*আইএফএ শিল্ড কার্নিভাল*
খেলা
![]()
Khabar kolkata sports Desk: ১২৫ তম আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে বৃহস্পতিবার আইএফএর উদ্যোগে আইএফএ শিল্ড কার্নিভাল অনুষ্ঠিত হল কলকাতায়। একটি বাস ঐতিহ্যমন্ডিত আইএফএ শিল্ড পরিক্রমা করল মহানগরীর রাজপথে। সুসজ্জিত বাসে শিল্ডের সঙ্গে ছিলেন মোহনবাগান ও ইস্টবেঙ্গলের দলের প্রাক্তন ফুটবলাররা। বাসটি ধর্মতলা থেকে ছেড়ে দক্ষিণ কলকাতা বিভিন্ন পথ পরিক্রমা করে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের পাটুলি ফুড পার্কে যাত্রা শেষ করে। এই ফুড পার্কে ফুটবলারদের নিয়ে টক শো অনুষ্ঠিত হয়। আলভিটো ডি কুনহা, মেহতাব হোসেন, রহিম নবি, ডেনসন দেবদাস, দীপক মন্ডল, অসীম বিশ্বাস, সুভাষ চক্রবর্তী, দীপঙ্কর রায় ,অর্ণব মন্ডল, সৌমিক দে অংশ নেন। উপস্থিত ছিলেন আইএফএ এর সভাপতি দিলীপ নারায়ন সাহা।শিল্ড নিয়ে টক শোর পাশাপাশি কুইজ অনুষ্ঠিত হয়। সফল উত্তরদাতাদের ফাইনাল ম্যাচের টিকিট পুরস্কার হিসেবে দেওয়া হয়।আজ শুক্রবার আইএফএ শিল্ড একই ভাবে উত্তর কলকাতার বিভিন্ন পথ পরিক্রমা করবে।
ছবি: সঞ্জয় হাজরা ( খবর কলকাতা)।
Oct 17 2025, 22:59