২০২৪ কে স্বাগত জানাতে তৃণমূলের পক্ষ থেকে কাঁথি লোকসভা নির্বাচনের দেওয়াল লিখনের শুভ সূচনা হল পটাশপুরে
এসবি নিউজ ব্যুরো: আজ ২০২৩ এর শেষ দিন। যেহেতু ২০২৪ এ লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রের পটাশপুর বিধানসভার পটাশপুর ২ নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকাল থেকে, মহিলা কর্মী সমর্থকরা, জোড়া ফুলের প্রতীক আঁকা শাড়ি পরে,শঙ্খ ধ্বনি, ঢাক, ঢোল পিটিয়ে দেওয়াল লিখনের কাজের শুভ সূচনা করলেন।
শুধুমাত্র প্রার্থীর নাম ঘোষণা হলেই নাম বসানো হবে, তৃণমূলের লোকসভা কেন্দ্রের প্রার্থী যেই হোক না কেন পটাশপুরে তৃণমূল যে কোমর বেঁধে নামলো তা এটা বলার অপেক্ষা রাখে না।
মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বরুণ কুমার গিরি জানান ," লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাতে আমরা আজ থেকে দেওয়াল লেখার মাধ্যমে প্রস্তুতি শুরু করে নিলাম।"
মথুরা অঞ্চল এর প্রায় ২০ টি জায়গায় দেওয়াল লেখা হল।
এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন পটাশপুর ২ নং ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ মানস রায়,মথুরা অঞ্চল তৃণমূল সভাপতি বরুণ গিরি, মহিলা সভা নেত্রী মিতালি দাস কুইলা প্রমুখ নেতৃবৃন্দ।
Dec 31 2023, 17:51