'কল্পতরু উৎসব' উপলক্ষ্যে ভক্তদের ভিড় কামারপুকুরে
এসবি নিউজ ব্যুরো: ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব ১৮৮৬ সালের ১ জানুয়ারি 'কল্পতরু' অবতারে অবতীর্ণ হয়েছিলেন।তারপর থেকেই এই বিশেষ দিনটিতে রামকৃষ্ণ ভাবাদর্শে দীক্ষিত মানুষ ও প্রতিষ্ঠান গুলির তরফে 'কল্পতরু উৎসব' উদযাপিত হয়। মানুষের বিশ্বাস, কল্পতরু উৎসবের দিন পরমহংস দেবের কাছে মন থেকে চাইলে সেই ইচ্ছা পূরণ হয়। এবছরে ব্যাপক ভক্ত সমাগম হয়েছে কামারপুকুরে ।
'কল্পতরু উৎসবে' যোগ দেন বহু মানুষ। চলছে হোম-যজ্ঞ ও পুজোপাঠ।সকাল থেকেই মানুষ ভিড় করেছে শ্রীরামকৃষ্ণদেবের জন্ম ভিটে কামার পুকুরে। আজকের এই দিনটিতে শ্রীরামকৃষ্ণদেব কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন। এই সময় এমন একটা ভাব ধারণ করেছিলেন, যে যা প্রার্থনা করেছিলেন ধর্ম থেকে শুরু করে অর্থ, কাম ও মোক্ষ সবই তিনি দান করেছিলেন। তার জন্মভিটে কামারপুকুর মাঠে এই দিনটিকে মহাসমারোহে পালন করা হচ্ছে।
Jan 01 2024, 11:48