*হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা, জেনে নিন আজকের আবহাওয়া*
ডিসেম্বরের শুরুতে ঠিকঠাক চললেও মাঝ থেকেই ছন্দপতন। হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। ক্রমশ্য ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে শীতের আমেজটুকুও নেই। কবে ফের দেখা মিলবে শীতের? কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ?
বছর শেষে দক্ষিণবঙ্গের আরও কিছুটা চড়েছে তাপমাত্রার পারদ। ভোরের দিকে দক্ষিণের বেশিরভাগ জেলা কুয়াশায় আচ্ছন্ন থাকলেও বেলা বাড়তেই রোদ এসে হাজির। আপাতত কিছুদিন দক্ষিণবঙ্গে এই রকমই রোদ-কুয়াশার খেলা চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ২০২৩ এ আর শীতের মুখ দেখবে না কলকাতা।
মহানগরীতে বর্তমানে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি বেশি।৩১ ডিসেম্বর হোক বা ১ জানুয়ারি, উত্তরে মাঝারি ঠান্ডা থাকলেও কনকনে ঠান্ডা থেকে বঞ্চিত থাকবে দক্ষিণবঙ্গ। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। আপাতত এই বছরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। তার প্রভাব পড়তে পারে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়।
Dec 30 2023, 07:54