kolkata

Dec 16 2023, 19:03

*রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন আইনজীবী কিশোর দত্ত*


 কলকাতা : রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন আইনজীবী কিশোর দত্ত। তৃণমূল সরকারের আমলে দ্বিতীয় বারের জন্যে এই পদে বহাল হলেন তিনি। ২০২১ সালে তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছিলেন।এরপর সৌমেন্দ্রনাথ মুখার্জী অ্যাডভোকেট জেনারেল হন।

চলতি বছরে বেশ কিছুদিনের আগেই তিনি পদত্যাগ করার ফের কিশোর দত্তকেই অ্যাডভোকেট জেনারেল পদে নিয়োগ করল রাজ্যের আইন দফতর। সম্প্রতি পাবলিক প্রশিকিউটার হিসাবে দেবাশিস রায়কে বহাল করা হয়। তিনিও দ্বিতীয় বারের জন্যে পিপি পদে নিযুক্ত হন। পুজোর সময়ে নতুন পিপি নিয়োগের পর থেকেই কিশোর দত্তকে আবার অ্যাডভোকেট জেনারেল করা হচ্ছে বলে চাউর হয়।

kolkata

Dec 15 2023, 21:21

*দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে বিজেপি রাজ্য সভাপতি*


 কলকাতা: দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার বলেন সংসদে ধোয়া কান্ডের ঘটনায় তদন্ত হওয়া উচিত। 

যে কোন দেশবিরোধী কাজে বাংলার নাম কেন জড়িয়ে যাচ্ছে।সংসদে ধোয়া কান্ডের মাস্টারমাইন্ডও কলকাতা থেকে।মহুয়া মৈত্র প্রতাপ সিংহ দুজনের বিষয়টা এক না।

প্রতাপ সিংহ কেবল পাস ইস্যু করেছিলেন।বাংলার মহিলাদের একটা সম্মান রয়েছে। সেই সম্মান কোথায় নিয়ে গেছে।সামনের নির্বাচন নিয়ে আমাদেরও কিছু পরিকল্পনা রয়েছে তবে সেটা জানাবো না।এন সি আর বি যে রিপোর্ট সে ক্ষেত্রে রাজ্য অনেক তথ্য লুকিয়ে আছে।

kolkata

Dec 13 2023, 19:49

*রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিতে উপাচার্য নিয়োগে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে সম্মতি জানাবেন বলে জানালেন রাজ্যপাল *

কলকাতা : বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে সম্মতি জানাবেন বলে জানালেন রাজ্যপাল। তিনি কোন বিতর্কে যাবেন না। অ্যাপেক্স বোর্ড কি সিদ্ধান্ত দেবে, সেদিকেও নজর রাখবেন।

প্রসঙ্গত,হিংসা বন্ধে রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে আইনি জটিলতা তৈরি হয়েছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। আচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়গুলিতে তার উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সরাসরি তিনি সংঘাত হয়েছে রাজ্য সরকারের সঙ্গে।রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে এই সমস্যা।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সূত্র বের করতে বলার কথা বলা হলেও, মামলার মধ্যে দিয়ে বেড়েছে জটিলতা। একদিকে যখন রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের টাকায় এই মামলার বিপুল খরচ চালানোর অভিযোগ করছেন অনেকে, ঠিক তখনই আচার্য তথা রাজ্যপালের পক্ষ থেকে এই মামলার খরচ চালানোর জন্য তার অধীনে থাকা ৩১টি বিশ্ববিদ্যালয়কে নিজস্ব ফান্ড থেকে টাকা দেওয়ার কথা বলা হয়।

kolkata

Dec 12 2023, 20:59

"ইন্ডিয়া জোট বলে কিছু নেই, ওটা ইন্ডি জোট"- শুভেন্দু অধিকারী


কলকাতা: উত্তরবঙ্গ সফর শেষে এদিন কলকাতায় ফেরেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ১৯ তারিখ বিরোধী জোটের বৈঠক প্রসঙ্গে বলেন, ইন্ডিয়া জোট বলে কিছু নেই ওটা ইন্ডি জোট। ছত্রিশগড় মধ্যপ্রদেশ ,রাজস্থানে ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে। গো হারান হারবে ৪০০ আসন নিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে। আর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার কোম্পানির বিপর্যয় হবে।

২০ তারিখ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী বৈঠক প্রসঙ্গে বলেন, প্রতিবারই যান। মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন যাতে আমার প্রশ্নের উত্তর উনি না দিতে পারেন। আর আমাদের প্রধানমন্ত্রী রাজধর্ম পালন করেন তাই যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি গিয়ে তার অ্যাপয়েন্টমেন্ট চাইলে ফেডারাল স্ট্রাকচার অনুযায়ী উনি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠক করেন। এখানেই নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জির সঙ্গে পার্থক্য। 

তৃণমূলের সোশ্যাল মিডিয়া প্রচার সম্পর্কে বলেন, আমিও লিখেছি আমারটাও পড়বেন চাকরি দিন নইলে গদি ছাড়ুন। 

উত্তরকন্যা অভিযানে তাকে বাধা দেওয়া প্রসঙ্গে বলেন, "ওইসব করে কোন লাভ হবে না, মমতাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি ,আমি প্রাক্তন করতে যদি না পারি তাহলে রাজনীতি থেকে সন্ন্যাস নেব। মমতা ব্যানার্জিকে প্রাক্তন করব। চাকরি দিন নইলে গদি ছাড়ুন।

উত্তরবঙ্গ সফর কেমন হলো সেই প্রসঙ্গে বলেন, উত্তরবঙ্গে ওরা নাই, শেষ, উনি ছবি তুলতে গিয়েছিলেন।

kolkata

Dec 09 2023, 08:46

নিজেদের অধিকার বুঝে নিতে স্বামী বাড়ির সামনে ধর্নায় বসলেন দুই স্ত্রী

এসবি নিউজ ব্যুরো: স্ত্রীদের দায়িত্ব নিতে হবে এবং সসম্মানে ঘরে তুলতে হবে, এমন দাবি নিয়ে বর্ধমানের কালনার ধর্মডাঙ্গা এলাকায় স্বামী শুভঙ্কর হালদারের বাড়ির সামনে এসে ধর্নায় বসলেন তারই দুই স্ত্রী। দ্বিতীয় পক্ষের স্ত্রী চামেলি হাওলাদারের দাবি তার স্বামী তাকে খেতে পড়তে না দিয়ে বাপের বাড়ি তাড়িয়ে দেয়।সেখানেই তিনি আছেন বিগত বেস কয়েক বছর ধরে। পরবর্তী সময় তিনি জানতে পারেন তার স্বামীর পূর্ববর্তী একটি বিয়েও ছিল।

একই সাথে তাকে বাপের বাড়ি রেখে গিয়ে তৃতীয় বিয়েও করে ফেলেছে। তার তৃতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে ধর্মডাঙায় তার বাড়িতে গেছে ধর্না দেন তিনি। অপরদিকে তার তৃতীয় পক্ষের স্ত্রীর দাবি তার সাথে শুভঙ্কর রেজিস্ট্রি করে বিয়ে করেছে এবং তার থেকে একাধিক টাকা-পয়সাও নিয়েছেন। তার সমস্ত টাকা-পয়সা ফেরত দিক, নতুবা তাকে স্বসম্মানে ঘরে তুলুন।

এই দাবি নিয়ে তিনিও এদিন তার বাড়ির সামনে হাজির হন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। যদি অভিযুক্ত স্বামীর দাবি তাকে ফাঁসানো হচ্ছে।

kolkata

Dec 09 2023, 08:45

ঠাণ্ডা জাঁকিয়ে না পড়ায় ,দুশ্চিন্তায় খেজুর গুড় প্রস্তুতকাররা

এসবি নিউজ ব্যুরো: শীতকালে নলেন গুড়ের সন্দেশ, খেজুর গুড়ের রসগোল্লা, পাটালি, খেজুর গুড় দিয়ে তৈরি পায়েস অথবা খেজুর গুড়ে ডুবিয়ে পিঠে বাঙালির প্রিয় খাবার। সাধারণ ভাবে মিষ্টি অপচ্ছন্দের তালিকায় থাকলেও বর্তমান প্রজন্ম ও খেজুর গুড় দিয়ে পিঠে বা পায়েস খেতে খুব ভালবাসে। বাঙালির কাছে শীতকাল ও খেজুর গুড় কার্যত সমার্থক। শীত পড়তে না পড়তেই অন্যান্য বারের মত এবারও এলাকার মানুষের খেজুর গুড় খাওয়ার ইচ্ছে পূরণ করতে নদীয়ার বিভিন্ন এলাকা থেকে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বিভিন্ন গ্রামে এসে হাজির খেজুর গুড় প্রস্তুতকারক তথা ব্যবসায়ীরা।

প্রায় সহস্রাধিক খেজুর গাছ ‘লিজ’ নিয়ে সেগুলি থেকে খেজুর রস সংগ্রহ এবং গুড় ও পাটালি তৈরি করতে শুরুও করে দিয়েছে। ধীরে ধীরে খদ্দেরদের আগমন শুরু হয়েছে। কিন্তু বিপত্তি এখানেই। খেজুর গুড়ের স্বাদ ও গন্ধ পেতে গেলে দরকার পর্যাপ্ত ঠাণ্ডা। দুয়ারে ঠাণ্ডা অপেক্ষা করলেও এখনো জাঁকিয়ে শীত না পড়ার ফলে সংগৃহীত খেজুর রসের পরিমাণ যেমন কম হচ্ছে তেমনি তার গুণমান কম। উৎপন্ন খেজুর গুড় ও পাটালির মধ্যে চির পরিচিত স্বাদ পাওয়া যাচ্ছেনা।

তুলনামূলকভাবে খদ্দেরদের সংখ্যা ও ক্ষতির আতঙ্ক গ্রাস করছেন খেজুর গুড় উৎপাদকদের। কপালে তাদের চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে।নদীয়া থেকে আগত অন্যতম খেজুর গুড় উৎপাদক বললেন,আমি এখানে ১৪-১৫ বছর ধরে আসছি। ঠান্ডা সেভাবে না পড়ার জন্য রসের পরিমাণ যেমন কম হচ্ছে, তেমনি উৎপন্ন খেজুর গুড়ের মধ্যে সেভাবে স্বাদ পাওয়া যাচ্ছেনা। ফলে খদ্দেরদের সন্তুষ্ট করতে পারছিনা। তার আশা এই সাময়িক বৃষ্টি শেষ হলেই হয়তো আশানুরূপ ঠান্ডা পড়বে।

kolkata

Dec 09 2023, 08:44

ফের সংবাদের শিরোনামে পুরুলিয়ার ঝালদা পৌরসভা

এসবি নিউজ ব্যুরো ফের সংবাদের শিরোনামে পুরুলিয়ার ঝালদা পৌরসভা। পৌর প্রধান শীলা চট্টোপাধ্যায়ের অপসারণ চেয়ে হাই কোটে পৃথক মামলা করেছিলেন কংগ্রেসের ২ এবং তৃণমূলের ৫ পুরপ্রতিনিধি। তার পরিপ্রেক্ষিতে ২৯ নভেম্বর বিচারপতি অমৃতা সিনহা পুরপ্রধানের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে কি না, তা পুরুলিয়ার জেলাশাসককে খতিয়ে দেখে রিপোর্ট দিতে বলেন।৮ ডিসেম্বর সেই বৈঠক হওয়ার কথা ছিল, যদিও তার আগেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শীলা চট্টোপাধ্যায়। বুধবার সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। নির্দেশ দেওয়া হয়, পুরপ্রধানের প্রতি আস্থা না থাকলে পুর-আইন অনুযায়ী পদক্ষেপ করতে হবে।

এই রায়ের পরেই শীলা চট্টোপাধ্যায়ের অপসারণ চেয়ে ঝালদা পৌরসভার ৫ কাউন্সিলার সুরেশ আগরওয়াল, সুদীপ কর্মকার, জবা মাছুয়া সহ পাঁচ তৃণমূল ও কংগ্রেসের পূর্ণিমা কান্দু ও বিপ্লব কয়াল অনাস্থা চিঠি তে সই করে ঝালদা পৌরসভা সহ ঝালদা মহকুমা শাসক ও জেলাশাসককে অনাস্থা চিঠি জমা দেন। কংগ্রেস ও নির্দল জোটের সমর্থনে শীলা পুরপ্রধান হলেও কয়েকমাস আগে তিনি তৃণমূলে যোগ দিতেই সমীকরণ বদলায়। কংগ্রেসের দুই পুরপ্রতিনিধি তাঁর বিপক্ষে চলে গিয়েছেন।তৃণমূলের ৫ পুরপ্রতিনিধিও শীলাকে পুরপ্রধান হিসেবে মানতে নারাজ।

kolkata

Dec 09 2023, 08:43

অবশেষে কলকাতায় যাওয়া নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর দুর্ভোগ অবশেষে মিটতে চলেছে

এসবি নিউজ ব্যুরো: কলকাতায় যাওয়া নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর দুর্ভোগ অবশেষে মিটতে চলেছে। নতুন বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বালুরঘাট-শিয়ালদহ নতুন ট্রেন চালু হচ্ছে। সপ্তাহের প্রতিদিনই এই ট্রেনটি চলবে। রেলওয়ে বোর্ডের জয়েন্ট ডিরেক্টর (কোচিং) বিবেক কুমার সিনহা শুক্রবার ওই নতুন ট্রেনটি চালুর ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে জানান। রেল সূত্রে খবর, প্রতিদিন সন্ধ্যা ৭ টায় এই ট্রেনটি বালুরঘাট স্টেশন থেকে রওনা হবে। শিয়ালদহে পৌঁছাবে ভোর ৪ টা ২০ মিনিটে। আর, শিয়ালদহ থেকে রাত্র ১০:৩০ টায় ছাড়বে। বালুরঘাটে পৌঁছাবে সকাল সাড়ে ৮ টায় পৌঁছাবে।

মূলত, কলকাতা যাওয়ার একমাত্র প্রতিদিনের গৌড় এক্সপ্রেসে মানুষের ভোগান্তির শেষ নেই। অন্য কলকাতা গামী রেলগুলিও প্রতিদিন চলে না। ফলে এই নয়া ট্রেনে জেলাবাসীর দুর্ভোগ কমবে বলে জানা গিয়েছে।

এদিকে এই নতুন ট্রেন নিয়ে শুক্রবার দিল্লিতে বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এছাড়াও রেল নিয়ে আরও দাবি জানিয়েছিলেন তিনি।

kolkata

Dec 09 2023, 08:42

দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার

কলকাতা: মহুয়া মৈত্রর পাশে তৃণমূল নেত্রীর দাঁড়ানো নিয়ে বলেন, এটা নতুন কিছু নয় সিমির প্রাক্তন প্রতিষ্ঠাতা সদস্য তাকে রাজ্যসভার সংসদ করেছেন আমাদের মুখ্যমন্ত্রী। বিতর্ক উনি ভালোবাসেন, ভাগার ভালোবাসেন, কেউ যদি ভাগারের গন্ধ ভালোবাসেন তাকে তো নতুন কিছু বলার নেই। একজন সাংসদ হিসেবে তিনি তার আইডি পাসওয়ার্ড অন্যজনের সঙ্গে শেয়ার করেছেন, নিজের পি এ সঙ্গে শেয়ার করলে অন্য বিষয় ছিল। তুমি অন্য জনের সঙ্গে শেয়ার করেছেন এবং সেই লগইন আইডি দিয়ে ভারতবর্ষের বাইরে থেকে লগইন হয়েছে এটা যদি অপরাধ না হয়ে থাকে তাহলে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন অপরাধটা কি?

যার সম্মান থাকে তার সম্মান যাওয়ার ভয় থাকে। জোটের তো চেহারা দেখছেন গণনা চলছে তো ঝাড়খন্ডে ২১০ কোটি পৌঁছেছে বাড়িতে আলমারিতে থাকে থাকে টাকা থাকে। সবাই বলছে ৩০০ কোটি পর্যন্ত পৌঁছবে। এটাতো আই এন ডি আই জোট ইন্ডিয়া জোট।

এই সিদ্ধান্ত বিজেপি ব্যাকফুটে থাকবে কিনা সেই প্রসঙ্গে বলেন, আমার তো মনে হয় না, কেউ চুরি করার জন্য তাকে যদি বিতাড়িত করা হয়। একজন সাংসদ লগিং আইডি পাসওয়ার্ড অন্যজনের সঙ্গে শেয়ার করেছে তার কি করা উচিত, পদ্মশ্রী দেওয়া উচিৎ, মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গরত্ন দিতে পারেন। তাহলে চুরি করেছেন তাকে তো পদ্মশ্রী দেওয়া যেতে পারে না। তাকে শাস্তি দেওয়া অপরাধ হয়েছে তাহলে আমি বলব তৃণমূল সাংসদের সবার বাড়ির সামনে রেট চার্ট করে দিন ওপেন করে দিন একটি প্রশ্ন করার জন্য সৌগত রায় দশ হাজার টাকা লইবেন। অভিষেক ব্যানার্জি তিনি রেয়ারেস্ট সাংসদ তিনি এক লক্ষ টাকা লইবেন, মিমি নুসরাত দেব এরা সেলিব্রেটি এরা দেড় লক্ষ টাকা লইবেন, রেট চার্ট করে দিলেই হয়।

মহুয়া মৈত্র সংসদ পদ খারিজ নিয়ে মুখ্যমন্ত্রী গণতন্ত্র লজ্জা মন্তব্য প্রসঙ্গে বলেন, আমাদের মুখ্যমন্ত্রী গণতন্ত্রের লজ্জা। যার রাজত্বে পঞ্চায়েত নির্বাচনের লোকে মারা যায়, ৪০-৪৫ জন মারা গেছে এখনো পর্যন্ত। তার লজ্জা লাগেনা। ওনার সাংসদরা বাংলার লজ্জা সামান্য একটা লিপস্টিকের জন্য বাংলার নারীরা এই জায়গায় পৌঁছে গেছে আমার আমার তো বিশ্বাস হয়না। বাংলা নারীরা সবই স্বঅভিমানী নারী। মিউটেশন হয়ে গেছে, বাংলার নারীরা একটা লিপস্টিক এ লোভে একটা ঘড়ির লোভে লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে না বাংলার নারীরা এত সস্তা না। বিদেশে ছিল কোনোক্রমে মিউটেশন হয়ে গেছে।

সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন খারিজ হওয়া প্রসঙ্গে বলেন, সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম স্বস্তি হলো না। এবার হাইকোর্ট যেরকম নির্দেশ দেবে সেই ভাবে চলবে। হাইকোর্টের নির্দেশ মেনেই ইডি সিবিআই তদন্ত করছে।

অধীর চৌধুরী মহুয়া মৈত্রের পাশে দাঁড়ানো নিয়ে বলেন, অধীর দা এখন খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছেন, কংগ্রেস যদি একা থাকেন উনি বহরমপুর লোকসভা জিতে পারবেন না। প্রশ্ন একটাই একজন সাংসদ যদি এরকম করেন পরিপ্রেক্ষিতে কি করা উচিত মুখ্যমন্ত্রী চাইলে তাকে বঙ্গরত্ন দিয়ে দিতে পারে আমাদের কোনো অসুবিধা নেই।

মহুয়া মৈত্রের বিরুদ্ধে যদি সিবিআই তদন্ত করে তাহলে হিরানা নামধারনের বিরুদ্ধে করা হোক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই দাবি নিয়ে বলেন, আইন আইনের পথে চলবে, কোর্টে গিয়ে বলতে বলুন উনি তো বড় ল'ইয়ার সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়াক দেখি কেমন লড়েন।

kolkata

Dec 09 2023, 08:41

আমরা খুব দুঃখিত, আমরা খুব অপমানিত, সংসদের পক্ষে এটা কালো দিন -সৌগত রায়

কলকাতা: দিল্লি থেকে শহরে ফিরে কলকাতা বিমানবন্দরে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় মহুয়া মৈত্র সংসদ পদ খারিজ প্রসঙ্গে বলেন, আমরা খুব দুঃখিত, আমরা খুব অপমানিত, সংসদের পক্ষে এটা কালো দিন, জোর করে একজন মহিলা সংসদ উঠে আসছিল তাকে বার করে দেওয়া হল। শুধু আদানির স্বার্থ রক্ষা করার জন্য। যে অভিযোগ করল তাকেও প্রশ্ন করার সুযোগ দিল না। মহুয়াকে বলতে দিল না। আমরা তো সবাই, ইন্ডিয়া জোটের সবাই ওয়াক আউট করেছি, এভাবে বহিষ্কারের তীব্র নিন্দা করছি।

মহুয়া মৈত্র পক্ষে নিয়ে অধীর চৌধুরীর বক্তব্যে ইন্ডিয়া জোটকে কতটা শক্তিশালী করবে এই প্রেক্ষিতে বলেন, সেটা এখনই এতটা বলা যায় না, অধীর চৌধুরী বলেছে।

এই সিদ্ধান্তে রাজনৈতিকভাবে বিজেপিকে ব্যাকফুটে, সেই প্রসঙ্গে বলেন, হ্যাঁ নিশ্চয়ই, এর মূল্য দিতে হবে। কাউকে চেপে দিয়ে যদি ভাবেন চেপে দেওয়া যাবে তা হবে না। সাধারণ নির্বাচনে এর উল্টো ফল হবে।