সরকারি জায়গা দখলদারের উচ্ছেদ অভিযান বিজেপি পরিচালিত পঞ্চায়েতের
এসবি নিউজ ব্যুরো: সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ নির্মাণের উচ্ছেদ অভিযান শুরু করল বিজেপি পরিচালিত পঞ্চায়েত। রবিবার নদীয়ার ফুলিয়ার টাউনশিপ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের পক্ষ থেকে শুরু হয় এই অভিযান। বেশ কয়েকটি সরকারি জায়গায় তৈরি হয়েছিল চার চাকা গাড়ি রাখার টিনের সেড। সেগুলি বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়।
এই অভিযানে উপস্থিত ছিলেন ফুলিয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি চঞ্চল চক্রবর্তী। এছাড়াও ছিলেন টাউনশিপ পঞ্চায়েতের প্রধান পরিমল রায়। উচ্ছেদ অভিযানের মধ্যে দিয়ে বিজেপি প্রধান বলেন, "সরকারি জায়গা গুলিকে বেআইনিভাবে দখল করে রাখা হয়েছিল। তারা বারংবার নোটিশ করেছিলেন। কিন্তু পঞ্চায়েতের কথা কর্ণপাত করা হয়নি।তাই উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন তারা"।
তবে এই কর্মসূচি এখন থেকে লাগাতার চলবে বলে জানিয়েছেন বিজেপি প্রধান পরিমল রায়। অন্যদিকে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি চঞ্চল চক্রবর্তী বলেন, "গায়ের জোরে সরকারি জায়গা দখল করে রাখা যাবে না। আগে যা হবার হয়েছে এখন থেকে এসব দখল বাজি আমরা মেনে নেব না। আমরা আইনের পথে হেঁটে লাগাতার এই অভিযান চালিয়ে যাব।"
Dec 31 2023, 15:19