ডুয়ার্সবাসী সোনাখালি মাজারে নতুন বছরকে স্বাগত জানালো
এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়ির ধূপগুড়ি থেকে ৭ কিলোমিটার দূরে সোনাখালি জঙ্গলে ঘেরা নদীর পাশে অবস্থিত সোনাখালি দরবেশ বাবার মাজার। প্রতি বছর ৩১ ডিসেম্বর এই মাজার প্রাঙ্গণে ওরস উপলক্ষ্যে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তের মানুষ প্রার্থনা করতে ভীড় জমান। এবছর ৩০ বছরে পদার্পণ করল সোনাখালি দরবেশ বাবার ওরস।
২০২৩ কে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে এখানে প্রার্থনা করলেন বিভিন্ন ধর্মের মানুষেরা। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ এখানে এসে প্রার্থনা করেন। যাতে নতুন বছর ভালোভাবে কাটে তাদের।
স্থানীয়দের বিশ্বাস, এই দরগায় প্রার্থনা করলে তাদের মনস্কামনা পূরণ হয়। তাই প্রতি বছর এই দিনে এখানে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন।ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণে দু'দিনব্যাপী মেলা বসে। গোটা এলাকা জুড়ে মানুষের ঢল নামে। এবারো মেলায় ভিড় উপচে পড়েছে।
মাজারে প্রার্থনা করতে আসা পুর্নার্থীরা বলেন, "আমরা প্রতি বছর ৩১ শে ডিসেম্বর এই মাজারে প্রার্থনা করতে আসি। নতুন বছর সবার যাতে ভালো মতো কাটে সেই জন্য প্রার্থনা করলাম। বিগত বছরগুলো খুব খারাপ গিয়েছে সকলের। ধূপগুড়ি তে ভয়াবহ অগ্নি কান্ডের মত ঘটনা ঘটেছে।যাতে বন্ধ চা বাগান গুলি যাতে খুলে যায়। নতুন বছরে যাতে এমন কিছু না ঘটে তার জন্য প্রার্থনা করলাম।"
Jan 01 2024, 11:44