টেস্ট পেপার বিতরণ ও মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রাক প্রস্তুতি আলোচনা সভা
ময়না: দোনাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই বছরের শেষ দিনে ভালো কাজের মাধ্যমে আগত নতুন বছরের উদযাপন করা হলো। পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত দোনাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বনহুগলী যুবক সংঘের সহায়তায় এলাকার বেশ কিছু বিদ্যালয়ের ৫০ জন দুঃস্থ ও মেধাবী ২০২৪ এর মাধ্যমিক ছাত্র ছাত্রীদের রবিবার সকাল ১০ টায় দোনাচক ডি.বি.এম হাইস্কুল প্রাঙ্গণে বিনামূল্যে এবিটিএ টেস্ট পেপার বিতরণ করা হয় এবং মাধ্যমিকের প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কীভাবে ছাত্র ছাত্রীরা জীবনের প্রথম পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হবে সেই বিষয়ে অভিজ্ঞ শিক্ষক মহাশয়েরা আলোচনা করেন।
প্রত্যেক ছাত্র ছাত্রীকে পরীক্ষার খুঁটিনাটি সম্পর্কে অবগত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাগেছিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মহাশয় সমরেশ দাস, দোনাচক ডি.বি.এম হাইস্কুলের সহ শিক্ষক অনুপম খালুয়া সহ এলাকার পঞ্চায়েত সদস্যা নীলিমা ভৌমিক, সংস্থার সম্পাদক শুভদীপ ভৌমিক, সদস্য বুদ্ধদেব রয়গুপ্ত, পুষ্পেন্দু ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট গুণীজন। এই অনুষ্ঠানে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। ২০২৩ সালকে স্মরণীয় করে রাখতে সংস্থার এই ধরনের উদ্যোগ। সারা বছর এই সংস্থা বিভিন্ন সমাজসেবা মূলক এবং সমাজ সচেতনতা মূলক কাজে নিজেরা নিয়োজিত থাকেন।
সংস্থার সম্পাদক শুভদীপ ভৌমিক বলেন " ছাত্র ছাত্রীরা আগামীর ভবিষ্যত, সেই ছাত্র ছাত্রীদের জীবনের বড় পরীক্ষা মাধ্যমিকের ভীতি কাটাতে এবং তাঁদের জীবনের সঠিক পথে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা বিনামূল্যে টেস্ট পেপার বিতরণ ও মাধ্যমিক প্রাক প্রস্তুতি সভার আয়োজন করেছি। আমরা দুঃস্থদের এই টেস্ট পেপার তুলে দিতে পেরে অত্যন্ত খুশি। বছরের শেষ দিন আমরা দৃঢ়ভাবে অঙ্গীকার করছি এইভাবেই দেশের ভবিষ্যত ছাত্র ছাত্রীদের পাশে সর্বদা থাকবো।"
পঞ্চায়েত সদস্যা নীলিমা ভৌমিক বলেন " আমার এলাকায় দুঃস্থ ছাত্র ছাত্রীদের এই টেস্ট পেপার প্রদানে ওদের মনোবল বৃদ্ধি পাবে এবং মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে এবার করতে পারবে, আমরা ৫০ জনের হাতে তুলে দিয়েছি, যাঁদের একদম টেস্ট পেপার কেনার সামর্থ্য নেই শেষ মুহূর্তে আমরা খোঁজ পেয়ে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে বিনামূল্যে এই টেস্ট পেপার"।
Dec 31 2023, 17:07