আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে পুরুলিয়ার জেলার প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর
এসবি নিউজ ব্যুরো: আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে পুরুলিয়ার জেলার প্যাকেজ। পাশাপাশি ,কেন্দ্রীয় বঞ্চনা ও কুড়মী এবং সাঁওতালদের একজোট হোওয়ায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
আজ পুরুলিয়া শহরের সন্নিকটে শিমুলিয়ার ব্যাটারী ময়দানে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সভা করেন । সভা শুরুর আগে মমতা ব্যানার্জি হেলিকপ্টারে করে শিমুলিয়ার মাঠে নামেন। মাঠে নেমেই সভা মঞ্চে উঠে যান। সভামঞ্চে ৪৬ মিনিট তিনি বক্তব্য রাখেন। তার বক্তব্যে রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সাথে সাথে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা সেই বঞ্চনার কথাও জনগণের উদ্দেশ্যে তুলে ধরেন।
আজ পুরুলিয়া জেলায় মোট ৪০০০ কোটি টাকা প্রকল্পের শিলান্যাশ করলেন তিনি।এছাড়া হাতির হানায় মৃত পরিবারের ৭০০ জনকে সরকারি চাকরি ও গড়পঞ্চকোটকে পর্যটনে বিকাশের জন্য ৪ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ কথা ঘোষণা করেন। এরপর কৃষকদের কাছ থেকে বাড়ি বাড়ি গিয়ে ধান সংগ্রহ করবে বলে জানান পশ্চিমবঙ্গ সরকার।
শ্যাম স্টিল কোম্পানির মালিককে মঞ্চে বসিয়ে রঘুনাথপুরে শ্যাম স্টিল প্রজেক্ট নির্মাণ হবে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। হলে কর্মসংস্থান হবে। এছাড়া ও কেন্দ্রীয় সরকার ১০০দিনের প্রকল্পে কাজ করিয়েও টাকা না দেওয়াই কেন্দ্রীয় সরকারকে তুলে ধরে ,পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন টাকার দরকার নেই। ''১০০ দিনের কাজের শ্রমিকদের টাকা (আমরা) রাজ্য সরকার দেবে ''।
Feb 28 2024, 23:39