইকে তুলে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের তদন্তের দায়িত্বে থাকা দুর্নীতি দমন শাখাকে দ্রুত তদন্তের সব নথিপত্র ও কেস ডাইরি সিবিআইকে তুলে দিতে নির্দেশ দিয়েছে আদালত। রাজ্য এই নির্দেশের স্থগিতাদেশ চেয়ে আবেদন করলেও তার খারিজ করে দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা।

মামলাকারীর অভিযোগ, প্রায় এক বছরের উপর তদন্ত চললেও তাপস সাহার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ।তিনি তেহট্টের বিধায়ক বলে তার বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। এই অবস্থায় আদালতের পর্যবেক্ষণ, এই রাজ্যের একাধিক শিক্ষা সংক্রান্ত দুর্নীতির মামলার তদন্ত করছে সিবিআই। তাপস সাহার বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে। তাই এই তদন্তভার সিবিআইকে হস্তান্তর করা হচ্ছে।

বিচারপতির মন্তব্য, দুর্নীতি দমন শাখার তদন্তকারী অফিসার অনুপম দাস যে ভাবে তিন অভিযুক্তদের জামিন আটকাতে নিম্ন আদালতে রিপোর্ট দিয়েছেন সেটা মনে রাখার মতো। তার রিপোর্টের. উপর ভিত্তি করে অভিযুক্তদের জামিন খারিজ হয়েছে। এত ভালো তদন্ত এগোলেও তার হাত তাপসের কাছে এসে আটকে যাচ্ছে। তাপস যে মূল অভিযুক্ত এটা থেকে স্পষ্ট। আদালতের মতে, অন্য ধৃতদের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে তাপস মূল অভিযুক্ত। তাই আদালত মনে করছে এই তদন্ত সিবিআইয়ের হাতে হস্তান্তরের প্রয়োজন। আদালতের নির্দেশ আগামী ১৪ দিনের মধ্যে তদন্তকারী অফিসারকে তদন্ত সংক্রান্ত সমস্ত কাগজ সিবিআইয়ের হাতে হস্তান্তর করতে হবে। ওই কাগজ পাওয়ার পর সিবিআই তদন্ত শুরু করবে।

kolkata

Apr 18 2023, 12:22

নারদা কাণ্ডে এবার রক্ষাকবচ ও এফ আই আর খারিজ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ


কলকাতা: নারদা কাণ্ডে এবার রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। এই স্টিং অপারেশনের জেরে সিবিআই তদন্তে অন্যতম অভিযুক্ত এই সাংসদ। ২০১৪ সালের নারদ কান্ডের স্টিং অপারেশন করেছিলেন ম্যাথিউস স্যামুয়েল। সেই ঘটনার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলায় তৎকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়।

অপরূপার অভিযোগ, সিবিআই এখনো তদন্ত শেষ করতে পারেনি। সিবিআই যে এফআইআর দায়ের করে, তাতে একাধিক নেতা মন্ত্রী বিধায়ক সাংসদদের নামে এফআইআর হয়।সিবিআইয়ের এই এফআইআরে নাম ছিল সাংসদ অপরূপা পোদ্দারেও।

এবার এফআইআর থেকে নিজের নাম খারিজ এবং রক্ষাকবচের আবেদন নিয়ে হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে আবেদন করেছেন তিনি। বিচারপতি মামলা গ্রহণ করেছেন। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।

kolkata

Apr 18 2023, 12:21

একটি রাজনৈতিক সভা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য বিজেপির সভাপতি


কলকাতা: কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।পঞ্চায়েত নির্বাচনের আগে মেদিনীপুরের কেশপুরে একটি রাজনৈতিক সভা করতে চান রাজ্য বিজেপির সভাপতি।রাজ্য বিজেপির সভাপতির পক্ষে তার দল কেশপুরের সভা করতে চেয়ে আবেদন মেদিনীপুর পুলিশ সুপারের কাছে।

আজই বিকেল ৪টেতে সেই সভা। আবেদন জানালেও পুলিশের পক্ষ থেকে কোন অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ। মঙ্গলবার সকালেই তাদের আইনজীবী বিচারপতি রাজা শেখার মান্থার দৃষ্টি আকর্ষণ করেন আজ দুপুর একটায় মামলার শুনানি বিচারপতি রাজাশেখার মান্থার এজলাসে।

kolkata

Apr 17 2023, 18:07

*শুভেন্দুকে নিয়ে মুখ খুললেন অপরূপা পোদ্দার*

নিয়োগে সুপারিশ করেছিলেন আরামবাগে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার,টুইট করেছেন শুভেন্দু অধিকারী।

সেই প্রসঙ্গে অপরূপা পোদ্দার বলেন,গত ২৯ শে মার্চ আমি দিব্যেন্দু অধিকারী একসঙ্গে দিল্লি থেকে কলকাতা ফিরলাম।কলকাতা ভি আই পি লাউঞ্জে দিব্যেন্দু অধিকারীর সঙ্গে আমার দেখা হল।দিব্যেন্দু অধিকারী আমায় বলল বিজেপিতে চলে আসো অনেক গুরুত্ব পাবে। না হলে তুমিও কিছু তৃণমূল এম এল এ এম পিদের মত তুমিও ফাঁসবে ।

আজকে এই টুইট টা দেখে আমার ২৯ শে মার্চ ২০২৩ এর কথা মনে পড়ে গেল।তুমি ও তোমার ভাই দিব্যেন্দু কবে সিবিআই এর কাছে এই ক্যাম্পেনিং করা চিঠি নিয়ে আসবে ডেটটা তুমি জানিয়ে দিও।আমরা তিনজনই এক সাথে সিবিআই এর কাছে যাব।আমি জানি তুমি সিবিআই এর থেকে তুমি তোমার মত করেই পাবে।

kolkata

Apr 17 2023, 14:49

*পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরুদ্ধ*

পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ গ্রামবাসীর।

অবরোধে আটকে পড়ে মন্ত্রীর গাড়ি।দ্রুত জল সমস্যা সমাধান করে দেওয়া হবে, মন্ত্রীর আশ্বাস পেয়ে উঠে অবরোধ।

আরামবাগের কাবলে এলাকায় রাজ্য সড়ক অবরোধের জেরে আরামবাগ - কোলকাতা রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

অবরোধকারীদের অভিযোগ, হরিনখোলা ২ নং সুলতানপুর, এলাকায় দীর্ঘ দিন ধরে পানীয় জলের সমস্যা।

প্রায় ৩০০ টি পরিবারের মাত্র একটি টিউওয়েল ভরসা।

এলাকায় রাস্তার কাজ হওয়ার সময় জলের পাইপ লাইন নষ্ট হয়ে যায়। তার পর থেকে আরও জলের সংকট দেখা দেয় বলে অভিযোগ।বারবার পঞ্চায়েত ও প্রশাসনিক দপ্তরে জানানোর পরেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ।

তাই বাধ্য হয়েই কাবলে এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে গ্রামবাসীরা।আর সেই অবরোধে আটকে পড়ে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর গাড়ি।

তাকে ঘিরেও অভিযোগ জানাতে শুরু করে অবরোধকারীরা।পরে মন্ত্রী দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দিলে অবরোধ উঠে।ঘটনাস্থলে যায় আরামবাগ থানার পুলিশ।

kolkata

Apr 15 2023, 15:00

*বিপত্তির জেরে কলকাতায় নামলো বিমান*


ফের মাঝ আকাশে বিমানে বিপত্তি। এবার কলকাতা বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ। জানা গিয়েছে, শনিবার সকালে সৌদি আরব এয়ারলাইন্সের একটি কার্গো বিমানের এমারজেন্সি ল্যান্ডিং হয় দমদম বিমানবন্দরে। বিমানটির কাচে চিড় দেখা যায়। ফলে কোনওরকম ঝুঁকি না নিয়ে পাইলট সরাসরি ATC-তে যোগাযোগ করেন।

নিকটবর্তী বিমানবন্দর হিসেবে কলকাতাতেই বিমানটিকে নামানোর অনুমতি দেওয়া হয়।বিমানটিতে চারজন ক্রু সদস্য ছিলেন। সকলেই নিরাপদে রয়েছেন বলে খবর।

kolkata

Apr 15 2023, 12:36

বেলঘড়িয়ায় বাংলার শুভ নববর্ষে সুসজ্জিত বর্ণাঢ্য পদযাত্রা


কলকাতা:বেলঘড়িয়া ক্লাব প্রতিষ্ঠান সমন্বয় সমিতির পক্ষ থেকে প্রত্যেক বছরের মতন বাংলার শুভ নববর্ষ সকালে সুসজ্জিত বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়, এ বছরও তার ব্যতিক্রম হলো না। আড়িয়াদহ স্পোর্টিং ক্লাবের মাঠ থেকে শুরু করে বেলঘড়িয়া এসে সেই পদযাত্রা শেষ হয়। পদযাত্রা ছিল রন পা, ঢাক আদিবাসী নিত্য সুসজ্জিত ট্যাবলো নাচের নাচের টিম বিভিন্ন মোড়ে মোড়ে গানের সাথে নাচ হয় এবং চলতে চলতেই আবৃত্তি পরিবেশন করে।

বাংলার বছরের প্রথম দিন সকালে গানে কবিতায় নাচে মাতিয়ে তোলা হয় এই পদযাত্রার মধ্যে দিয়ে ইংরেজির নববর্ষে মানুষ যেভাবে মেতে ওঠে সেই ভাবে বাংলার নববর্ষে মানুষকে মেতে উঠতে দেখা যায় না। সে কারণেই বাংলার নববর্ষ কে আরো মানুষের কাছে পৌঁছে দিতে এ প্রজন্মের মানুষের কাছে আজকের দিনটি আর বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে এই নববর্ষের প্রভাতে বর্ণ্নাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়।

kolkata

Apr 15 2023, 08:55

দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গনে আজ সকাল থেকেই পূর্ণার্থীদের ভিড়


কলকাতা: নববর্ষের পূর্ণ লগ্নে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গনে আজ সকাল থেকেই পূর্ণার্থীদের ভিড় দেখা গেল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজনেরা বছরের প্রথম দিনেই দেবী আরাধনার মধ্য দিয়ে শুরু করলেন তাদের নতুন বছরের পথ চলা। দক্ষিণেশ্বরের ভবতারিনী মন্দিরে বহু ব্যবসায়ী তাদের ব্যবসার খাতা পূজো দিয়ে ব্যবসার শ্রীবৃদ্ধি কামনা করলেন দেবীর কাছে।