/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz মালদায় রেল লাইনের ধার থেকে মা ও শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে জোর চাঞ্চল্য এলাকায় West Bengal Bangla
মালদায় রেল লাইনের ধার থেকে মা ও শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে জোর চাঞ্চল্য এলাকায়

এসবি নিউজ ব্যুরো : মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন কৃষ্ণপল্লী এলাকার রেল লাইনের ধার থেকে মা ও শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার সকালে মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। তবে কি কারণে মৃত্যু তার তদন্ত চালাচ্ছে পুলিশ। মৃতদেহের নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি।

সাপের বিষ উদ্ধার ,গ্রেফতার ৪

এসবি নিউজ ব্যুরো: পশ্চিম বর্ধমান আসানসোল গোপনসূত্রে খবর পেয়ে সাপের বিষ সহ গ্রেফতার করা হল ৪ জনকে।আসানসোল রেঞ্জ আধিকারিকের কাছে খবর আসে চিনাকুড়ি রুট দিয়ে একটি গাড়ি যাচ্ছে।যার মধ্যে বহুমূল্যের সাপের বিষ রয়েছে।সেই মতো অভিযান চালিয়ে সাপের বিষ সহ ৪ জন কে গ্রেফতার করে আসানসোলের বন বিভাগের রেঞ্জ অফিসের আধিকারিকেরা।

অভিযুক্তরা আন্ত:রাজ্য সাপের বিষের জে রেকেট রয়েছে তার সাথে জড়িত রয়েছে বলে মনে করছে বনদপ্তরের অধিকারীকেরা।গাড়ি সহ সাপের বিষ ও গ্রেফতার হওয়া ৪ অভিযুক্তদের কুলটি থানার শাকতোড়িয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।অভিযুক্তদের আজ আদালতে তোলা হবে ।তবে অভিযুক্তরা গাড়িতে করে সাপের বিষ কি উদ্দেশ্যে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল সেই বিষয়ে আসানসোল রেঞ্জ অধিকারিক কিছু বলতে পারেন নি।

WestBengalBangla

দার্জিলিংয়ের টুং স্টেশনের কাছে দেখা মিলল চিতাবাঘের *এসবি নিউজ ব্যুরো:* পাহাড়ে ফের লোকালয়ে দেখা মিলল চিতাবাঘের। দার্জিলিং এর টুং স্টেশনের কাছে রাস্তায় দেখা যায় একটি চিতাবাঘটিকে। জানা গিয়েছে যে এক

দার্জিলিংয়ের টুং স্টেশনের কাছে দেখা মিলল চিতাবাঘের
দার্জিলিংয়ের টুং স্টেশনের কাছে দেখা মিলল চিতাবাঘের *এসবি নিউজ ব্যুরো:* পাহাড়ে ফের লোকালয়ে দেখা মিলল চিতাবাঘের। দার্জিলিং এর টুং স্টেশনের কাছে রাস্তায় দেখা যায় একটি চিতাবাঘটিকে। জানা গিয়েছে যে এক গাড়ি চালক রাস্তার পাশে চিতাবাঘটিকে দেখতে পান। এর পরেই তিনি গাড়ি দাঁড় করিয়ে দেন। এবং নিজের ফোনে চিতাবাঘটিকে ক্যামেরা বন্দী করেন। অপর এই চাউর হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
*কেমন থাকবে যানজট! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ ২৯শে ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। শুক্রবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ বেলা ১২ টা নাগাদ শখের বাজার থেকে একটি ধর্মীয় মিছিল আছে।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই শুক্রবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

*ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, বর্ষবরণের আগে মনখারাপ বঙ্গ বাসীর, জেনে নিন আজকের আবহাওয়া*


হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। ক্রমশ্য ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। ভরা পৌষে হঠাৎ উধাও শীত। ডিসেম্বরের শেষ দিকে এসে জমিয়ে শীত তো দূর দক্ষিণবঙ্গে শীতের আমেজটুকুও নেই।

দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা সকালের দিকে কুয়াশায় আচ্ছন্ন থাকছে। তবে বেলা বাড়তেই উঁকি দিচ্ছে রোদ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী বেশ কিছু দিন দক্ষিণবঙ্গে এই রকমই আবহাওয়া থাকবে। গত কয়েকদিন ধরেই শহর কলকাতার তাপমাত্রা বেড়েছে। স্বাভাবিকের থেকে দুই-তিন ডিগ্রি বেশি থাকছে তাপমাত্রা।

আপাতত বেশ কিছুদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।আবহাওয়া দপ্তর জানাচ্ছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে বাড়ছে তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে জুড়ে রয়েছে শীতের আমেজ। 

*দুদিন রাজ্য কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মহ: সেলিম*


কলকাতা: দুদিন রাজ্য কমিটির বৈঠক হয়েছে শেষ হল আজ। বৈঠক শেষে সাংবাদিকদের মহ: সেলিম জানালেন,বর্ধিত বৈঠকের পর রাজ্য জুড়ে পর্যালোচনায় পজিটিভ দিক ধরা পড়েছে। ইনসাফ যাত্রায় বামপন্থী মানুষ এগিয়ে এসেছেন। যুব সমাজ বেকারির বিরূদ্ধে কলকাতায় জনপ্লাবন দেখেবেন। এই জন্য রবিবার বেঁছেনিয়েছে।জানুয়ারি ফেব্রুয়ারি তে নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। নভেম্বর-ডিসেম্বরের লালঝান্ডারের প্রচার জানুয়ারি পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। এছাড়াও তিনি বলেন,নতুন রেশন দুর্নীতি দেখলাম। চাল সংগ্রহেও দুর্নীতি। ধলতা নেওয়া হচ্ছে। সার নিয়ে কালোবাজারি হচ্ছে। প্রথম ভর্তুকি বন্ধ। কৃষকের যা যা ইনপুট লাগে সব বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার নিজেদের গুটিয়ে নিয়েছে। রেলের দুরবস্থা। বেসরকারিকরণ, ভেঙে পড়েছে পরিষেবা।

যে কোনো বাস স্টপে ঘন্টার ঘন্টা মানুষ দাঁড়িয়ে রয়েছে। গণপরিবহন ভেঙে ফেলা হয়েছে।এখন প্রাইভেট পরিবহনে ট্রাভেল করার জন্য জোর করা হচ্ছে। বিজেপি মেলডাউন প্রসেস শুরু হয়েছে। আর এস এসের শাখা সংগটনগুলো রাজনীতি করার চেষ্টা করছে। ঘৃণার কাজ করছে। একই ধারা তৃণমূলে। তৃণমূলকে নিয়েই বিজেপি তৈরি হয়েছিল। খেলা মেলা নিয়েও গোষ্ঠী দ্বন্দ্ব। ৭ তারিখে শুধু ব্রিগেড সমাবেশ , পুনর্জাগরণের জন্য আমরা সাধারণ মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি। কবে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং মিছিল করবেন, আমরা তা মানবো না। ব্রিগেড সমাবেশ হবেই। কে আটকাবে আমরা দেখে নেব। 

লুটেরাদের লিস্ট ,ক্যালেন্ডারে অভিষেকের নাম নেই কেন? 

অনেক টাকা দিয়েছে। পচা চাল অনেক টাকা রোজগার করেছে। ৭৫% কালীঘাট কে দিয়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে গিয়ে কী বলে এসেছেন বিজেপির নেতারা অভিষেকের নাম করছে না। 

৭ তারিখের পরে আমরা আবার ইডি সিবিআই অফিসে অভিযান করবো। 

আর এস এসের মধ্যথস্তায়বিজেপির সঙ্গে জোট হচ্ছে । বোঝা গিয়েছে। বাংলার কংগ্রেস ঠেকে শেখে। কংগ্রেস দলের বাংলার মানুষ জানে বিজেপি ও টিএমসির কোন ফারাক নেই। কোন মুখে কংগ্রেস টিএমসির সঙ্গে যাবে। কেউ কেউ হিসেব কষে। লাল খাতা সাদা দেখে। তৃণমূলের সঙ্গে কে জোট করতে চেয়েছে। সাবিনা ইয়াসমিন কংগ্রেসের জিতে তৃণমূলের গিয়েছে। বিজেপি ও টিএমসির সঙ্গে যাদের সংস্রোব থাকবে না তাঁদের সঙ্গে আমরা আছি। তৃণমূলকে শেষ করার জন্য কফিনে কুণালের পেরেক যথেষ্ট।

সুন্দরবন মন্ত্রী নিজে হাতে ঝাঁটা নিয়ে গঙ্গাসাগরের প্লাস্টিক মুক্ত অভিযানে নামলেন

এসবি নিউজ ব্যুরো: স্বচ্ছ গঙ্গা সাগর মেলা প্লাস্টিক মুক্ত করতে পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে আজকের গঙ্গাসাগর মেলা মাঠে অনুষ্ঠিত হল প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর। এই উদ্যোগে হাত মেলান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা নিজে হাতে ঝাঁটা নিয়ে গঙ্গাসাগর মেলাভূমিতে পরিষ্কার করলেন। ২০২৪ এ গঙ্গাসাগর মেলাতে প্লাস্টিক মুক্ত করা অঙ্গীকারবদ্ধ হলেন।

ছবি : সঞ্জয় হাজরা (খবর কলকাতা )।

WestBengalBangla
*ফটো গ্যালারী* *চাকলাধামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়* *ছবি: সৌজন্যে তথ্য ও সংস্কৃতি দফতর, উত্তর ২৪ পরগনা*
চলে গেলেন ইস্টবেঙ্গলের ফুটবলার প্রবীর মজুমদার

বছর শেষেই দুঃসংবাদ। চলে গেলেন ইস্টবেঙ্গলের স্বর্ণযুগের অন্যতম সেনানি প্রবীর মজুমদার। বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সত্তরের দশকের লাল-হলুদ রক্ষণের অন্যতম প্রহরী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে একমাত্র পুত্র, পুত্রবধূ ও নাতনিকে রেখে গিয়েছেন তিনি। স্বর্ণযুগের অন্যতম ফুটবলারের অকাল প্রয়াণে শোকের ছায়া ইস্টবেঙ্গল শিবিরে।

সত্তর দশকে যে ক’জন ফুটবলার কলকাতা ময়দান কাঁপিয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন প্রবীর মজুমদার। ১৯৭২ ও ১৯৭৩ সালে লেফট ব্যাক হিসাবে লাল-হলুদের রক্ষণভাগ আগলে রাখা প্রবীর মজুমদারের খেলার স্মৃতি এখনও ময়দানের প্রবীণদের চোখে ভাসে। ১৯৭২ সালে একটি গোল না খেয়ে কলকাতা লিগ জেতার রেকর্ড করেছিল ইস্টবেঙ্গল। সেই বছরই আইএফএ শিল্ড, বরদোলুই কাপ, ডুরান্ড ও রোভার্সে চ্যাম্পিয়ন হয় লাল-হলুদ শিবির। প্রথম বারের জন্য ত্রিমুকুট জেতে তারা। ১৯৭৩ সালে কলকাতা লিগ, আইএফএ শিল্ড, রোভার্স ও ডিসিএম চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল।

*মাস্টার প্ল্যানের মাধ্যমে শিল্প শহর হলদিয়ায় দূষণ নিয়ন্ত্রণের ভাবনা শিল্প বাণিজ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটি*

হলদিয়া: রাজ্যের অন্যতম শিল্প তালুক হলদিয়া। সেই হলদিয়ায় দিনে দিনে দূষণের মাত্রা বেড়েই চলেছে। দূষণ নিয়ন্ত্রণে ব্যাপারে একাধিকবার পদক্ষেপ নেওয়া হলেও তা সঠিকভাবে গ্রহন করা হয়নি। এবার মাস্টার প্ল্যানের মাধ্যমে দূরা করা হবে বলে জানান শিল্প বাণিজ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান কানাইচন্দ্র মন্ডল। বৃহস্পতিবার হলদিয়ার বিভিন্ন কারখানা পরিদর্শনের পর হলদিয়া উন্নয়ন পর্ষদের অতিথি নিবাস হলদিয়া ভবনে প্রশাসনিক বৈঠিক করেন। সেই বৈঠকে দপ্তরের আধিকারিক, স্থানিয় হলদিয়া মহকুমা শাসক, হলদিয়া উন্নয়ন পর্ষদের আধিকারিক সহ স্ট্যান্ডিং কমিটির চার সদস্যের প্রতিনিধিদল।

এদিন সাংবাদিকরা শিল্প শহর হলদিয়ার দূষণ নিয়ন্ত্রণের ব্যাপারে কি পরিকল্পনা। স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান কানাইচন্দ্র মন্ডল জানান, হলদিয়ায় দূষণ নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যানের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। এছাড়াও ড্রেনেজ পরিষেবা বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে বৈঠকে।ড্রেনেজ, পথবাতি সহ বেশকিছু পরিকল্প নেওয়া হয়েছে।