*দেশের মধ্যে দ্বিতীয় অমৃত ভারত এক্সপ্রেস পেল এরাজ্যের মালদহ*
এসবি নিউজ ব্যুরো: ৫২৮ টাকায় মালদহ থেকে ব্যাঙ্গালুরুতে পৌঁছবে অমৃত ভারত।আজ আনুষ্ঠানিক ভাবে মালদহ টাউন স্টেশন থেকে চালু হল "অমৃত ভারত" এক্সপ্রেস।৪২ ঘন্টায় মালদা থেকে ব্যাঙ্গালোর পৌছবে এই ট্রেন।ঘন্টায় গতিবেগ হবে ১৩০ কিলোমিটার।সব মিলিয়ে ২২ টি কামরা থাকবে এই ট্রেনে। যার মধ্যে থাকবে ৮টি সাধারণ কামরা।
যাত্রী স্বাচ্ছন্দের আধুনিক নানা সুবিধা থাকছে এই অমৃত ভারত এক্সপ্রেসে। প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড,পর্যাপ্ত চার্জিং পয়েন্ট, আধুনিক শৌচালয় সহ নানা সুবিধা থাকবে এই ট্রেনে।
আজ মালদা টাউন স্টেশন উপস্থিত ছিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী,ইংরেজবাজারের বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী,ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। দেশের মধ্যে দ্বিতীয় এই অমৃত ভারত এক্সপ্রেস চলছে মালদহ থেকে। মালদা টাউন স্টেশনের মুকুটে 'অমৃত ভারত' এক্সপ্রেস নতুন পালক। এমনটাই মনে করছেন রেল কর্তৃপক্ষ থেকে জনপ্রতিনিধিরা এবং আজকের দিনের সাক্ষী থাকা ট্রেন যাত্রীরা।
মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে জানিয়েছেন, "শনিবার সকাল ১০,৪৫ মিনিটে মালদা টাউন স্টেশন থেকে যাত্রা শুরু হয়।মঙ্গলবার ভোর তিনটে পৌঁছাবে ব্যাঙ্গালোরে। আবার অন্যদিকে ব্যাঙ্গালোর থেকে রবিবারে ১৩:৫০ মিনিটে ছাড়বে। মঙ্গলবার ১১ টায় মালদা এসে পৌঁছাবে, ৪২ ঘন্টা সময় লাগবে। সপ্তাহে একদিন করে এই পরিষেবা চালু থাকবে। রবিবার থেকেই এর বুকিং শুরু হবে। ২২ টি কোচ রয়েছে। কোচগুলি সবই অত্যাধুনিক। স্লিপার ও জেনারেল কোচ রয়েছে। প্রতিবন্ধীদের জন্য বিশেষ শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। প্রতিবন্ধীরা জল ব্যবহার করার জন্য পা দিয়েই সুইচ টিপলে জল বেরোবে।ট্রেনের ভাড়া জেনারেলে ৫২৮ টাকা। স্লিপার প্রায় ৯২৫ টাকার কিছু বেশী।তবে এতে কোন এসি কোচ থাকছে না।
বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, "মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল। অনেকে চিকিৎসার জন্য ব্যাঙ্গালুরুতে সমস্যা হয়। এই ট্রেন চালু হওয়াতে সমস্যার অনেকটা সমাধান হবে"।
Dec 30 2023, 18:43