/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কী বার্তা দিলেন অভিষেক West Bengal Bangla
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কী বার্তা দিলেন অভিষেক

আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আর এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা দিলেন তৃণমূল সাংসদ ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

তিনি আজ টুইটে লেখেন, ‘তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি আমরা। অবিশ্বাস্য যাত্রা, আমাদের নিবেদিত সদস্যদের অকুণ্ঠ সমর্থন এবং জনগণের সেবা করার সুযোগের জন্য কৃতজ্ঞ। ঐক্যবদ্ধ হয়ে আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে জাতির সেবা করে যাবো।‘

বছরের প্রথম দিনেই থেকে উপচ্ছে পড়া ভিড় তারাপীঠে

এসবি নিউজ ব্যুরো: ২০২৪এর প্রথম দিনেই উপচ্ছে পড়া ভিড় বীরভূমের তারাপীঠের মা তারার মন্দিরে। সকাল থেকেই শুরু হয়েছে লম্বা লাইনের দাঁড়িয়ে পূজো দেওয়া পালা। সকলের ইচ্ছা বছরের প্রথম দিন মাকে দর্শন করে তাদের নিজের মনস্কামনা পূরনের আশায় দূরদূরান্ত থেকে এসেছেন মায়ের কাছে। তাদের প্রার্থনা সারা বছর যেন তাদের ভালোভাবে কাটে।

'কল্পতরু উৎসব' উপলক্ষ্যে ভক্তদের ভিড় কামারপুকুরে

এসবি নিউজ ব্যুরো: ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব ১৮৮৬ সালের ১ জানুয়ারি 'কল্পতরু' অবতারে অবতীর্ণ হয়েছিলেন।তারপর থেকেই এই বিশেষ দিনটিতে রামকৃষ্ণ ভাবাদর্শে দীক্ষিত মানুষ ও প্রতিষ্ঠান গুলির তরফে 'কল্পতরু উৎসব' উদযাপিত হয়। মানুষের বিশ্বাস, কল্পতরু উৎসবের দিন পরমহংস দেবের কাছে মন থেকে চাইলে সেই ইচ্ছা পূরণ হয়। এবছরে ব্যাপক ভক্ত সমাগম হয়েছে কামারপুকুরে ।

'কল্পতরু উৎসবে' যোগ দেন বহু মানুষ। চলছে হোম-যজ্ঞ ও পুজোপাঠ।সকাল থেকেই মানুষ ভিড় করেছে শ্রীরামকৃষ্ণদেবের জন্ম ভিটে কামার পুকুরে। আজকের এই দিনটিতে শ্রীরামকৃষ্ণদেব কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন। এই সময় এমন একটা ভাব ধারণ করেছিলেন, যে যা প্রার্থনা করেছিলেন ধর্ম থেকে শুরু করে অর্থ, কাম ও মোক্ষ সবই তিনি দান করেছিলেন। তার জন্মভিটে কামারপুকুর মাঠে এই দিনটিকে মহাসমারোহে পালন করা হচ্ছে।

দিল্লি গেলেন কামদুনি টিমের পাঁচজন

কলকাতা: আগামী ৪ জানুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে কামদুনি মামলার।তাই আজ দিল্লি রওনা দিলেন কামদুনি টিমের ৫ জন।হাওড়া স্টেশন থেকে দিল্লীর উদ্দ্যেশ্যে রওনা দেন।হাওড়া স্টেশনে তারা জানান কামদুনির ঘটনা নিয়ে রাজ্য সরকারের প্রতি তারা আস্থা হারিয়েছেন।

প্রশাসন বিচারে সহযোগিতা না করায় অভিযুক্ত বেকসুর খালাস হয়ে গেছে।তাই তারা সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সুবিচারের আশায়।তারা আশাবাদী সেখানে সুবিচার পাবেন।যতদিন না সুবিচার পাবেন ততদিন তাদের লড়াই চলবে।আজ মৌসুমী কয়াল গেলেও বিশেষ কাজের জন্য টুম্পা কয়াল যেতে পারেননি।

নতুন বছরের প্রথম দিনেই ডুয়ার্সের মাল শহরে প্রাতভ্রমণে হাতি

এসবি নিউজ ব্যুরো: ২০২৪ এর প্রথম দিনেই জলপাইগুড়ির ডুয়ার্সের মাল শহরে প্রাতভ্রমণে বেড়িয়েছে হাতি। এদিন সাতসকালে হাতিটিকে শহরে ঘোরাঘুরি করতে দেখা যায়। তবে কোথাও কোন ক্ষয়ক্ষতি করেছে কিনা তা জানা যায়নি।

পরবর্তীতে হাতিটি জঙ্গলে ফিরে গিয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য ,বেশ কিছুদিন ধরেই ডুয়ার্সের লোকালয়ে মাঝেমধ্যেই ঢুকে পড়ে হাতি সহ অন্যান্য বন্যপ্রাণী। এর আগেও এই মাল শহরেই হাতি ও বাইসন দেখা গিয়েছিল।

*তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আগুনে পুড়িয়ে দেওয়া হলো হলদিয়ায় তৃণমূলের পার্টি অফিস, কটাক্ষ বিজেপির*

হলদিয়া: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শিল্প শহর হলদিয়ায় তৃণমূলের পার্টি অফিসে আগুন। অভিযোগের তীর বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার করছে বিজেপি। বিজেপির অভিযোগ, পার্টি অফিস না মদের ঠেক তা বোঝা মুসকিল।

হলদিয়া পৌরসভা এলাকার ২৩ নম্বর রঘুনাথচক বুথের তৃণমূল কার্যালয়ে আগুন। এই ঘটনা ঘিরে এলাকায় বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে- জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ একাধিক তৃণমূল কর্মী ও সমর্থক রা। এই ঘটনা বিজেপি তো দুষ্কৃতীরা ঘটিয়েছে বলে অভিযোগ তৃণমূলের।

তমলুক সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আজগর আলি বলেন " গদ্দার অধিকারী'র নির্দেশে, হাইকোর্টে রক্ষাকবচ পাওয়ায় শ্যামল আদক আবার হলদিয়া যাতাযাত শুরু করেছে। আরমান ভোলা ও শুভেন্দুর কিছু অনুগামীরা তৃণমূলের থেকে শুভেন্দুকে অক্সিজেন যোগাচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে অমানবিক কাজকর্ম করেছে।

মাস্টারমাইণ্ড ধরে দিয়েছে কান ধরে উপযুক্ত বিচার করব। পুলিশ প্রশাসন যদি ১২ ঘণ্টার মধ্যে এর যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা না নেয়, বৃহত্তর আন্দোলনে নামবো। ১২ ঘন্টা পর তৃণমূল কংগ্রেসের রূপ দেখবে। প্রতিষ্ঠা দিবসে নোংরামির শিক্ষা তৃণমূল কংগ্রেস দেবো।

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মমতা

আজ সোমবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আর এই বিশেষ দিনে বড় বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

তিনি লেখেন, 'মা-মাটি-মানুষের সেবায় ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথে আমাদের মূল দিশারী ছিল দেশমাতৃকার সম্মান, বাংলা মায়ের স্বার্থ এবং মানুষের গণতান্ত্রিক অধিকার। আজও আমাদের দলের প্রতিটি কর্মী-সমর্থক এইসব লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। তাঁদের নিরলস আত্মত্যাগকে আমি বিনম্র চিত্তে সম্মান ও শ্রদ্ধা জানাই। তৃণমূল কংগ্রেস পরিবার আজ অগণিত মানুষের আশীর্বাদ-দোয়ায় পরিপূর্ণ।'

তিনি আরও লেখেন, 'আপনাদের অকুন্ঠ সমর্থনকে পাথেয় করেই বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াই চালিয়ে যাবো আমরা। কোনওরকম অপশক্তির কাছে মাথা নত নয়, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে।‘

বছর শুরুর প্রথম দিনেই ভক্তদের ভীড় জয়রামবাটি মাতৃমন্দিরে

বাঁকুড়াঃ প্রতি বছরের মতো এবছরও বর্ষবরণের দিনে উদযাপিত হচ্ছে 'কল্পতরু উৎসব'। সোমবার সকাল থেকেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী শ্রী শ্রী সারদা দেবীর জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটি মাতৃ মন্দিরে এই উপলক্ষ্যে এদিন সকাল থেকে ভক্তদের ঢল নেমেছে। মাতৃমন্দিরে চলছে বিশেষ মঙ্গলারতি, পূজা পাঠ সহ অন্যান্য অনুষ্ঠান।

প্রসঙ্গত, ১৮৮৬ সালের ১ জানুয়ারি 'কল্পতরু' অবতারে অবতীর্ণ হন ঠাকুর শ্রী রামকৃষ্ণপরমহংসদেব। তারপর থেকেই বিশেষ এই দিনটিতে রামকৃষ্ণ ভাবাদর্শে দীক্ষিত মানুষ ও প্রতিষ্ঠান গুলির তরফে 'কল্পতরু উৎসব' উদযাপিত হচ্ছে। মানুষের বিশ্বাস, কল্পতরু উৎসবের দিন পরমহংস দেবের কাছে মন থেকে চাইলে সেই ইচ্ছা পূরণ হয়।

বছরের শুরুর দিনেই 'পিকনিকের আনন্দ' ছেড়ে জয়রামবাটিতে ব্যাপক ভক্ত সমাগম হয়। 'কল্পতরু উৎসবে' যোগ দেন অসংখ্য মানুষ। এদিনও সকাল মাতৃমন্দিরে হাজির হয়ে গেছেন অসংখ্য ভক্ত সাধারণ।

*১লা জানুয়ারি কেমন থাকবে যানজট*


আজ  ১লা জানুয়ারি এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। সোমবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ কল্পতরু উৎসবের জন্য বন্ধ রয়েছে কাশীপুর রোড। সন্ধ্যা ৭ টা নাগাদ ফুলবাগান থেকে গিরীশ পার্ক পর্যন্ত একটি মিছিল আছে। 

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই সোমবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*নতুন বছরের প্রথমদিন কেমন থাকবে আবহাওয়া*


কমতে কমতে শীতের দাপট এখন দক্ষিণবঙ্গে প্রায় নেই বললেই চলে। দক্ষিণের প্রায় সর্বত্রই একই হাল। দিন হোক বা রাত তাপমাত্রা গত কয়েকদিন ধরেই ক্রমশ্য উর্দ্ধমুখী। বছরের শুরুতে শীত উধাওই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কমেছে শীতের আমেজ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তের জেরেই তাপমাত্রার পারদ ক্রমশ্য চড়ছে। 

শহর কলকাতাতেও স্বাভাবিকের ওপরে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পয়লা জানুয়ারি রাতের তাপমাত্রা সামান্য কমলেও তাতে আবহাওয়ার বিরাট কোনও পরিবর্তন হবে না। আবার জানুয়ারির প্রথম সপ্তাহে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস।

ভোরের দিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা কুয়াশায় ঢাকা থাকছে। তবে দিনে থাকছে রোদ। চলতি সপ্তাহে তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী বেশ কয়েকটা দিন আবহাওয়া এমনই থাকবে।

উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় বৃষ্টিপাত হতে পারে। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.১ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.৬ ডিগ্রী সেলসিয়াস।