ট্রাক ও লরি চালকদের বিক্ষোভে স্তব্ধ খিদিরপুর
হুগলীর ডানকুনি, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের পর এবার কেন্দ্রীয় পরিবহণ নীতির বিরোধিতায় কলকাতাতেও ট্রাক ও লরি চালকদের বিক্ষোভ। সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে খিদিরপুর ও বন্দর এলাকার একাধিক রাস্তা অবরুদ্ধ। সকাল ৯টা থেকেই শুরু হয়েছে সেই অবরোধ, চলছে এখনও।
খিদিরপুরে সিজিআর রোড ও ডুমায়ুন অ্যাভিনিউয়ের সংযোগস্থলে রাস্তা অবরোধ করেন ট্রাক ও লরি চালকরা। পরে বন্দর এলাকার রামনগর মোড়, অ্যাসবেস্টস মোড়, হাইড রোড, সিক লেনেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এদিকে ধর্মতলা বা হেস্টিংসের দিক থেকে আসা গাড়িগুলিকে খিদিরপুর ও ডায়মন্ড হারবার রোডের সংযোগস্থল থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে, গার্ডেনরিচের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘোরানো হচ্ছে ব্রেস ব্রিজ দিয়ে। তবে জনজীবনে ইতিমধ্যেই বিরাট প্রভাব ফেলেছে ট্রাক চালকদের এই বিক্ষোভ।
Jan 02 2024, 17:01