ক্যামিকেল মুক্ত জৈব সার ব্যবহারে অ্যাওয়ারনেস ক্যাম্প
এসবি নিউজ ব্যুরো: মাটি বাঁচাও ও ক্যামিকেল মুক্ত জৈব সার ব্যবহার নিয়ে অ্যাওয়ারনেস কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল উত্তর দিনাজপুরের সোনাডাঙ্গী প্রাথমিক বিদ্যালয়ে। বুধবার বিকেলে সোনাডাঙ্গী প্রাথমিক বিদ্যালয়ে মাটি বাঁচাও ও ক্যামিকেল মুক্ত জৈব সার ব্যবহারের বিভিন্ন বিষয়ে এলাকাবাসীদের নিয়ে একটি সচেতনতা এ্যাওয়ারনেস কর্মসূচি পালন করা হয়।
এদিনের কর্মসূচিতে সোনাডাঙ্গী এলাকার কৃষক বন্ধু ছাড়াও সাধারণ মানুষ ও মহিলাদেরও উপস্থিতি লক্ষ্য করা যায়।এই বিষয়ে Save eco organic Pvt Ltd এর রাজ্য চীপ ম্যানেজার রাজীব সেনগুপ্ত বলেন ,"কেন্দ্র ও রাজ্য উভয় সরকার চাইছে মাটি বাঁচাও, জীবন বাঁচাও।
পাশাপাশি তিনি আরও বলেন কৃষক বন্ধুরা Camical fartilizer ছেড়ে Organic farming করার মধ্য দিয়ে মাটির উর্বরতা শক্তি পুনরায় ফিরিয়ে আনার পাশাপাশি মানুষের শরীরে Camical fartilizer এর ফলে বিভিন্ন রকম রোগের হাত থেকেও রক্ষা পাওয়া সম্ভব।
Dec 29 2023, 10:38