*অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার কথা জানাতে ঘরে ঘরে অক্ষত আমন্ত্রণ*
কলকাতা : গত সোমবার ১ জানুয়ারি থেকে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার কথা জানাতে ঘরে ঘরে অক্ষত আমন্ত্রণ অর্থাৎ অযোধ্যার ভগবান রামের পূজা করা অক্ষত চাল দিয়ে আমন্ত্রণ জানানো শুরু হয়েছে। রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার বিষয়ে জানানো হবে।
মঙ্গলবার ২ জানুয়ারি সকালে পানিহাটি বিধানসভায় অন্তর্গত উশুমপুরে অঞ্চলে বেশ কিছু অযোধ্যার রাম মন্দিরের স্বেচ্ছাসেবক রামলালার 'পূজিত অক্ষত', রামের ছবি এবং লিফলেট নিয়ে ঘরে ঘরে পৌঁছে গিয়ে আগামী ২২ জানুয়ারি ২০২৪ সালে অযোধ্যার রাম মন্দিরের রামলালার প্রান প্রতিষ্ঠিত হবে সেই সূচনা দেওয়া হয়।সেই সঙ্গে জানানো হয়, ওই দিনটিতে নিজেদের এলাকায় ভগবান রামের পুজো এবং যজ্ঞ করতে।
এছাড়াও প্রত্যেক ঘরে ঘরে মাটির প্রদীপ জ্বালাতে। এখন পর্যন্ত সব থেকে বড় এই সম্পর্ক অভিযানের মাধ্যমে রাজ্যে প্রায় প্রত্যেকটি গ্রাম ও শহরে জনসংযোগ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।মানুষকে দেওয়ার জন্য একটি বিশেষ 'লিফলেট' ছাপানো হয়েছে। যাতে আবেদন করা হয়েছে যে, মানুষ যেন অযোধ্যায় আসেন।
Jan 02 2024, 14:50