বছর শুরুর প্রথম দিনেই ভক্তদের ভীড় জয়রামবাটি মাতৃমন্দিরে
বাঁকুড়াঃ প্রতি বছরের মতো এবছরও বর্ষবরণের দিনে উদযাপিত হচ্ছে 'কল্পতরু উৎসব'। সোমবার সকাল থেকেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী শ্রী শ্রী সারদা দেবীর জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটি মাতৃ মন্দিরে এই উপলক্ষ্যে এদিন সকাল থেকে ভক্তদের ঢল নেমেছে। মাতৃমন্দিরে চলছে বিশেষ মঙ্গলারতি, পূজা পাঠ সহ অন্যান্য অনুষ্ঠান।
প্রসঙ্গত, ১৮৮৬ সালের ১ জানুয়ারি 'কল্পতরু' অবতারে অবতীর্ণ হন ঠাকুর শ্রী রামকৃষ্ণপরমহংসদেব। তারপর থেকেই বিশেষ এই দিনটিতে রামকৃষ্ণ ভাবাদর্শে দীক্ষিত মানুষ ও প্রতিষ্ঠান গুলির তরফে 'কল্পতরু উৎসব' উদযাপিত হচ্ছে। মানুষের বিশ্বাস, কল্পতরু উৎসবের দিন পরমহংস দেবের কাছে মন থেকে চাইলে সেই ইচ্ছা পূরণ হয়।
বছরের শুরুর দিনেই 'পিকনিকের আনন্দ' ছেড়ে জয়রামবাটিতে ব্যাপক ভক্ত সমাগম হয়। 'কল্পতরু উৎসবে' যোগ দেন অসংখ্য মানুষ। এদিনও সকাল মাতৃমন্দিরে হাজির হয়ে গেছেন অসংখ্য ভক্ত সাধারণ।
Jan 01 2024, 10:30