বাংলায় বিকল্প রাজনীতি নিয়ে সারা এলাকায় পোস্টারের পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচী
কলকাতা: বাংলায় বিকল্প রাজনীতি নিয়ে সারা রাজ্যজুড়ে বিভিন্ন স্টেশন এবং রাস্তার ধারে পোস্টার পরেছে। সেই পোস্টারে লেখা আছে বাংলায় বিকল্প রাজনীতি চাই। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচী বলেন ,"আমি এই কথা বেশ কয়েক মাস আগেই বলেছিলাম ।মানুষ সেটা নিজের মতন করে নিয়েছে। কারণ এক পাতে সবাই খাবে ,আবার একে অপরের নিন্দা করবে এরকম রাজনৈতিক মানুষ চায় না। এতে যদি দলের ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে দল আমাকে বহিস্কার করুক তাতে কোন ক্ষোভ নেই।
একই দেওয়ালে তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস পোস্টার লাগাবে সেটা আমি দেখব এটা মেনে নেওয়া যায় না। এর চেয়ে মৃত্যুবরণ করা ভালো।" তবে তিনি এও জানান, এই মুহূর্তে তিনি দল ছাড়ার কথা ভাবছেন না তিনি দলকে প্রস্তাব দিয়েছেন মাত্র যে বিষয়টা মানুষ ভালোভাবে নিচ্ছেন না ।
দল যদি তার ভাবনাকে গুরুত্ব দেয়, তাহলে তিনি খুশি হবেন আর দল যদি তাকে বের করে দেয় তাতেও কোন আপত্তি নেই।এদিন ব্যারাকপুরে নিজের বাড়িতে বসে এমনটাই জানালেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তব বাগচী।
Dec 31 2023, 14:58