গঙ্গাসাগর মেলায় নিষিদ্ধ করা হল প্লাস্টিক,কোন প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না বলে জানান মেয়র ফিরহাদ হাকিম
কলকাতা: নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পৌর সংস্থা। মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে পৌর প্রশাসনের একটি বৈঠক হয় কলকাতা পৌর সংস্থার কনফারেন্স রুমে। বৈঠকে হাজির ছিলেন মেয়র পরিষদ সদস্য দেবাশীষ কুমার , পৌর কমিশনার বিনোদ কুমার, সচিব হরিহর প্রসাদ মণ্ডল, বিভাগীয় ডি জি সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকে বাবুঘাটে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এবং ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয় বৈঠকে। বৈঠকের পর মেয়র ফিরহাদ হাকিম জানান,"আমাদের যেহেতু প্রিন্সপ ঘাটে আমাদের দায়িত্বে থাকে। সেখানে ব্যবস্থাপনা কি কি হবে। সিসিটিভি কত হবে, বাস কত থাকবে। রাস্তা খারাপ রয়েছে সেটা কি ভাবে ঠিক করা হবে। গঙ্গাসাগর যারা যাবেন তাদের জন্য লোকের কি থাকবে। এছাড়া জিনিসপত্র যাচাই কি ভাবে হবে। পি এইচ ই দেখবে প্যান্ডেল ।পুলিশ নিরাপত্তা দেখবে। পরিবহন দফতর বাস দেখবে। স্বাস্থ্য এবং টয়লেট সহ জঞ্জাল অপসারণ কাজ কলকাতা পৌর সংস্থা দেখবে। গঙ্গাসাগর মেলায় কোভিড টেস্টিং ব্যাবস্থা রাখা হবে। যদি কেউ পজিটিভ হয় তাহলে তাদের কে বেলিয়াঘাটা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। আমরা সম্পূর্ন ভাবে প্রস্তুত আছি। করোনা কোনো দিন যায়নি। আগেও করোনা ছিল এখনও করোনা আছে। তার জন্য যদি কারোর জ্বর কাশি বা কোনো শারীরিক অসুস্থতা হলে তাদের কে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে।" এদিন তিনি জানান, যে কলকাতা পৌর সংস্থায় বায়ো মেট্রিক হাজিরা চালু হচ্ছে। সবাই কাজ করছে। কিন্তু আরো যাতে সঠিক ভাবে হাজিরা হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান মেয়র। এদিন তিনি জানান যে যদি কেউ যেখানে সেখানে খাওয়া ফেললে তাদের কে নোটিস করে মিউনিসিপ্যাল কোর্টে নিয়ে আসা হবে বলে জানান মেয়র। অনেক জায়গা মোটর সাকশন করে জল টানছে সেটা একেবারে বেআইনি বলে জানান মেয়র।
তিনি আরো জানান,আমরা জিতে এসে মানুষ কে সেবা দিচ্ছি। পার্টি যা চাইবে সেটাই হবে। আমি সুবলের সঙ্গে কথা বলেছি তাকে পদত্যাগ করতে বলেছি।
উদয়ন গুহ কি বলেছেন আমি জানি না। কিন্তু হিংসার কোনো জায়গায় নয়। আমি মনে করি উদয়ন গুহ প্রবীণ নেতা তিনি এই ধরনের কথা বলতে পারেন না।
ব্যাটারি চালিত ট্রান্সপোর্ট শুধু একমাত্র সমস্যার সমাধান হবে। আমি পরিবহন মন্ত্রী থাকাকালীন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছিলাম। তাই পরিবেশের সঙ্গে কোনো রকম আপস করা যায় না বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও এবার গঙ্গাসাগর মেলায় নিষিদ্ধ করা হল প্লাস্টিক। কোন রকমের প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী প্লাস্টিক বর্জন করার আবেদন জানানো হয়েছে।
Dec 30 2023, 10:10