Eastmedinipur

Mar 11 2023, 14:10

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 11.03.2023.


Mahisadal MLA Tilak Chakraborty visited KISMAT NAIKUNDI Gram Panchayat where he began his Anchale Ek Din programme by offering prayers at a local temple, followed by his interaction with the locals hearing their needs and concerns. He also visited Lakshya Maktab Primary School and discuss with teachers. Later he took part in a community lunch followed by his meeting with the panchayat members at Purba Medinipur(Tamluk).

Eastmedinipur

Mar 10 2023, 19:33

*কোনো বকেয়া ডি এ বাকি নেই, বাংলায় অশান্তি সৃষ্টি করতে চাইছে সিপিএম সহ অন্যান্যরা - মন্ত্রী স্নেহাশিস*


মহিষাদলঃ বকেয়া ডি এর দাবিতে রাজ্যজুড়ে যখন প্রতিবাদ,বন্ধের জেরে অশান্তি সৃষ্টি হচ্ছে তখন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলছেন বাংলায় কোনো বকেয়া ডি এ নেই। ২০২০ সালের ১লা জানুয়ারির বর্ধিত বেতনে সমস্ত বকেয়া যুক্ত করা হয়েছে বলে জানান স্নেহাশিসবাবু। সেই সাথে তিনি আরও বলে বেতন কাঠামো বৃদ্ধি হওয়ার পর দু দুবার ৩ শতাংশ করে বৃদ্ধি করা হয়েছে এই সরকারের আমলে। বাম সরকারের আমলে যে বেতন কাঠামো ছিলো তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তখন বেতন পেতেন ২০/২২ হাজার টাকা। সেই টাকা একধাক্কায় বেড়ে ৪৫ হাজারের বেশি হয়ে দাঁড়িয়েছে। ফলে কোনো পেন্ডিং ডে এ নেই। সিপিএম বাংলায় অশান্তি সৃষ্টি করার জন্য এই ধরনের আন্দোলন করে চলেছে।

শুক্রবার মহিষাদল ব্লকের ইটামগরা-২ গ্রামপঞ্চায়েত এলাকায় তৃণমূলের জনসভার আয়োজন করা হয়।সেই জনসভায় রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, এছাড়াও উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, ব্লক সভাপতি সুদর্শন মাইতি সহ অঅন্যান্যরা।

কয়েকদিন আগে বিজেপির ইটামগরা-২ গ্রামপঞ্চায়েত এলাকায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সভার পালটা সভা করে শাসকদল তৃণমূল। এদিন পঞ্চায়েত ভোটের আগে দলের কর্মীদের একজোট হয়ে লড়াই করার আহ্বান জানানো হয় সভা মঞ্চ থেকে।।

Eastmedinipur

Mar 10 2023, 18:31

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 10.03.2023.


Purba Medinipur(Kanthi) District HDA Chairman Jyotirmoy Kar visited Dulalpur Gram Panchayat where he began his Anchale Ek Din programme by offering prayers at a local temple, followed by his interaction with the locals hearing their needs and concerns. Following this, he visited Visited Gopalpur Primary School and discuss with Teachers.Later he took part in a community lunch followed by his meeting with the panchayat members at Purba Medinipur

Eastmedinipur

Mar 10 2023, 17:04

*পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের বাংলোয় কর্তব্যরত সাব-ইন্সপেক্টরের আত্মহত্যা।*


শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার পাশে জেলা পুলিশ সুপারের বাংলোয় পাশে নিরাপত্তার রক্ষীদের কোয়ার্টার এর মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় সাব ইন্সপেক্টর অরুণ কুমার চৌধুরী কে। দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলায় কাজ করে আসছে। বয়স হয়েছিল ৫৭ বছর। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানার হরিদাসপুর এলাকায়। স্ত্রী এবং দুই ছেলে বর্তমান।

জেলা পুলিশ সুপারের নিরাপত্তা রক্ষীর কোয়াটার থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে তমলুক থানার পুলিশ। তাম্রলিপ্ত গভার্নমেন্ট মেডিকেল কলেজে মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। সূত্রের খবর বেশ কিছুদিন ধরে ওই পুলিশ অফিসার মানসিক অবসাদে ভুগছিলেন। কি কারনে এই আত্মহত্যা তমলুক থানা পুলিশ তদন্ত করে দেখছে।

Eastmedinipur

Mar 10 2023, 15:09

প্যারাসুট ও স্পাই ক্যামেরা সহ সার্কিট বোর্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য নন্দীগ্রামে


নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার গোল পাড়ার ঘটনা।সকালে এলাকার মানুষজন মাঠের মধ্যে স্পাই ক্যামেরা লাগানো প্যারাসুটের অংশ ও সার্কিট বোর্ড দেখতে পান। পরে তারা সেগুলি সংগ্রহ করে সোনাচূড়া বাজারে নিয়ে আসেন।

খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়ায় পার্শ্ববর্তী এলাকায়। পরবর্তীতে নন্দীগ্রাম থানায় খবর দেওয়া হলে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে। কোথা থেকে এই প্যারাসুট এলো তদন্তে নেমেছে পুলিশ।

Eastmedinipur

Mar 10 2023, 15:07

*উদ্ধার হওয়া অবৈধ শব্দবাজি নিষ্ক্রিয় করলো সি আই ডির প্রতিনিধিরা*


মহিষাদলঃ গত কয়েক মাস ধরে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানা এলাকা থেকে উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করলো সি আই ডির প্রতিনিধিরা শুক্রবার সকালে মহিষাদল থানায় মজুত থাকা নিষিদ্ধ শব্দবাজি মহিষাদল রাজবাড়ির ফাঁকা জায়গায় নিস্ক্রিয় করা হয়।

মহিষাদল থানার অফিসার ইনচার্জ প্রলয়কুমার চন্দ্র জানান, সরকারি নিয়ম মেনেই থানা এলাকা থেকে উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজি নিস্ক্রিয় করায় হয়। বেশ কয়েক বস্তা নিষিদ্ধ শব্দবাজির এদিন নিস্ক্রিয় করা হয়।যাতে এলাকার মানুষের সমস্যা না হয় তার জন্য মহিষাদল রাজবাড়ির ফাঁকা মাঠে নিষিদ্ধ শব্দবাজি নিস্ক্রিয় করা হয়।

Eastmedinipur

Mar 10 2023, 09:08

*ভোজ্যতেল বোঝাই ট্রাক উলটে যখম দুই, সাত সকালে তেল কুড়তে হুড়োহুড়ি স্থানীয়দের*


হলদিয়াঃ ভোজ্যতেল বোঝাই ট্রাক হলদিয়া যাওয়ার পথে হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে ফতেপুরের কাছে উল্টে যায়।ঘটনায় আহত হয় গাড়ির চালক ও খালাসি। স্থানীয়দের চেস্টায় তাদের উদ্ধার করে নন্দকুমারের খেজুর বেড়িয়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানাগিয়েছে, গতকাল গভীর রাতে ভোজ্যতেল বোঝা একটি ট্রাক দ্রুতগতির সাথে জাতীয় সড়ক ধরে হলদিয়ার অভিমুখে যাওয়ার সময়। নন্দকুমার থানা এলাকার ফতেপুর এলাকায় ট্রাকটি উলটে যায়। ট্রাক থেকে ভোজ্যতেল ছড়িয়ে পড়ে। সকালের আলো ফুটে উঠতে এলাকার মানুষ খবর পেয়ে তেল কুড়তে শুরু করে।দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটিকে উদ্ধার করা হয়েছে। ট্রাকটি কোথা থেকে কোথায় যাচ্ছিলো তা জানার চেস্টা করছে পুলিশ।।

Eastmedinipur

Mar 09 2023, 20:00

*পৌর ভোটের আগে দলের সংগঠন মজবুত করতে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের শহর কমিটি এবং ওয়ার্ড কমিটি ঘোষণা করলেন জেলা সভাপতি সৌমেনকুমার মহাপাত্র*


হলদিয়াঃ হলদিয়া পুরসভার মেয়াদ শেষ হয়েছে কয়েক মাস আগে। পৌর নির্বাচন আসন্ন। পৌর নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে বৃহস্পতিবার সন্ধ্যায় হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের শহর কমিটি এবং ওয়ার্ড কমিটি ঘোষণা  করেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি সৌমেনকুমার মহাপাত্র।এদিন সাংবাদিক বৈঠক করে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের শহর কমিটি এবং ওয়ার্ড কমিটি তালিকা প্রকাশ করেন সৌমেনবাবু।

হলদিয়া পুরসভার আসন ২৯ টি। গত নির্বাচনে বিরোধী শূন্য দখল নেয় শাসকদল তৃণমূল কংগ্রেস। বিরোধী শূন্য পৌরসভা দখলের লক্ষ্যে নতুন কমিটি তালিকা প্রকাশ। হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন মিলন মন্ডল। কমিটিতে মোট ২১ জনের তালিকা প্রকাশ কররেন সৌমেনবাবু। অপর দিকে হলদিয়া পুরসভার  ২৯ টি ওয়ার্ডের  ২৯ টি সভাপতির নাম প্রকাশ করা হয়।

Eastmedinipur

Mar 09 2023, 18:53

ধর্মঘটের সমর্থনে মিছিল


এগরাঃ বর্ধিত হারে মহার্ঘ ভাতা (ডি এ) দেওয়ার দাবীতে শুক্রবার প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। বৃহস্পতিবার ধর্মঘটের দাবীকে সমর্থন জানিয়ে পূর্ব মেদিনীপুরের এগরায় সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয়। এদিন এগরা থানার সামনে থেকে মিছিল শুরু হয়ে পুরো শহর পরিক্রমা করে এগরা স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ের সামনের এসে মিছিল শেষ হয়। পশ্চিমবঙ্গ সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দাবী করা হয়েছে, উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়েই অবিলম্বে সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে হবে।

সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কর্মক্ষেত্রে স্বচ্ছভাবে সমস্ত শুন্যপদে স্থায়ী নিয়োগ করতে হবে। পাশাপাশি সরকারি কাজে অস্থায়ী কর্মীদের যোগ্যতা বজায় রেখে নিয়মিত করণ করতে হবে। এদিন পশ্চিমবঙ্গ সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রের সমানুপাতিক হারে মহার্ঘ ভাতা না দিলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১০ ই মার্চ রাজ্যের আন্দোলনরত সরকারি কর্মচারীরা যে ধর্মঘট ডেকেছেন তা কড়া হাতে মোকাবিলা করতে এদিন বিজ্ঞপ্তি জারি করে দিল নবান্ন। তাতে বলে দেওয়া হয়েছে, আগামীকাল অর্থাৎ ১০ মার্চ যারা অফিসে পূর্ণ সময়ে হাজিরা থাকবেন না বা দেবেন না তাঁদের চাকরিতে তা 'সার্ভিস ব্রেক' হিসাবে ধরে নেওয়া হবে। সেই সঙ্গে 'শো- কজ' নোটিশও জারি করা হবে।

Eastmedinipur

Mar 09 2023, 14:06

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 09.03.2023.


Purba Medinipur(Tamluk) District Mahisadal MLA Tilok Chakraborty visited Lakshya-I Gram Panchayat where he began his Anchale Ek Din programme by offering prayers at a local temple, followed by his interaction with the locals hearing their needs and concerns. Following this, he visited Visited Chakgazipur Primary School and discuss with Teachers.Later he took part in a community lunch followed by his meeting with the panchayat members at Purba Medinipur(Tamluk).