ফরাক্কার এনটিপিসির ৪৩ তম জন্মদিবস পালন ঠিকা শ্রমিক ঐক্যের
এসবি নিউজ ব্যুরো: ফরাক্কার এনটিপিসির ৪৩ তম জন্মদিবস পালন করল ঠিকা শ্রমিক ঐক্য। আজ ফরাক্কা এনটিপিসি উচ্চ পদস্থ আধিকারিকরা, শ্রমিকদের সাথে সেই ভাবে কোনদিন একত্রিত হয়ে বা ঐক্যবদ্ধ হয়ে কিংবা সঙ্গে নিয়ে এনটিপিসির জন্মদিন বা প্রতিষ্ঠা লগ্ন পালন করেননি। তাই এনটিপিসির পণ্য পরিবাহী গেট এবং শ্রমিক প্রবেশের গেটের সামনে শ্রমিকদের জ্ঞাতার্থে আজ প্রকাশ্যে প্রতিষ্ঠানগ্ন পালন করে শ্রমিকদের পক্ষ থেকে এনটিপিসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বহু শ্রমিক আজও পর্যন্ত জানেন না যে আজকের দিনটি এনটিপিসি'র প্রতিষ্ঠা দিবস । শ্রমিকদের অভিযোগ বরাবরই এনটিপিসি ঠিকা শ্রমিকদের সাথে বৈমাত্রিক সুলভ আচরণ করে যাচ্ছেন । অথচ এই শ্রমিকেরাই এনটিপিসির যাবতীয় উৎপাদন ধরে রেখেছেন ।
আজকের দিনে এই ঠিকা শ্রমিক ঐক্য এনটিপিসি তে জমি দাতাদের , কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এইরকম শহীদ শ্রমিকদের, এনটিপিসি ওয়ার্কার যারা কর্ম ক্ষেত্রে দুর্ঘটনাবশত প্রাণ বিসর্জন দিয়েছেন , শহীদ সিআইএসএফ কর্মীদের এক কথায় এনটিপিসি এর প্রতিষ্ঠায় যাদের যাদের ভূমিকা রয়েছে তাদের প্রত্যেককে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, এনটিপিসির পতাকা উত্তোলন করে এবং সেই পতাকার প্রতি পুষ্প অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন ।
বর্তমানে নতুন প্রজন্ম ও পুরনো প্রজন্মের মেলবন্ধন ঘটিয়ে ঠিকা শ্রমিক ঐক্যের নজির স্থাপন করল । আজকের সভার শ্রমিক ইউনিয়ন নেতৃত্বের মূল বক্তব্য ছিল এনটিপিসির স্বার্থ রক্ষার সাথে সাথে শ্রমিকদের স্বার্থ যেন সুরক্ষিত হয় ।সেদিকে যেন এনটিপিসি কর্তৃপক্ষ বিশেষভাবে লক্ষ্য রাখেন ।
Dec 29 2023, 16:31