/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেবে টাকির দীঘা জগন্নাথ ধামের আদলে তৈরি মণ্ডপ West Bengal Bangla
দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেবে টাকির দীঘা জগন্নাথ ধামের আদলে তৈরি মণ্ডপ

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ তৈরি করে নজির টাকিতে। যেখানে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এক হয়ে মেতেছে অকালবোধনে।ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শহর টাকি। বসিরহাটের ইছামতি নদীর পাড়ে ছোট্ট শহর টাকি পৌরসভার ৫নং ওয়ার্ডের মধুসূদন মন্দির কমিটির উদ্যোগে প্রথম বর্ষের দুর্গাপূজায় এবার থিম দীঘার জগন্নাথ ধাম। পুজোর ব্যবস্থাপনায় রয়েছেন টাকি পৌরসভার উপ পৌরপ্রধান ফারুক গাজী। তারই নেতৃত্বে ও নিরলস প্রচেষ্টায় টাকিতে দীঘার জগন্নাথ ধামের আদলে তৈরি হওয়া মণ্ডপ। টাকি পৌরসভার উপ পৌরপ্রধান ফারুক গাজী বলেন, "আমি টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান। আমার কাছে সমস্ত সম্প্রদায়ের মানুষই এক। আমি নিজে মুসলিম সম্প্রদায়ের মানুষ হওয়া সত্ত্বেও টাকির সাম্প্রদায়িক সম্প্রীতিকে এগিয়ে নিয়ে যেতে আমি বদ্ধপরিকর।"

জেলার পুজোর উদ্ভোধনে সৌরভ গাঙ্গুলি

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম উদয়রাজপুর মধ্যপাড়া সার্বজনীনে ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা সিএবির বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী মন্ত্রী রথীন ঘোষ ও মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ। ৭৫ তম বর্ষে সৌরভের হাত দিয়েই পুজোর উদ্বোধন করালেন উদ্যোক্তারা। এ বছরের তাদের থিম "কোমল গন্ধা "।

"রঘু ডাকাত" ছবির সাফল্য কামনায় নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিলেন দেব

নিজস্ব প্রতিনিধি: পুজোর ঠিক আগেই আজ বড় পর্দায় মুক্তি পেয়েছে দেবের বাংলা ছবি "রঘু ডাকাত"। সেই ছবির সাফল্য কামনায় বৃহস্পতিবার বিকেলে নৈহাটিতে বড়মা মন্দিরে পুজো দিলেন সুপারস্টার অভিনেতা দেব। তিনি সাংবাদিকদের বলেন, "বড়মা খুব জাগ্রত। বড়মা সকলের কথা শোনেন। আজ রঘু ডাকাত ছবি মুক্তি পেয়েছে। তাই ছবির সাফল্য কামনায় মায়ের কাছে পুজো দিলাম"। তাঁর কথায়, যেভাবে চারিদিকে প্রাকৃতিক দুর্যোগ কিংবা যুদ্ধ-অশান্তি হচ্ছে। তা যেন বন্ধ হয়। সেটাও মায়ের কাছে প্রার্থনা করলাম।

ছবি: প্রবীর রায়।

নিউটাউনে DB ব্লকের দুর্গাপুজোর উদ্বোধন করলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি: আজ সন্ধ্যায় ফিতে কেটে উদ্বোধন করা হল নিউটাউনে DB ব্লকের দুর্গাপুজোর।এই পুজোর উদ্ভোধন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন রাজ্যপাল কচিকাঁচাদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি কচিকাঁচাদের হাতে চকলেট তুলে দেন। মহিলা ঢাকীদের উপহার তুলে দেন রাজ্যপাল।

দুর্গাপুজোর আগে ব্যারাকপুরে বিভিন্ন বাজারে হানা টাক্স ফোর্সের

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোর আগে বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং কালোবাজারি বন্ধ করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাস্ক ফোর্সকে পথে নামার এবং বিভিন্ন বাজার ঘুরে দেখে বাজার মূল্য নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছেন।সেইমতো বৃহস্পতিবার সকাল থেকে ব্যারাকপুরের বিভিন্ন বাজারে অভিযান চালানো হলো টাস্ক ফোর্সের পক্ষ থেকে। সবজি,ফল, মাংসের দোকান ঘুরে দেখেন টাস্ক ফোর্সের আধিকারিকেরা।এই দিন দোকানদারদের পাশাপাশি ক্রেতাদের সঙ্গেও কথা বলেন তারা।

*বসিরহাটের টাকির পুবের বাড়ির পুজো ঘিরে নস্টালজিয়া*

ডেস্ক : বাংলার বেশিরভাগ প্রাচীন পুজোগুলির মধ্যে অধিকাংশই জমিদার বাড়ির পুজো। সময়ের সঙ্গে সঙ্গে সেই সমস্ত পুজো হয় তাদের জৌলুস হারিয়েছে অথবা বন্ধ হয়ে গেছে। কিন্তু ঐতিহ্যকে এখনও ধরে রেখেছে উত্তর ২৪ পরগনার ইছামতির তীরের পুবের বাড়ির পুজো। টাকির প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে পুবের বাড়ির দুর্গাপুজো। এক সময়ের জমিদারবাড়ি আজ ভগ্নপ্রায়, তবুও তার খিলানবদ্ধ পুরনো দুর্গাদালান, খসে পড়া পলেস্তারা ও দেওয়ালের গায়ে এখনও জমিদারি মেজাজের ছাপ স্পষ্ট। অযত্নের ছোঁয়া থাকলেও ঐতিহ্যের গৌরব আজও ধরে রেখেছে এ বাড়ি। টাকির জমিদারবাড়িগুলির মধ্যে একমাত্র এই পুবের বাড়িতেই এখনও দুর্গাপুজো অনুষ্ঠিত হয়।

পুরোনো কাঠামো বজায় রেখেই বাড়িটি নতুনভাবে ঝাঁ-চকচকে রূপে সেজেছে। এই বাড়ির পুজো তাই স্থানীয় মানুষের পাশাপাশি পর্যটকদের কাছেও বিশেষ আকর্ষণীয়। অষ্টমীর দিনে এখানে ভোগ খেতে ভিড় জমে। বিসর্জনের দিন আজও প্রথা মেনে প্রতিমা ২৪ জন বেয়ারার কাঁধে চেপে নিয়ে যাওয়া হয় টাকির রাজবাড়ি ঘাটে। তারপর শহরের অন্যান্য মণ্ডপ থেকে প্রতিমা বেরোয়। এক সময় এই বাড়ির নবমী পুজোর দিনে বন্দুকের টোটা ফাটিয়ে মহিষ বলির প্রথা ছিল। আজ আর সেই দিন নেই, নেই জমিদাররাও। তবুও টাকি আছে, আর টাকির জমিদারবাড়ির পুজোর গৌরব আজও অটুট। এখনও প্রথা মেনে দুর্গাদালানেই কাঠামো পুজো হয়।

*বারাসাতে ২০২২ সালের প্রাথমিকে টেট উত্তীর্ণদের বিক্ষোভ*

নিজস্ব প্রতিনিধি: ২০২৩ এর প্রাথমিক টেটের ফল প্রকাশ হওয়ার দিনই ২০২২ সালের টেট উত্তীর্ণরা বিক্ষোভ দেখালেন উত্তর ২৪ পরগনার বারাসাতে। দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় এবং পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের গাড়ি আটকে যশোর রোড অবরোধ করে প্রতিবাদ দেখায় তারা।টেট উত্তীর্ণদের এই বিক্ষোভ-কর্মসূচিতে উত্তাল হয় সামগ্রিক পরিস্থিতি।২০২২ টেট উত্তীর্ণদের অভিযোগ রাজ্যের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তাঁদের কয়েক সপ্তাহ আগেই বলেছিলেন, খুব তাড়াতাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে। কিন্তু সেই ঘোষণার ১৫ দিন কেটে গেলেও কিছুই হয়নি। তাই বুধবার বারাসাত স্টেশন থেকে টেট উত্তীর্ণদের একাংশ মিছিল করে আসেন এবং যশোর রোডে বিক্ষোভ দেখান। রাস্তায় বসে অবস্থানও করেন তাঁরা। এই কারণে প্রায় ১ ঘণ্টার ওপর অবরুদ্ধ ওই এলাকা।প্রায় ২০-২৫ মিনিট যশোর রোডেই আটকে থাকেন তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং বিধায়ক। প্রতিবাদী টেট উত্তীর্ণদের বক্তব্য একটাই ,দ্রুত নিয়োগ দেওয়া হোক তাদের এবং শিক্ষামন্ত্রী তাঁর প্রতিশ্রুতি পূরণ করুন। এই নিয়োগ বিজ্ঞপ্তির দাবিতেই আজ পথে নামেন তাঁরা।প্রসঙ্গত, বুধবারই ২০২৩ সালের প্রাথমিক টিচার এলিজিবিলিটি টেস্ট এর ফলাফল প্রকাশ করতে চলেছে।পর্ষদ সূত্রে জানা গেছে, বিকেল ৪টার পর পরীক্ষার্থীদের জন্য ফলাফল সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশিত হবে।

*রাশিফল*

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Wednesday, September 24, 2025)

আজ আপনি আপনার স্বাস্হ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন। আজ আপনি সহজেই মূলধন- অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন- বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালীর মুলতুবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন। প্রত্যেকদিন প্রেমে পড়ার প্রবণতা পাল্টান। আজ অফিসে কাজ করার মতো মনে হবে না। আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হবেন, যা আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে দেবে না। জীবনের জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড়ো সদস্যের সাথে সময় কাটাতে পারেন। দিনটি আপনার বিবাহিত জীবনের কঠিন সময়ে আপনাকে সাময়িক রেহাই দেবে।

প্রতিকার :- দরিদ্র ও অভাবী ছোট মেয়েদের চকোলেট বিতরণ করলে প্রেমিক প্রেমিকার মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।

বৃষভ রাশিফল (Wednesday, September 24, 2025)

মেজাজের গোলমাল একটি বিতর্ক এবং বোঝাপড়ার দিকে এগোতে পারে। দীর্ঘসময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে। আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধা ফলে আপনার দিনটা একটু খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে আজ জিনিষগুলি আপনার পক্ষে থাকবে। ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাটাহাটি করতে পচ্ছন্দ করবেন।আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন। আপনার স্ত্রীর অশিষ্টতা সারাদিন আপনাকে বিচলিত রাখতে পারে।

প্রতিকার :- প্রেমের জীবনে ভালো অনুভূতি নিয়ে আসার জন্য কালো কুকুরের সেবা করুন বা পালন করুন।

মিথুন রাশিফল (Wednesday, September 24, 2025)

চোখে ছানির রোগীদের দূষিত বাতাবরণে যাওয়া এড়িয়ে চলা উচিত, কারণ ধোঁয়া আপনার চোখকে আরো ক্ষতিগ্রস্ত করতে পারে। যদি সম্ভব হয় তাহলে সূর্যালোকের অতিরিক্ত সংস্পর্শ এড়িয়ে চলুন। আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব। আজ ঘরে আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া। কোন আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভবপর। আপনি আজ কর্মক্ষেত্রে স্বতন্ত্র বোধ করবেন। সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত, এবং আপনি আজ তা জানতে পারবেন।

প্রতিকার :- মাছেদের আটার বল বানিয়ে খাওয়ান।

কর্কট রাশিফল (Wednesday, September 24, 2025)

মেঝের উপর দিয়ে হাঁটার সময় গর্ভবতী মায়েদের বিশেষ যত্ন অবলম্বন করা উচিত। আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে- কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন। পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া এড়াতে আপনার মেজাজ নিয়ন্ত্রণ করুন। একইসঙ্গে বুঝতে হবে যে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর এবং এটি কিছু মারাত্মক ভুলের জন্য বাধ্য করতে পারে। আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন। তারা আপনার সাথে রাগান্বিত হওয়ার আগে, আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আপ করুন। কোন নতুন যৌথ উদ্যোগে নিজেকে দায়বদ্ধ করা থেকে এড়িয়ে চলুন-এবং যদি প্রয়োজন পড়ে তাহলে ঘনিষ্ঠ মানুষের উপদেশ নিন। আজকে আপনি হটাৎই কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন এবং পরিবারের সাথে সময় কাটাতে পারেন। এই দিনটিকে আপনার জীবনের বসন্তকাল বলে মনে হবে। শুধুমাত্র আপনি এবং আপনার অর্ধাঙ্গীনী।

প্রতিকার :- কালো ও সাদা তিল এর বীজ এটার সাথে মিশিয়ে তা মাছেদের খাওয়ালে আপনার স্বাস্থ্যের ওপর তার ভালো প্রভাব পড়বে।

সিংহ রাশিফল (Wednesday, September 24, 2025)

স্ত্রী আপনাকে অনুপ্রাণিত করতে পারেন। আপনি আজ একটি ইতিবাচক আভা নির্গত করবেন এবং ভাল মনের সাথে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন, তবে আপনার মূল্যবান কোনও জিনিস ছিনিয়ে নেওয়ার কারণে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। আপনি যাঁর সাথে বাস করেন তিনি আপনার আকস্মিক এবং অনিশ্চিত আচরণে মনোক্ষুণ্ণ এবং হতাশাগ্রস্ত হতে পারেন। আপনার প্রেমিক/প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে। যদি আপনি আপনার কাজে মনোযোগ দেন তাহলে আপনি আপনার ফলাফল দ্বিগুণ করতে পারেন। সফর এবং ভ্রমণ আনন্দ আনবে এবং অত্যন্ত শিক্ষামূলক হবে। আজ আপনার জীবন সঙ্গীনীর বাজে কথায় আপনি বিরক্ত হতে পারেন, কিন্তু তিনি আপনার জন্য সত্যিই দারুন কিছু করবেন।

প্রতিকার :- বৃদ্ধ ব্রাম্মনের সাথে নিজের খাবার ভাগ করে নিলে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা দেবে।

কন্যা রাশিফল (Wednesday, September 24, 2025)

আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কখন এবং কোথায় বুদ্ধিমানের জন্য ব্যয় করতে হবে তা জানতে হবে, অন্যথায় আপনাকে আসন্ন সময়ে অনুতাপ করতে হবে। আত্মীয়/বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে। ভালোবাসার লোককে হতাশ করবেন না– পরে আপশোষ করতে হবে। পেশাদার বিষয় অনায়াসে সমাধান করার জন্য আপনার দক্ষতা ব্যবহার করুন। সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন। দিনটি আপনার বিবাহিত জীবনের কঠিন সময়ে আপনাকে সাময়িক রেহাই দেবে।

প্রতিকার :- গরুকে ছোলার ডাল খাওয়ান, এর ফলে আপনার আর্থিক অবস্থার বৃদ্ধি হবে।

তুলা রাশিফল (Wednesday, September 24, 2025)

আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন, যেহেতু ক্ষীণ শরীর আপনার মনকেও দুর্বল করে দেয়। আপনার অবশ্যই নিজের প্রকৃত সম্ভাবনাকে উপলব্ধি করা দরকার, যেহেতু আপনি শক্তি নয় ইচ্ছা হারাচ্ছেন। আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনার নজর রাখা দরকার, অন্যথায় আপনি আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন। কোন ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে। বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে। আপনার সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম আজ সত্যিই ভাল ফল দিতে পারে। ব্যাস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন।ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন। আজ আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথায় হতাশ হতে পারেন, যদিও এটি একটি সামান্য ঘটনা হবে।

প্রতিকার :- মঙ্গল বার কলা গাছের সামনে প্রদীপ জ্বালালে ও তার আরাধনা করলে আপনার খুবই সন্তোষজনক প্রেমের জীবন হবে।

বৃশ্চিক রাশিফল (Wednesday, September 24, 2025)

আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে- কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে। আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। বয়স্ক আত্মীয়দের অযৌক্তিক চাহিদা করা সম্ভবপর। কারোর জন্য বিয়ের ঘন্টা বাজতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন। আজকে করা যৌথ উদ্যোগ অবশেষে লাভদায়ক হবে, কিন্তু অংশীদারদের কাছ থেকে আপনি কিছু উল্লেখযোগ্য বিরোধিতার সামনা করবেন। রাত্রে অফিস থেকে ঘরে আসার সময় আজকে আপনার সাবধানে গাড়ি চালানো দরকার,নাহলে দুর্ঘটনা ঘটতে পারে আর বেশ কিছু দিনের জন্য আপনি অসুস্থ হতে পারেন। আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাবে।

প্রতিকার :- ওম গম গণপত্তায় নমঃ এই মন্ত্রটি রোজ ১১ বার পাঠ করলে আর্থিক উন্নতি হবার বিপুল সম্ভাবনা রয়েছে।

ধনু রাশিফল (Wednesday, September 24, 2025)

স্বাস্হ্য সুন্দর থাকবে। আপনি আজ অজানা উত্স থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে। আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়কালটি ভালো। সতর্ক থাকুন যেহেতু আজকের দিনে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর। আপনার সিনিয়র আপনার কাজের মানের জন্য আজকে মুগ্ধ হতে পারেন। আজকে ফাঁকা সময়টা কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে আপনার স্ত্রীর অশিষ্টতা সারাদিন আপনাকে বিচলিত রাখতে পারে।

প্রতিকার :- ভগবান বিষ্ণুর আরাধনা করলে তা আপনাদের প্রেমের সম্পর্ক কে মধুর করে তুলবে।

মকর রাশিফল (Wednesday, September 24, 2025)

আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মত প্রস্ফুটিত হবে। অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনি আপনার শখ পূরণে এবং পরিবারের সদস্যদের সাহায্যের জন্য কিছু সময় ব্যয় করতে পারেন। আপনার কাজ হবে আরাম করা- কারণ আপনি আপনার প্রিয়জনের মাধ্যমে সুখ- সাচ্ছন্দ্য এবং পরমানন্দ খুঁজে পাবেন। অধস্ত্বন বা সহকর্মীরা অত্যন্ত সহায়ক হবে। আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজ করতে পারেন। তাতে আপনি মনে শান্তি পাবেন। আজ আপনি বিয়ে করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন।

প্রতিকার :- দুধ, চাল এবং চিনি দিয়ে পায়েস বানান। চাঁদ ওঠার পর চাঁদের আলোয় বসে এটি খান এবং সংসারে সুখ সঞ্চয় করুন।

কুম্ভ রাশিফল (Wednesday, September 24, 2025)

কফি ছাড়ুন বিশেষ করে হার্টের রোগীরা। আপনার বন্ধুবান্ধবের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে। পরিবারের সদস্যরা অথবা স্ত্রী কিছু উত্তেজনার সৃষ্টি করবে। ভ্রমণ প্রেমঘটিত যোগাযোগ বাড়াবে। আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যে কোনো পরিস্থিতিই হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময় কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে। আজ, আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন।

প্রতিকার :- সপ্তমুখী রুদ্রাক্ষ পরিধান করলে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখা দেবে।

মীন রাশিফল (Wednesday, September 24, 2025)

অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না। বরং স্থির এবং দুশ্চিন্তামুক্ত থাকুন যাতে মানসিক দৃঢ়তা বাড়ে। সাময়িক ঋণের জন্য যাঁরা আপনার কাছে আসে তাঁদেরকে শুধু উপেক্ষা করুন। আগে থেকে করা ভ্রমণের পরিকল্পনা পরিবারের স্বাস্হ্য সংক্রান্ত সমস্যার জন্য স্থগিত হয়ে যেতে পারে। ভালোবাসার মানুষটি রোম্যান্টিক মেজাজে থাকবে। আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন। কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে। দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ। আপনি আপনার সঙ্গীকে কতটা ভালবাসেন সেটা তাকে জানান।

প্রতিকার :- দরিদ্র ও অভাবী বাচ্ছাদের ব্যাটারী চালিত খেলনা গাড়ি ও পুতুল দান করলে আপনার আর্থিক উন্নতি হবে।

(Courtesy-AstroSage)

*লব-কুশর মৃত্যু রহস্য*

ডেস্ক : রামায়নের অনেক অজানা বা অল্প জানা কাহিনীর মধ্যে এটা একটা যে লব ও কুশের মৃত্যু কিভাবে হয়েছিল! যা কিছু তথ্য পাওয়া যায় –

রামায়ণ-এর উত্তরকাণ্ড অনুসারে, লব ও কুশ তাদের পিতা রামের সাথে মিলিত হওয়ার পর তাদের বাবা-মায়ের সাথে স্বর্গে ফিরে যান, যেখানে তাদের মৃত্যু ঘটে না, বরং পরলোকে তাদের পুনরায় জন্ম হয় এবং তারা স্বর্গে স্থান পায়। তবে, কিছু আঞ্চলিক লোককথা অনুসারে, লব-কুশকে রাক্ষস কর্তৃক আক্রমণ করা হয় অথবা অন্য কোনও শত্রুর হাতে তাদের মৃত্যু হয়, কিন্তু এই গল্পগুলি মূল বাল্মীকি রামায়ণের অংশ নয়।

# রামায়ণ অনুসারে লব-কুশের পরলোকগমন রামায়ণের উত্তরকাণ্ডে উল্লেখিত কাহিনিতে, লব ও কুশ তাদের মাতা সীতার সাথে মহর্ষি বাল্মীকির আশ্রমে বাস করেন। অশ্বমেধ যজ্ঞে রামের সাথে লব ও কুশের দেখা হয় এবং তারা রামের পরিচিত হন। রাম সীতাকে অগ্নিপরীক্ষার মাধ্যমে পুনরায় প্রমাণ করতে বলেন, কিন্তু সীতা তা প্রত্যাখ্যান করেন এবং মর্ত্যলোকে ফিরে যান। সীতার পরলোকগমনের পর লব ও কুশ তাদের পিতার সঙ্গে যুক্ত হন এবং পরে তারা উভয়েই স্বর্গে ফিরে যান।

# অন্যান্য প্রচলিত কিছু লোককথায় লব কুশকে কোনো রাক্ষসের হাতে হত্যা করার কথা বলা হয়েছে। এছাড়াও, কিছু বর্ণনায় তারা অন্য কোনো শত্রুর হাতে নিহত হন বা তাদের অপহরণ করা হয়, তবে এ সবই মূল বাল্মীকি রামায়ণের অংশ নয়, বরং পরে বিভিন্ন সংস্করণে যোগ করা হয়েছে।

সৌজন্যে:www.machinnamasta.in

*‘উর্মিলার নিদ্রা’ – মূল কাহিনী ও তার তাৎপর্য*

ডেস্ক : রামায়নে উর্মিলা ছিলেন লক্ষনের স্ত্রী। কবি বাল্মীকি উর্মিলাকে খুব বেশি কাহিনীতে নিয়ে আসেন নি। জনশ্রুতি অনুযায়ী, লক্ষ্মণ যখন রাম ও সীতার বনবাসের সঙ্গ দেন, তখন উর্মিলা তার স্বামীকে তার ভাই ও বোনদের সেবার জন্য বাড়িতে থাকার অনুরোধ করেন। এতে উর্মিলা ১৪ বছর একটানা ঘুমিয়ে লক্ষ্মণের জেগে থাকার সময়টুকু গ্রহণ করেন, যা উর্মিলা নিদ্রা নামে পরিচিত এবং এটি লক্ষ্মণের সেবার প্রতি তার এক অতুলনীয় আত্মত্যাগ।

# লক্ষ্মণের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া:

উর্মিলা ও লক্ষ্মণ একটি চুক্তি করেন যে, লক্ষ্মণ ১৪ বছর জেগে থেকে রাম ও সীতার সেবা করবেন এবং সেই জেগে থাকার সময়টুকু উর্মিলা তার নিজের ঘুম থেকে গ্রহণ করবেন।

# কর্তব্যের প্রতি নিষ্ঠা:

লক্ষ্মণের অনুপস্থিতিতে উর্মিলা তার স্বামীর প্রতি ভালোবাসার জন্য এবং রাম, সীতা ও লক্ষ্মণের প্রতি তার কর্তব্যের খাতিরে এই আত্মত্যাগ করেন।

# নিদ্রা দেবীর ভূমিকা: কিংবদন্তি অনুসারে, নিদ্রা দেবী লক্ষ্মণের কাছে আসেন এবং তার স্ত্রীর কাছে যেতে বলেন, কারণ লক্ষ্মণ তার ভাইকে সেবা করার জন্য সারাক্ষণ জেগে থাকতে পারতেন না। তাই, উর্মিলা লক্ষ্মণের জেগে থাকা সময়টি গ্রহণ করেন এবং ১৪ বছর ধরে ঘুমান।

এই ঘটনার গুরুত্ব:

উর্মিলা নিদ্রা: উর্মিলার এই দীর্ঘ নিদ্রাকে উর্মিলা নিদ্রা বলা হয় এবং এটি তার অতুলনীয় আত্মত্যাগের প্রতীক।

অপ্রচলিত প্রেমের গল্প: এই ঘটনাটি উর্মিলা ও লক্ষ্মণের ভালোবাসার একটি অপ্রচলিত কিন্তু শক্তিশালী গল্প হিসেবে পরিচিতি লাভ করে।

লোকগাথায় স্থান: যদিও এটি মূল রামায়ণ শাস্ত্রে উল্লেখ নেই, তবু এই গল্পটি সাধারণ মানুষকে এতটাই প্রভাবিত করেছে যে এই দম্পতিকে নিয়ে অনেক মন্দির তৈরি হয়েছে এবং এটি লোককথা ও ঐতিহ্যবাহী রামকথার একটি গুরুত্বপূর্ণ অংশ।

সৌজন্যে: www.machinnamasta.in