/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz বারাসাতে সিস্টার নিবেদিতা মাতৃ সদন নামে স্বাস্থ্য কেন্দ্রটির তৃতীয় ও চতুর্থ তলের আনুষ্ঠানিক উদ্বোধন West Bengal Bangla
বারাসাতে সিস্টার নিবেদিতা মাতৃ সদন নামে স্বাস্থ্য কেন্দ্রটির তৃতীয় ও চতুর্থ তলের আনুষ্ঠানিক উদ্বোধন

উত্তর ২৪ পরগনা: বারাসাতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের উদ্যোগে ও বারাসাত পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর অরুণ ভৌমিকের সহযোগিতায় নতুন রূপ পেলো মাতৃসদন।

বুধবার নবপল্লী বয়েজ হাইস্কুলের উল্টোদিকে সিস্টার নিবেদিতা পলিক্লিনিক ও সিস্টার নিবেদিতা মাতৃ সদন নামে ওই স্বাস্থ্য কেন্দ্রটির তৃতীয় ও চতুর্থ তলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ।

বারাসাতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের উদ্যোগে হওয়া এই মাতৃসদন বারাসাত পুর এলাকার মানুষের কাছে এক নতুন পাওনা বলেই জানিয়েছেন বাসিন্দারা।

দমদমে প্রনয়ঘটিত কারণে খুন যুবক, গ্রেফতার বান্ধবী

এসবি নিউজ ব্যুরো: দমদম মধুগড় এলাকায় খুন যুবক। বান্ধবীর হাতে খুন যুবক। নাগেরবাজার থানার পুলিশ গ্রেফতার করেছে বান্ধবীকে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম স্বার্থক দাস (৩০)। দীর্ঘ দেড় বছর ধরে দমদম মধুগড় এলাকায় সার্থক দাস তার বান্ধবী সংহতি পালের সাথে থাকতো। গত কয়েকদিন ধরে তাদের মধ্যে বিবাদ শুরু হয়।এরপরেই বুধবার ভোর রাতে সার্থক দাসকে ছুড়ি দিয়ে কুপিয়ে খুন করে সংহতি পাল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাগের বাজার থানার পুলিশ। মৃত যুবককে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। পুলিশ সংহতি পালকে গ্রেফতার করেছে। আগামীকাল তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে।

হাত ছাড়লেন কৌস্তভ, ২৪- ৪৮ ঘন্টার মধ্যে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন

উত্তর ২৪ পরগনা: লোকসভা ভোটের আগে অস্বস্তিতে কংগ্রেস। কংগ্রেস ছাড়লেন আইনজীবী কৌস্তভ বাগচী। বুধবার ই-মেল মারফত দলের সমস্ত পদ থেকে ইস্তফাপত্র তিনি পাঠিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কাছে।

এদিন বিকেলে ব্যারাকপুরের বাড়িতে সাংবাদিক বৈঠক করে কৌস্তভ বলেন, কংগ্রেসের সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করলাম। একপ্রকার বাধ্য হয়েই তিনি দল ছেড়েছেন। তবে নিজের বর্তমান সিদ্ধান্ত থেকে তিনি পিছু হটবেন না। দলের কেউ কেউ তাঁর বিরুদ্ধে দল ভাঙার অভিযোগ করছেন। এপ্রসঙ্গে কৌস্তভের সাফ জবাব, দলীয় কর্মীদের কাউকেই তাঁর সঙ্গে আসার জন্য অনুরোধ করবেন না।

কেউ স্বেচ্ছায় এলে তাঁকে স্বাগত জানাবেন। কৌস্তভের দাবি, জীবনে লুকিয়ে কিছু করিনি। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে পরবর্তী সিদ্ধান্ত তিনি জানাবেন। তাহলে লোকসভা নির্বাচনের আগে কি গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন কৌস্তভ, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

নদিয়ায় আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুমি পুজোর মধ্যে দিয়ে শুরু হল প্রস্তুতিপর্ব

এসবি নিউজ ব্যুরো: আগামী ২ মার্চ নদিয়ায় আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ভূমি পূজার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর আগমনের মঙ্গল কামনা করে শুরু হলো প্রস্তুতিপর্ব। নদীয়ার কৃষ্ণনগর গভমেন্টের স্কুলের মাঠে ২ মার্চ সকাল ১০:০০ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা মঞ্চে প্রবেশ করবেন। যদিও লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এখনো প্রার্থী ঘোষণা না হলেও নদীয়ার দুটি লোকসভার কেন্দ্রের মধ্যে অন্যতম লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর।

তাই বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং দলকে আরো শক্তিশালী করতেই আগেভাগেই প্রধানমন্ত্রীর আগমন বলে জানাচ্ছেন বিজেপি কর্মীরা। এখন দেখার নদীয়ার দুটি লোকসভা নিয়ে কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই দিকে তাকিয়ে সকলেই।

ব্রিগেড সভা নিয়ে নদীয়াতে দেওয়াল লিখন শুরু তৃণমূলের

এসবি নিউজ ব্যুরো: আগামী ১0 ই মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতার ব্রিগেড ময়দানে সভার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় বঞ্চনা এবং ১০০দিনের কাজের টাকা না দেওয়া এরকম বিভিন্ন কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে জনগণকে একত্রিত করে তাদের প্রাপ্য কিভাবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আদায় করা যায় তার দিকেই বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস।

তাই আগামী ১০ই মার্চ রাজ্যজুড়ে একাধিক তৃণমূল কর্মী সমর্থক এবং সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে এক বিশাল জনসভার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। আর তারই কারণে বুধবার নদীয়ার কল্যাণী কাটাবেল অঞ্চলে দেওয়াল লেখনের কাজ শুরু করে দিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তাদের দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ডাকে যে জনগর্জন সভার আয়োজন করা হয়েছে তাতে জনপ্লাবন বয়ে যাবে, এবং কেন্দ্রীয় সরকার যতদিন বাংলার মানুষের প্রতি বঞ্চনা করে যাবে তৃণমূল কংগ্রেস ততদিন সাধারণ মানুষের হকের পাওনার জন্য লড়ে যাবে।

ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী মজুরি না বাড়ায় ধর্মঘটে জগদ্দলের জে জে আই জুটমিলের অস্থায়ী শ্রমিকরা

উত্তর ২৪ পরগনা: ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী বর্ধিত মজুরি না দেওয়ায় কাজ বন্ধ রেখে ধর্মঘটে জগদ্দলের জে জে আই জুটমিলের অস্থায়ী শ্রমিকরা। বুধবার সকাল থেকে ভাগা-ভাউচার অর্থাৎ অস্থায়ী শ্রমিকরা ধর্মঘটে সামিল হওয়ায় মিলে অচলাবস্থার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ত্রিপাক্ষিক চুক্তি অনুসারে মজুরি না দিলে তারা ধর্মঘট চালিয়ে যাবার হুঁশিয়ারি অস্থায়ী শ্রমিকদের। উল্লেখ্য, চলতি বছরের তিন জানুয়ারি ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী ৩ ফ্রেবুয়ারি থেকে সমস্ত জুটমিল শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা। কিন্তু জগদ্দলের জে জে আই জুটমিলে চুক্তি অনুযায়ী অস্থায়ী শ্রমিকদের ৪৮৫ টাকা মজুরি দেওয়ার কথা। কিন্তু মিল কর্তৃপক্ষ মাত্র ২০ টাকা বাড়িয়েছে। ফলে মজুরি দাঁড়িয়েছে ৪৩০ টাকা।

শ্রমিকদের ধর্মঘট নিয়ে তৃণমূল সমর্থিত জুট টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়নের সাধারণ সম্পাদক বিনয় মন্ডল বলেন, ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী ভাগা-ভাউচার কিংবা জিরো নাম্বার শ্রমিকদের মজুরি বাড়েনি। তাই ওরা ক্ষোভে কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছেন। বিনয় বাবু জানান, এই মিলে শ্রমিক সংখ্যা ৩৫০০ জন।।তার মধ্যে ৬০ শতাংশ অস্থায়ী শ্রমিক। তার দাবি, অল্প সংখ্যক স্থায়ী শ্রমিক দিয়ে কখনই মিল চালানো সম্ভব নয়। অবিলম্বে অস্থায়ী শ্রমিকদের চুক্তি অনুযায়ী মজুরি দেওয়া হোক। তাহলেই সমস্যা মিটে যাবে।

রাজ্য সরকারের জাতীয় পরিবার সহায়তা প্রকল্পের সুবিধা পেল ২৪ জন অসহায় মহিলা, ৪০ হাজার টাকা করে চেক প্রদান করলেন পৌরসভার চেয়ারম্যান

এসবি নিউজ ব্যুরো:রাজ্যের একাধিক প্রকল্পের মধ্যে এক অন্যতম প্রকল্প জাতীয় পরিবার সহায়তা প্রদান। এবার এই প্রকল্পের সুবিধা পেল ২৪ জন স্বামীহারা অসহায় বিধবা মহিলা। ৪০ হাজার টাকার চেক ২৪ জন মহিলার হাতে তুলে দিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান। মঙ্গলবার বিকেলে শান্তিপুর পৌরসভায় জাতীয় পরিবার সহায়তা প্রধান প্রকল্পের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ পৌরসভার অন্যান্য আধিকারিকরা।

অনুষ্ঠানের মধ্য দিয়ে চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, রাজ্য সরকারের এ প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত হয় শান্তিপুরের বিভিন্ন এলাকার ২৪ জন অসহায় মহিলা। যদিও তারা প্রত্যেকেই বিপিএল তালিকাভুক্ত। আজ তাদের হাতেই এই চেক প্রদান করা হলো। তবে এই প্রকল্পের আওতায় এককালীনই টাকা দেওয়া হয়, আগামীতে এই মহিলাটা যদি বিধবা ভাতার জন্য আবেদন করেন সেখানেও তাদের নাম নথিভুক্ত হবে আর মাসে মাসে তারা পাবেন বিধবা ভাতা।

প্রাপক মহিলারা জানাচ্ছেন, এমনিতে তাদের খুবই দুরবস্থার মধ্যে দিয়ে চলছে, আর তাদের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন পৌরসভার আধিকারিকদের কাছে। আজ এই টাকা পেয়ে খুবই খুশি বলে জানাচ্ছেন তারা।

আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে পুরুলিয়ার জেলার প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর

এসবি নিউজ ব্যুরো: আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে পুরুলিয়ার জেলার প্যাকেজ। পাশাপাশি ,কেন্দ্রীয় বঞ্চনা ও কুড়মী এবং সাঁওতালদের একজোট হোওয়ায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

আজ পুরুলিয়া শহরের সন্নিকটে শিমুলিয়ার ব্যাটারী ময়দানে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সভা করেন । সভা শুরুর আগে মমতা ব্যানার্জি হেলিকপ্টারে করে শিমুলিয়ার মাঠে নামেন। মাঠে নেমেই সভা মঞ্চে উঠে যান। সভামঞ্চে ৪৬ মিনিট তিনি বক্তব্য রাখেন। তার বক্তব্যে রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সাথে সাথে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা সেই বঞ্চনার কথাও জনগণের উদ্দেশ্যে তুলে ধরেন।

আজ পুরুলিয়া জেলায় মোট ৪০০০ কোটি টাকা প্রকল্পের শিলান্যাশ করলেন তিনি।এছাড়া হাতির হানায় মৃত পরিবারের ৭০০ জনকে সরকারি চাকরি ও গড়পঞ্চকোটকে পর্যটনে বিকাশের জন্য ৪ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ কথা ঘোষণা করেন। এরপর কৃষকদের কাছ থেকে বাড়ি বাড়ি গিয়ে ধান সংগ্রহ করবে বলে জানান পশ্চিমবঙ্গ সরকার।

শ্যাম স্টিল কোম্পানির মালিককে মঞ্চে বসিয়ে রঘুনাথপুরে শ্যাম স্টিল প্রজেক্ট নির্মাণ হবে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। হলে কর্মসংস্থান হবে। এছাড়া ও কেন্দ্রীয় সরকার ১০০দিনের প্রকল্পে কাজ করিয়েও টাকা না দেওয়াই কেন্দ্রীয় সরকারকে তুলে ধরে ,পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন টাকার দরকার নেই। ''১০০ দিনের কাজের শ্রমিকদের টাকা (আমরা) রাজ্য সরকার দেবে ''।

ব্লক দপ্তরের অধীনে থাকা ডিয়ার পার্কে হরিণের মৃত্যু

এসবি নিউজ ব্যুরো: ব্লক দপ্তরের অধীনে থাকা ডিয়ার পার্কে হরিণের মৃত্যু। চিকিৎসার অভাবে মৃত্যু দুইটি হরিণের। অসুস্থ আরো একটি হরিণ। ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বারোদুয়ারি ডিয়ার পার্কে। অভিযোগ ডিয়ার পার্কে নেই  পশু চিকিৎসা কেন্দ্র। নেই পর্যাপ্ত পরিকাঠামো। তাই হরিণদের যথোপোপযুক্ত খাদ্য এবং পরিচর্যা না পেয়ে অসুস্থ হয় হরিণ।

মেলে নি চিকিৎসা। ফলে মৃত্যু হয়েছে হরিণের অভিযোগ এমনই।  মৃত্যুর কারণ জানতে ।ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে হরিণদের দেহ। ক্ষুব্ধ পশুপ্রেমীরাও।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক দপ্তরের পাশেই রয়েছে বারোদুয়ারি ডিয়ার পার্ক।এই পার্কে ছিল মোট ৩২টি হরিণ। তারই মধ্যে দুটি  হরিণের মৃত্যু হয়েছে মঙ্গলবার। আরো একটি হরিণ অসুস্থ।মূলত এই ডিয়ার পার্কের দেখভাল করেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার পাল।

কিন্তু  হরিণ অসুস্থ হলে হরিশ্চন্দ্রপুরে  পশুর স্বাস্থ্য কেন্দ্রে ঝা চকচকে ভবন  রয়েছে। তবে নেই পশু চিকিৎসক।অন্যদিকে, পশু স্বাস্থ্য আধিকারিক অমিত খুটিয়া মেনে নিয়েছেন পর্যাপ্ত চিকিৎসক নেই। দীর্ঘদিন ধরে স্থায়ী ভাবে কোন চিকিৎসক নিয়োগ হয়নি। যার ফলে সমস্যা হয় অনেক সময়। চিকিৎসার অভাবে মৃত্যুর ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।   
        
জেলা বিজেপি নেতা কিষাণ কেডিয়ার অভিযোগ এই রাজ্যে মানুষও স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না। পশুরাও পাচ্ছে না। ঝা চকচকে ভবনের নামে শুধুই আইওয়াশ।
         
যদিও তৃণমূলের সভাপতি জিয়াউর রহমানের দাবি ঐতিহ্যবাহী ডিয়ার পার্কে দুটি হরিণের মৃত্যু দুর্ভাগ্যজনক। কিন্তু ওই পার্কে তৃণমূল সৌন্দর্যায়নের কাজ করেছে। যেটা দীর্ঘদিনের বাম আমলে হয়নি। এই বিষয়ে তারা প্রশাসনের সঙ্গে কথা বলবেন।
ইংরেজবাজার থানা এলাকায় আবারও এক দশম শ্রেনীর ছাত্রী অপহৃত

এসবি নিউজ ব্যুরো: আরো এক দশম শ্রেনীর ছাত্রী অপহৃত।অপহরণের ছবি  সিসিটিভিতে স্পষ্ট।তবুও অপহরণের ১০দিন পরও অপহৃত ছাত্রীর উদ্ধার করতে পারে নি পুলিশ।সিসিটিভিতে পাওয়া হাড়হিম করা ছাত্রী অপহরণের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। সেই ভাইরাল ছবিতে দশম ছাত্রীকে দুই দুষ্কৃতি  নম্বরহীন মোটরবাইকে তুলে নিয়ে  যাচ্ছে। সিসিটিভির সেই ছবি সহ লিখিত অভিযোগ করে ছাত্রীর পরিবার।

এরপরও হেলদোল নেই পুলিশ প্রশাসনের। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার।  তাই অপহৃত দশম শ্রেনীর ছাত্রী উদ্ধারে জন্য পুলিশের দ্বারে দ্বারে ঘুরছেন ছাত্রীর বাবা। মালদহ জেলা জুড়ে শিশু থেকে মহিলা খুনের ঘটনা ঘটেছে ফেব্রুয়ারি মাসে। যা ঘিরে তোলপাড় হয়েছে মালদহ জেলা।  ৩১জানুয়ারী ইংরেজবাজার থানা এলাকাতে এক পঞ্চম শ্রেনীর ছাত্রীর গলা কাঁটা দেহ উদ্ধার হয়।

এরপর ১৫ফেব্রুয়ারী ভুট্টার খেতে এক যুবতীর ক্ষতবিক্ষত  দেহ উদ্ধার হয় মোথাবাড়ি থানা এলাকায়। ২৩ফেব্রুয়ারী মালদা থানা এলাকায় এক পরিত্যক্ত ইট ভাটাতে দশম শ্রেনীর আদিবাসী ছাত্রীর ইট দিয়ে মাথা থেতলে খুনের ঘটনা করে। ২৩ ফেব্রুয়ারি বৈষ্ণবনগর থানাতেও এক মহিলার ক্ষতবিক্ষত  দেহ উদ্ধার হয় ভুট্টার খেতে। এমন পরিস্থিতিতে আবার এক দশম শ্রেনীর ছাত্রী অপহরণ। স্বাভাবিকভাবেই পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।