/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz নতুন বছরের প্রথম দিনেই ডুয়ার্সের মাল শহরে প্রাতভ্রমণে হাতি West Bengal Bangla
নতুন বছরের প্রথম দিনেই ডুয়ার্সের মাল শহরে প্রাতভ্রমণে হাতি

এসবি নিউজ ব্যুরো: ২০২৪ এর প্রথম দিনেই জলপাইগুড়ির ডুয়ার্সের মাল শহরে প্রাতভ্রমণে বেড়িয়েছে হাতি। এদিন সাতসকালে হাতিটিকে শহরে ঘোরাঘুরি করতে দেখা যায়। তবে কোথাও কোন ক্ষয়ক্ষতি করেছে কিনা তা জানা যায়নি।

পরবর্তীতে হাতিটি জঙ্গলে ফিরে গিয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য ,বেশ কিছুদিন ধরেই ডুয়ার্সের লোকালয়ে মাঝেমধ্যেই ঢুকে পড়ে হাতি সহ অন্যান্য বন্যপ্রাণী। এর আগেও এই মাল শহরেই হাতি ও বাইসন দেখা গিয়েছিল।

*তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আগুনে পুড়িয়ে দেওয়া হলো হলদিয়ায় তৃণমূলের পার্টি অফিস, কটাক্ষ বিজেপির*

হলদিয়া: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শিল্প শহর হলদিয়ায় তৃণমূলের পার্টি অফিসে আগুন। অভিযোগের তীর বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার করছে বিজেপি। বিজেপির অভিযোগ, পার্টি অফিস না মদের ঠেক তা বোঝা মুসকিল।

হলদিয়া পৌরসভা এলাকার ২৩ নম্বর রঘুনাথচক বুথের তৃণমূল কার্যালয়ে আগুন। এই ঘটনা ঘিরে এলাকায় বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে- জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ একাধিক তৃণমূল কর্মী ও সমর্থক রা। এই ঘটনা বিজেপি তো দুষ্কৃতীরা ঘটিয়েছে বলে অভিযোগ তৃণমূলের।

তমলুক সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আজগর আলি বলেন " গদ্দার অধিকারী'র নির্দেশে, হাইকোর্টে রক্ষাকবচ পাওয়ায় শ্যামল আদক আবার হলদিয়া যাতাযাত শুরু করেছে। আরমান ভোলা ও শুভেন্দুর কিছু অনুগামীরা তৃণমূলের থেকে শুভেন্দুকে অক্সিজেন যোগাচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে অমানবিক কাজকর্ম করেছে।

মাস্টারমাইণ্ড ধরে দিয়েছে কান ধরে উপযুক্ত বিচার করব। পুলিশ প্রশাসন যদি ১২ ঘণ্টার মধ্যে এর যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা না নেয়, বৃহত্তর আন্দোলনে নামবো। ১২ ঘন্টা পর তৃণমূল কংগ্রেসের রূপ দেখবে। প্রতিষ্ঠা দিবসে নোংরামির শিক্ষা তৃণমূল কংগ্রেস দেবো।

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মমতা

আজ সোমবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আর এই বিশেষ দিনে বড় বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

তিনি লেখেন, 'মা-মাটি-মানুষের সেবায় ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথে আমাদের মূল দিশারী ছিল দেশমাতৃকার সম্মান, বাংলা মায়ের স্বার্থ এবং মানুষের গণতান্ত্রিক অধিকার। আজও আমাদের দলের প্রতিটি কর্মী-সমর্থক এইসব লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। তাঁদের নিরলস আত্মত্যাগকে আমি বিনম্র চিত্তে সম্মান ও শ্রদ্ধা জানাই। তৃণমূল কংগ্রেস পরিবার আজ অগণিত মানুষের আশীর্বাদ-দোয়ায় পরিপূর্ণ।'

তিনি আরও লেখেন, 'আপনাদের অকুন্ঠ সমর্থনকে পাথেয় করেই বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াই চালিয়ে যাবো আমরা। কোনওরকম অপশক্তির কাছে মাথা নত নয়, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে।‘

বছর শুরুর প্রথম দিনেই ভক্তদের ভীড় জয়রামবাটি মাতৃমন্দিরে

বাঁকুড়াঃ প্রতি বছরের মতো এবছরও বর্ষবরণের দিনে উদযাপিত হচ্ছে 'কল্পতরু উৎসব'। সোমবার সকাল থেকেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী শ্রী শ্রী সারদা দেবীর জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটি মাতৃ মন্দিরে এই উপলক্ষ্যে এদিন সকাল থেকে ভক্তদের ঢল নেমেছে। মাতৃমন্দিরে চলছে বিশেষ মঙ্গলারতি, পূজা পাঠ সহ অন্যান্য অনুষ্ঠান।

প্রসঙ্গত, ১৮৮৬ সালের ১ জানুয়ারি 'কল্পতরু' অবতারে অবতীর্ণ হন ঠাকুর শ্রী রামকৃষ্ণপরমহংসদেব। তারপর থেকেই বিশেষ এই দিনটিতে রামকৃষ্ণ ভাবাদর্শে দীক্ষিত মানুষ ও প্রতিষ্ঠান গুলির তরফে 'কল্পতরু উৎসব' উদযাপিত হচ্ছে। মানুষের বিশ্বাস, কল্পতরু উৎসবের দিন পরমহংস দেবের কাছে মন থেকে চাইলে সেই ইচ্ছা পূরণ হয়।

বছরের শুরুর দিনেই 'পিকনিকের আনন্দ' ছেড়ে জয়রামবাটিতে ব্যাপক ভক্ত সমাগম হয়। 'কল্পতরু উৎসবে' যোগ দেন অসংখ্য মানুষ। এদিনও সকাল মাতৃমন্দিরে হাজির হয়ে গেছেন অসংখ্য ভক্ত সাধারণ।

*১লা জানুয়ারি কেমন থাকবে যানজট*


আজ  ১লা জানুয়ারি এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। সোমবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ কল্পতরু উৎসবের জন্য বন্ধ রয়েছে কাশীপুর রোড। সন্ধ্যা ৭ টা নাগাদ ফুলবাগান থেকে গিরীশ পার্ক পর্যন্ত একটি মিছিল আছে। 

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই সোমবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*নতুন বছরের প্রথমদিন কেমন থাকবে আবহাওয়া*


কমতে কমতে শীতের দাপট এখন দক্ষিণবঙ্গে প্রায় নেই বললেই চলে। দক্ষিণের প্রায় সর্বত্রই একই হাল। দিন হোক বা রাত তাপমাত্রা গত কয়েকদিন ধরেই ক্রমশ্য উর্দ্ধমুখী। বছরের শুরুতে শীত উধাওই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কমেছে শীতের আমেজ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তের জেরেই তাপমাত্রার পারদ ক্রমশ্য চড়ছে। 

শহর কলকাতাতেও স্বাভাবিকের ওপরে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পয়লা জানুয়ারি রাতের তাপমাত্রা সামান্য কমলেও তাতে আবহাওয়ার বিরাট কোনও পরিবর্তন হবে না। আবার জানুয়ারির প্রথম সপ্তাহে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস।

ভোরের দিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা কুয়াশায় ঢাকা থাকছে। তবে দিনে থাকছে রোদ। চলতি সপ্তাহে তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী বেশ কয়েকটা দিন আবহাওয়া এমনই থাকবে।

উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় বৃষ্টিপাত হতে পারে। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.১ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.৬ ডিগ্রী সেলসিয়াস। 

*Who compared the Olympics with IPL?*

Sports News

KKNB : The popularity of IPL is increasing day by day. There is excitement in the country about this millionaire league in India. IPL has created a huge fanbase abroad. Because many foreign cricketers play in IPL. Foreign cricket lovers keep an eye on how those stars perform on Indian soil.

As a result, it can be said without a doubt that IPL is an important and very popular franchise league.But what is the comparison between the Olympic Games and the Indian Premier League? This time, a former Auji star made such a comparison.

Former Australia coach Justin Langer has been appointed as the new coach of IPL franchise Lucknow Super Giants. Ahead of the 2024 IPL, Lucknow has overhauled the old team management. Coach Andy Flower is no longer in charge of Lucknow. Mentor Gautam Gambhir has also returned to his old home Kolkata Knight Riders.Ahead of the start of the 2024 IPL, former Aussie coach Justin Langer spoke about his feelings of joining Lucknow. In an interview in Lucknow, Langer compared the IPL to the Olympic Games.

ডুয়ার্সবাসী সোনাখালি মাজারে নতুন বছরকে স্বাগত জানালো

এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়ির ধূপগুড়ি থেকে ৭ কিলোমিটার দূরে সোনাখালি জঙ্গলে ঘেরা নদীর পাশে অবস্থিত সোনাখালি দরবেশ বাবার মাজার। প্রতি বছর ৩১ ডিসেম্বর এই মাজার প্রাঙ্গণে ওরস উপলক্ষ্যে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তের মানুষ প্রার্থনা করতে ভীড় জমান। এবছর ৩০ বছরে পদার্পণ করল সোনাখালি দরবেশ বাবার ওরস।

২০২৩ কে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে এখানে প্রার্থনা করলেন বিভিন্ন ধর্মের মানুষেরা। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ এখানে এসে প্রার্থনা করেন। যাতে নতুন বছর ভালোভাবে কাটে তাদের।

স্থানীয়দের বিশ্বাস, এই দরগায় প্রার্থনা করলে তাদের মনস্কামনা পূরণ হয়। তাই প্রতি বছর এই দিনে এখানে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন।ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণে দু'দিনব্যাপী মেলা বসে। গোটা এলাকা জুড়ে মানুষের ঢল নামে। এবারো মেলায় ভিড় উপচে পড়েছে।

মাজারে প্রার্থনা করতে আসা পুর্নার্থীরা বলেন, "আমরা প্রতি বছর ৩১ শে ডিসেম্বর এই মাজারে প্রার্থনা করতে আসি। নতুন বছর সবার যাতে ভালো মতো কাটে সেই জন্য প্রার্থনা করলাম। বিগত বছরগুলো খুব খারাপ গিয়েছে সকলের। ধূপগুড়ি তে ভয়াবহ অগ্নি কান্ডের মত ঘটনা ঘটেছে।যাতে বন্ধ চা বাগান গুলি যাতে খুলে যায়। নতুন বছরে যাতে এমন কিছু না ঘটে তার জন্য প্রার্থনা করলাম।"

চিতাবাঘের হামলায় জখম ১

এসবি নিউজ ব্যুরো: ২০২৩ এর শেষদিনে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্ৰাম পঞ্চায়েতের দক্ষিণ কাঠুলিয়া এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়ালো। স্থানীয় সূত্রে খবর,স্থানীয় বাসিন্দা শ্যামাপদ রায়ের চা বাগানে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। তাদের মধ্যে একজন প্রথম চিতাবাঘ দেখতে পান।

এই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমতে শুরু করে।অনেকেই চিতাবাঘ দেখতে ভিড় জমান।সেই সময় বাগানের নালায় শুয়ে থাকা চিতাবাঘ হঠাৎ হামলা চালায় জয়ন্ত রায় নামে এক যুবকের উপর।আহত যুবকের পেটে এবং পিঠে আঘাত রয়েছে।তাকে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে খবর দেওয়া পেয়ে ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের কর্মীরা ও ধূপগুড়ি থানার পুলিশ। বনদপ্তরের কর্মীরা চা বাগানটিকে জাল দিয়ে ঘিরে রেখেছে। তবে তারপর থেকে চিতাবাঘটিকে আর দেখা যায়নি। এদিকে চিতাবাঘ লোকালয়ের আসায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।

সেল্ফ ডিফেন্স স্পোর্টস ইন্ডিয়ার মেয়েরা খেলো ভারত গেমসে জয়ী

এসবি নিউজ ব্যুরো: দিল্লিতে গত ২৫ থেকে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া গেমসে সেল্ফ ডিফেন্স স্পোর্টস। ইন্ডিয়ার মেয়েরা ক্যারেটে ক্যাটাগুলিতে দুটি স্বর্ণপদক এবং একটি ব্রোঞ্জপদক জিতেছে।

শিলিগুড়ির তৃষা দাস ৫১ কেজি ক্যাটাগুড়িতে স্বর্ণপদক এবং গ্রাফলিংয়ে ব্রোঞ্জপদক জিতেছে ভুটানের জন্য সাউথ এশিয়ান গেমসে। শিলিগুড়ির পায়েল বর্মন ৩৮ কেজি ক্যাটাগুরিতে ব্রোঞ্জপদক জিতেছে।এই সাফল্যে সেল্ফ ডিফেন্স স্পোর্টস ইন্ডিয়ার কোচ রাধারমন রায় এবং সকল সদস্য, শিক্ষার্থী এবং অভিভাবকরা আনন্দিত।

বর্তমান সময়ে নারীদের সুরক্ষার কথা ভেবে রাধারমন রায় বিভিন্ন জায়গায় মেয়েদেরকে বিনামূল্যে সেল্ফ ডিফেন্স ট্রেনিং দিচ্ছেন। তিনি তাইকোন্ডো, ক্যারাটে, জুডো, বক্সিং, রেসলিং, মার্শাল আর্ট, মিক্সড মার্শাল আর্ট এবং নানান ধরনের সেল্ফ ডিফেন্স ট্রেনিং দেন।

রাধারমন রায় জানান ,"২০২৩ সালে বেস্ট নারীর সুরক্ষা ওয়ার্ড সোশ্যাল ওয়ার্কার অ্যাওয়ার্ড পেয়েছেন"।