ডুয়ার্সে শেয়ারিং গাড়ির সূচনা
এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়ির ডুয়ার্সে এসে পর্যটকরা এবার শেয়ার করে গাড়িতে ঘুরতে পারবেন। এতে করে পর্যটকদের খরচ অনেকটাই কমবে। আর ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের খরচ কমাতে এই উদ্যোগ নিলো আইএনটিটিইউসি অনুমোদিত রিজার্ভ ট্যাক্সি ড্রাইভার ইউনিয়ন। শুক্রবার চালসা সংলগ্ন টিয়াবন এলাকা থেকে আনুষ্ঠানিক ভাবে ওই শেয়ারিং গাড়ির সূচনা হয়।
উল্লেখ্য, পর্যটকদের পছন্দের জায়গা হল ডুয়ার্স। প্রতিবছর প্রচুর পর্যটক ডুয়ার্সের পাহাড়, নদী, জঙ্গল ঘুরতে আসেন। তবে বর্তমানে সবকিছুর দাম বেড়েছে তাই খরচ বেড়েছে পর্যটকদেরও। যেকারণে ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের খরচ কমানোর উদ্যোগ নেওয়া হল। আইএনটিটিইউসির জেলা সভাপতি রাজেশ লাকরা বলেন,"আমরা চাই ডুয়ার্সে আরো বেশি পর্যটক আসুক। যে কারণে আমরা পর্যটকদের খরচ কমানোর উদ্যোগ নিয়েছি।
যেমন একটি নির্দিষ্ট রুটে একটি নির্দিষ্ট রেট চার্ট করা হবে। যেসব পর্যটক ছোটো গাড়ি, বড়ো গাড়ি বা জিপসি অন্য পর্যটকদের সাথে শেয়ার করতে চাইবেন, তাদের খরচ কমবে। কেননা এতে করে দুজন পর্যটকের জায়গায় চারজন যেতে পারবেন। ফলে গাড়ি ভাড়া চারজন মিলে দিবেন।টিয়াবন এলাকা থেকেই পর্যটকরা শেয়ারিং গাড়ির মাধ্যমে সেভেন পয়েন্ট, লাভা, ডেলো, গজলডোবা, জলদাপাড়া সহ বিভিন্ন জায়গায় যেতে পারবেন"। এদিন ফিতে কেটে ওই শেয়ারিং গাড়ির সূচনা করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক কমল মুখী, তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুন্ডা, আইএনটিটিইউসির মেটেলি ব্লক সভাপতি বিজয় বাগওয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Dec 29 2023, 18:18