*দুদিন রাজ্য কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মহ: সেলিম*
কলকাতা: দুদিন রাজ্য কমিটির বৈঠক হয়েছে শেষ হল আজ। বৈঠক শেষে সাংবাদিকদের মহ: সেলিম জানালেন,বর্ধিত বৈঠকের পর রাজ্য জুড়ে পর্যালোচনায় পজিটিভ দিক ধরা পড়েছে। ইনসাফ যাত্রায় বামপন্থী মানুষ এগিয়ে এসেছেন। যুব সমাজ বেকারির বিরূদ্ধে কলকাতায় জনপ্লাবন দেখেবেন। এই জন্য রবিবার বেঁছেনিয়েছে।জানুয়ারি ফেব্রুয়ারি তে নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। নভেম্বর-ডিসেম্বরের লালঝান্ডারের প্রচার জানুয়ারি পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। এছাড়াও তিনি বলেন,নতুন রেশন দুর্নীতি দেখলাম। চাল সংগ্রহেও দুর্নীতি। ধলতা নেওয়া হচ্ছে। সার নিয়ে কালোবাজারি হচ্ছে। প্রথম ভর্তুকি বন্ধ। কৃষকের যা যা ইনপুট লাগে সব বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার নিজেদের গুটিয়ে নিয়েছে। রেলের দুরবস্থা। বেসরকারিকরণ, ভেঙে পড়েছে পরিষেবা।
যে কোনো বাস স্টপে ঘন্টার ঘন্টা মানুষ দাঁড়িয়ে রয়েছে। গণপরিবহন ভেঙে ফেলা হয়েছে।এখন প্রাইভেট পরিবহনে ট্রাভেল করার জন্য জোর করা হচ্ছে। বিজেপি মেলডাউন প্রসেস শুরু হয়েছে। আর এস এসের শাখা সংগটনগুলো রাজনীতি করার চেষ্টা করছে। ঘৃণার কাজ করছে। একই ধারা তৃণমূলে। তৃণমূলকে নিয়েই বিজেপি তৈরি হয়েছিল। খেলা মেলা নিয়েও গোষ্ঠী দ্বন্দ্ব। ৭ তারিখে শুধু ব্রিগেড সমাবেশ , পুনর্জাগরণের জন্য আমরা সাধারণ মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি। কবে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং মিছিল করবেন, আমরা তা মানবো না। ব্রিগেড সমাবেশ হবেই। কে আটকাবে আমরা দেখে নেব।
লুটেরাদের লিস্ট ,ক্যালেন্ডারে অভিষেকের নাম নেই কেন?
অনেক টাকা দিয়েছে। পচা চাল অনেক টাকা রোজগার করেছে। ৭৫% কালীঘাট কে দিয়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে গিয়ে কী বলে এসেছেন বিজেপির নেতারা অভিষেকের নাম করছে না।
৭ তারিখের পরে আমরা আবার ইডি সিবিআই অফিসে অভিযান করবো।
আর এস এসের মধ্যথস্তায়বিজেপির সঙ্গে জোট হচ্ছে । বোঝা গিয়েছে। বাংলার কংগ্রেস ঠেকে শেখে। কংগ্রেস দলের বাংলার মানুষ জানে বিজেপি ও টিএমসির কোন ফারাক নেই। কোন মুখে কংগ্রেস টিএমসির সঙ্গে যাবে। কেউ কেউ হিসেব কষে। লাল খাতা সাদা দেখে। তৃণমূলের সঙ্গে কে জোট করতে চেয়েছে। সাবিনা ইয়াসমিন কংগ্রেসের জিতে তৃণমূলের গিয়েছে। বিজেপি ও টিএমসির সঙ্গে যাদের সংস্রোব থাকবে না তাঁদের সঙ্গে আমরা আছি। তৃণমূলকে শেষ করার জন্য কফিনে কুণালের পেরেক যথেষ্ট।
Dec 29 2023, 09:20