*নতুন বছরের প্রথমদিন কেমন থাকবে আবহাওয়া*
কমতে কমতে শীতের দাপট এখন দক্ষিণবঙ্গে প্রায় নেই বললেই চলে। দক্ষিণের প্রায় সর্বত্রই একই হাল। দিন হোক বা রাত তাপমাত্রা গত কয়েকদিন ধরেই ক্রমশ্য উর্দ্ধমুখী। বছরের শুরুতে শীত উধাওই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কমেছে শীতের আমেজ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তের জেরেই তাপমাত্রার পারদ ক্রমশ্য চড়ছে।
শহর কলকাতাতেও স্বাভাবিকের ওপরে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পয়লা জানুয়ারি রাতের তাপমাত্রা সামান্য কমলেও তাতে আবহাওয়ার বিরাট কোনও পরিবর্তন হবে না। আবার জানুয়ারির প্রথম সপ্তাহে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস।
ভোরের দিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা কুয়াশায় ঢাকা থাকছে। তবে দিনে থাকছে রোদ। চলতি সপ্তাহে তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী বেশ কয়েকটা দিন আবহাওয়া এমনই থাকবে।
উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় বৃষ্টিপাত হতে পারে। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.১ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.৬ ডিগ্রী সেলসিয়াস।
Jan 01 2024, 08:26