*তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আগুনে পুড়িয়ে দেওয়া হলো হলদিয়ায় তৃণমূলের পার্টি অফিস, কটাক্ষ বিজেপির*
হলদিয়া: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শিল্প শহর হলদিয়ায় তৃণমূলের পার্টি অফিসে আগুন। অভিযোগের তীর বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার করছে বিজেপি। বিজেপির অভিযোগ, পার্টি অফিস না মদের ঠেক তা বোঝা মুসকিল।
হলদিয়া পৌরসভা এলাকার ২৩ নম্বর রঘুনাথচক বুথের তৃণমূল কার্যালয়ে আগুন। এই ঘটনা ঘিরে এলাকায় বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে- জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ একাধিক তৃণমূল কর্মী ও সমর্থক রা। এই ঘটনা বিজেপি তো দুষ্কৃতীরা ঘটিয়েছে বলে অভিযোগ তৃণমূলের।
তমলুক সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আজগর আলি বলেন " গদ্দার অধিকারী'র নির্দেশে, হাইকোর্টে রক্ষাকবচ পাওয়ায় শ্যামল আদক আবার হলদিয়া যাতাযাত শুরু করেছে। আরমান ভোলা ও শুভেন্দুর কিছু অনুগামীরা তৃণমূলের থেকে শুভেন্দুকে অক্সিজেন যোগাচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে অমানবিক কাজকর্ম করেছে।
মাস্টারমাইণ্ড ধরে দিয়েছে কান ধরে উপযুক্ত বিচার করব। পুলিশ প্রশাসন যদি ১২ ঘণ্টার মধ্যে এর যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা না নেয়, বৃহত্তর আন্দোলনে নামবো। ১২ ঘন্টা পর তৃণমূল কংগ্রেসের রূপ দেখবে। প্রতিষ্ঠা দিবসে নোংরামির শিক্ষা তৃণমূল কংগ্রেস দেবো।
Jan 01 2024, 11:43