উদ্বোধন হল অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশন
উত্তরপ্রদেশের অযোধ্যায় ১৪ কিলোমিটারের রোড শো শেষ করে অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছলেন প্রধানমন্ত্রী। আর তারপরই অযোধ্যা ধাম জংশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২৪০ কোটি টাকারও বেশি ব্যয়ে বিকশিত, তিনতলা আধুনিক রেলওয়ে স্টেশন বিল্ডিংটি সমস্ত আধুনিক বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত। যেখানে রয়েছে লিফট, এসকেলেটর, ফুড প্লাজা, পুজোর প্রয়োজনীয় দোকান, ক্লোক রুম, চাইল্ড কেয়ার রুম, ওয়েটিং হল সহ বিশিষ্ট সব ক্ষেত্র। এই স্টেশন 'সকলের জন্য অ্যাক্সেসযোগ্য' এবং 'IGBC সার্টিফাইড গ্রিন স্টেশন বিল্ডিং' হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রধানমন্ত্রী মন্ত্রক সূত্রে প্রকাশ্যে আনা হয়েছে এই সকল তথ্য।
Dec 30 2023, 12:55