ইছাপুরে ঘুষিতে মৃত দিলীপ দাসের স্ত্রীকে পুরসভায় চাকরি দাবি কংগ্রেসের রাজ্য সভাপতির
![]()
প্রবীর রায়: গাড়ি রাখা নিয়ে বচসার জেরে বৃহস্পতিবার সকালে ব্যারাকপুরের নোয়াপাড়া থানার ইছাপুর কণ্ঠাধারে ঘুষিতে মৃত্যু হয়েছে গাড়ি চালক দিলীপ দাসের। শুক্রবার বেলায় ইছাপুর নবাবগঞ্জ বাজার পাড়ায় তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভঙ্কর সরকার দাবি করেন, "মৃতের স্ত্রীকে পুরসভায় একটা স্থায়ী চাকরি দেওয়া হোক। তাছাড়া ওই পরিবারকে এককালীন আর্থিক সহযোগিতা করা হোক।" এসআইআর নিয়ে তিনি বলেন, সাংবিধানিক আইন মেনে এসআইআর হলে কেউ তা আটকে পারে না। সাংবিধানিক আইন স্বীকৃত এসআইআর হলে তাদের কোনও আপত্তি নেই। তাঁরা-ও চান ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হোক। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এসআইআর হলে তারা বিরোধিতা করবেন।
Oct 17 2025, 23:01