বসিরহাটের টাকীতে মায়াপুরের ইস্কন আদলে তৈরি মণ্ডপ
![]()
বসিরহাট : বসিরহাটের টাকীর বুকে ফুটে উঠলো মায়াপুরের এক টুকরো ইস্কন। মায়াপুরের ইসকন মন্দির সারা পৃথিবীর মধ্যে খ্যাতি লাভ করেছে। দেশ-বিদেশের বহু পর্যটক ও পূর্ণ্যার্থী এই মন্দিরে প্রতিনিয়ত ভিড় জমান। সেখানকার ভোগ ও কীর্তন উপভোগ করেন আগত পূর্ণ্যার্থীরা। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে নতুন প্রজন্ম শ্রীলা প্রভুপাদের আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। তাই তারা মানব সেবার কাজে লিপ্ত হতে পারছে না। তাই তাদের অনেকেই ইসকনের মাহাত্ম্য সম্পর্কে জ্ঞানত অক্ষম। পাশাপাশি শহর টাকির অনেক বৃদ্ধ-বৃদ্ধারা দীর্ঘ পথ অতিক্রম করে মায়াপুর যেতে সক্ষম হয় না। তাই আক্ষেপ থেকে যায় অনেকের। তাই এই দুই সমস্যার সমাধানে উদ্যোগই হল টাকি টাউন কালচারাল অ্যাসোসিয়েশন। টাকি পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রদ্যুৎ দাশের সম্পাদনায় টাকি এরিয়ান ক্লাব ময়দানে দুর্গাপুজোর মন্ডপ সেজে উঠলো মায়াপুরের ইসকন মন্দিরের আদলে। মণ্ডপ প্রাঙ্গনে প্রবেশ করলে দেখা মিলবে একেবারে ইসকনের পরিবেশ। সেখানে এক দিকে যেমন সারাক্ষণ চলছে হরিনাম। আবার মণ্ডপের দেওয়ালে শ্রীকৃষ্ণের মহিমা ব্যক্ত করতে একাধিক ছবিরও দেখা মিলছে। যা দেখতে পর্যটকের ঢল নেমেছে টাকী শহরের প্রাণের পুজোয়। পুজো কমিটির সম্পাদক প্রদ্যুৎ দাশ বলেন, "বয়সের ভারে দীর্ঘ পথ অতিক্রম করে অনেকেই মায়াপুরের ইসকন মন্দিরে যেতে পারেন না। সেই আক্ষেপ পূরণ করতেই আমাদের এই চিন্তা ভাবনা। পুজোর দিনগুলিতে মায়াপুরের প্রভুদের নিয়ে সংকির্তনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মায়াপুর ইসকন মন্দিরের ভোগের অনুকরণে প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে।"
Sep 27 2025, 19:56