Mar 11 2023, 13:34
বাঁকুড়ার তেমাথা মোড়ে রাস্তার উপর আলু ফেলে পথ অবরোধ
বাঁকুড়াঃ সরকারী উদ্যোগে সরাসরি কৃষকদের কাছ থেকে সরাসরি এক হাজার টাকা ক্যুইন্ট্যাল প্রতি আলু কেনা, রাজ্যের বাইরে আলু রপ্তানী, জেলার হীমঘর গুলিতে আলু সংরক্ষণ করার ক্ষেত্রে কৃষকদের অগ্রাধিকার সহ বেশ কিছু দাবিতে আন্দোলনে নামলেন বাম গণ সংগঠন সারা ভারত কৃষক সভার নেতা কর্মীরা। শনিবার বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের উপর পিরলগাড়ি মোড়ের তেমাথা মোড়ে রাস্তার উপর আলু ফেলে পথ অবরোধ করেন ঐ সংগঠনের নেতা কর্মীরা। এদিনের এই পথ অবরোধ কর্মসূচীর নেতৃত্বে ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কাউন্সিলের সদস্য অজিত পতি, সংগঠনের বাঁকুড়া জেলা সভাপতি পার্থ প্রতিম মজুমদার, জেলা কমিটির সদস্য অমিয় সিংহমহাপাত্র সহ অন্যান্যরা।
আন্দোলনকারী বাম গণসংগঠনটির দাবি, চলতি বছরে রাজ্যে ১২০ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদিত হয়িছি। আর হীমঘর গুলিতে আলু রাখা যাবে ৬৬-৬৭ লক্ষ মেট্রিক টন। বাকি আলু কোথায় মজুত থাকবে। তাই স্বামীনাথন কমিটির সুপারিশ মেনে কৃষকের উৎপাদন খরচের দেড় গুণ বেশী দাম দিয়ে সরকারকেই আলু কিনতে হবে।
প্রসঙ্গত, রাজ্যে তৃতীয় আলু উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিতি রয়েছে বাঁকুড়ার। এই জেলার কোতুলপুর, জয়পুর, ইন্দাস, পাত্রসায়ের, বিষ্ণুপুর, ওন্দার পাশাপাশি দক্ষিণের তালডাংরা, সিমলাপাল, রাইপুর ও সারেঙ্গা ব্লক এলাকায় প্রচুর পরিমানে আলু উৎপাদিত হয়। বেশীরভাগ কৃষক বিভিন্ন সমবায় প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে চাষ করেন, কেউ কেউ ব্যক্তিগত ঋণও নিয়ে থাকেন।
অন্যদিকে, ঐ একই দাবিতে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে বেলিয়াতোড় ডাক বাংলো মোড়ে পথ অবরোধ করেন ঐ সংগঠনের সদস্যরা। নেতৃত্বে ছিলেন সারা ভারত কৃষক সভার বাঁকুড়া জেলা কমিটির কোষাধ্যক্ষ সুজয় চৌধুরী, যুগ্ম সম্পাদক মনোজ চক্রবর্ত্তী, লক্ষণ মণ্ডল, যদুনাথ রায়, অশোক মাজি প্রমুখ।

Mar 12 2023, 15:24