/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz বিশ্বের এই মন্দিরে ‘বিড়াল’ দেবতা রূপে পূজিত হয় West Bengal Bangla
WestBengalBangla

Sep 21 2024, 09:27

বিশ্বের এই মন্দিরে ‘বিড়াল’ দেবতা রূপে পূজিত হয়
*বিশ্ব সংবাদ*



‘দেবতা’ শব্দটার বৈচিত্র অসাধারণ। বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু পশু ও পাখি দেবতা রূপে পূজিত হয়। কিন্তু এমন এক মন্দির আসছে জাপানে যেখানে শুধুই বিড়ালকে পুজো করা হয়। শুধু তাই নয়, এখানে বিড়ালই পুরোহিত। বিড়ালদের সম্মান জানাতে তৈরি এই মন্দির রয়েছে উদীয়মান সূর্যের দেশে। জাপানের কিয়োটোতে মন্দিরটি রয়েছে। জাপানি ভাষায় এই মন্দিরের নাম ‘ন্যান ন্যান জি’। ইংরেজিতে একে ‘মিউ মিউ’ মন্দিরও বলা হয়। এই মন্দিরে গেলেই আপনি দেখতে পাবেন শুধুই বিড়াল আর বিড়াল। সর্বত্র ঘুরে বেড়াচ্ছে বিড়াল।

আরো আশ্চর্যের বিষয় হলো, এই মন্দিরে এক জন পুরোহিতও আছেন। সেই পুরোহিতও এক বিড়াল। প্রধান পুরোহিতের আবার রয়েছে একাধিক সহকারী। তারাও সবাই বিড়াল। আসল কথা এখানে ‘চন্ডী পাঠ থেকে জুতো সেলাই’ – সবই করে বিড়াল। মিউ মিউ’ মন্দিরের প্রধান বিড়াল সন্ন্যাসীর নাম ‘কোয়ুকি’। কিয়োটোর এই বিড়াল মন্দিরে প্রবেশ করলে দেখা মেলে কোয়ুকির। দু’পায়ে দাঁড়িয়ে এবং ল্যাজ নেড়ে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানাতেও দেখা যায় তাকে।

ছবি ও লেখা সৌজন্যে: www.machinnamasta.in

WestBengalBangla

Sep 20 2024, 20:05

খেলা ফটো ফিচার
খেলা ফটো ফিচার

WestBengalBangla

Sep 20 2024, 15:53

১৪৯ রানে অলআউট বাংলাদেশ, ভারতের চেয়ে পিছিয়ে ২২৭ রান
*খেলা*

# Sports News

*চেন্নাই টেষ্ট*


*ডেস্ক* : মধ্যাহ্ন বিরতির পর বাংলাদেশ দ্বিতীয় সেশন শুরু করেছিল ৩ উইকেটে ২৬ রান নিয়ে। ২ ঘণ্টা পর দুই দলের খেলোয়াড়রা যখন চা বিরতির জন্য মাঠ ছাড়লেন, বাংলাদেশ তখন ৮ উইকেটে ১১২।দিনের দ্বিতীয় সেশনে ২৭.৫ ওভারে ৮৬ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ২টি উইকেটের পতন ঘটে সেশনের প্রথম ৪ ওভারের মধ্যেই। নাজমুল আউট হন সিরাজের বলে, মুশফিক বুমরার বলে। দুজনই ক্যাচ দেন স্লিপে। ৪০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা দলকে এরপর কিছুটা টেনে তোলার চেষ্টা করেন সাকিব ও লিটন। দুজনের জুটিতে ওঠে ৫০ ও। কিন্তু জাদেজাকে সুইপ করতে গিয়ে লিটন নিজের ও দলের বিপদ ডেকে আনেন। পরের ওভারে একই বোলারকে রিভার্স সুইপ করতে গিয়ে ফেরেন সাকিবও। চা বিরতির দুই বল আগে বুমরার বলে দলের অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হন হাসান। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট বাংলাদেশ। ভারতের চেয়ে পিছিয়ে ২২৭ রান।

ছবি সৌজন্যে: এক্স।

WestBengalBangla

Sep 20 2024, 15:51

শনিবার ঘরের মাঠে মহামেডানের প্রতিপক্ষ এফসি গোয়া
*খেলা*

*আইএসএল*




Khabar kolkata: এবছর আইএসএল আত্মপ্রকাশ হয়েছে মহমেডানের । তবে আত্মপ্রকাশের প্রথম ম্যাচে তাঁদের হারতে হয়েছে নর্থইস্টের কাছে । এবার আইএসএলে’র দ্বিতীয় ম্যাচে নামছে ‘ব্ল্যাক প্যান্থার্স’ ৷১৩ নম্বর দল হিসেবে মহমেডান স্পোর্টিং দেশীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলছে ৷ শনিবার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ এফসি গোয়া। এবার আই লিগ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় দল হিসেবে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছে মহমেডান স্পোর্টিং।গত মরশুমে দলের বেশিরভাগ ফুটবলারকে ধরে রেখেছে সাদা-কালো ব্রিগেড ৷ পাশাপাশি, বেশ কয়েকজন প্রতিশ্রুতিমান ভারতীয় ফুটবলারকেও নিয়েছে তারা । দলে যোগ দিয়েছেন একাধিক বিদেশি ফুটবলারও।প্রধান কোচ আন্দ্রে চেরিনেশভের ছকে দেওয়া ব্লু-প্রিন্ট সামনে রেখে অভিষেক আইএসএলেই দাগ কাটতে বদ্ধপরিকর দেশের ঐতিহ্যবাহী এই ক্লাব।
ছবি সৌজন্যে:মহামেডান স্পোর্টিং ক্লাব।

WestBengalBangla

Sep 20 2024, 11:34

ভারত ৩৭৬ রানে অলআউট
খেলা

# Sports

*চেন্নাই টেষ্ট*

ভারত--বাংলাদেশ
ডেস্ক: চেন্নাই টেষ্টে ভারত ৩৭৬ রানে অলআউট হয়ে গেল। বাংলাদেশের  হাসান পেল ৫ উইকেট। ভারত অলআউট হওয়ার মধ্য দিয়ে হাসানের ৫ উইকেট প্রথম ইনিংসে।
৯২তম ওভারের দ্বিতীয় বলে বুমরাকে স্লিপে ক্যাচ নিয়ে ভারতকে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট করার পাশাপাশি নিজেও ব্যাক টু ব্যাক ইনিংসে ৫ উইকেট শিকার করলেন হাসান। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন হাসান। এরপর চেন্নাইয়ে ভারতের প্রথম ইনিংসে ৮৩ রানে নিলেন ৫ উইকেট।৮০ ওভারে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। আজ ১১.২ ওভার টিকেছে তাঁদের ইনিংস। এর মধ্যে ভারতের বাকি ৪ উইকেট তুলে নেওয়ার পথে তাসকিন নিয়েছেন ৩ উইকেট, হাসান ১ উইকেট।

*ছবি সৌজন্যে:এএফপি*

WestBengalBangla

Sep 20 2024, 11:32

বারাসাত পুরসভার এক কাউন্সিলার সিআইডির হাতে গ্রেফতার

*অঙ্কিত মুখার্জী:* আরজিকর কাণ্ডের মাঝেও ধামাচাপা পড়ল না বারাসাতের কাউন্সিলরের কুকীর্তির অভিযোগ । সূত্রের খবর অনুযায়ী,অতীতে ত্রিপুরার বাসিন্দা  এবং বর্তমানে উত্তর চব্বিশ পরগনার ব্যবসায়ীকে মোটা অঙ্কের মুক্তিপণের জন্য দু দফায় কিডন্যাপ করার অভিযোগে গ্রেফতার করা হল বারাসাতের এক কাউন্সিলরকে। সূত্রের খবর,ব্যবসায়ী অপহরণের অভিযোগে  ধৃত  কাউন্সিলর বারাসাতের তৃণমূল নেতা মিলন সর্দার। অবশ্য তৃণমূল তাকে অনেকদিন আগেই ত্যাগ করেছে। সিআইডি বৃহস্পতিবার বারাসাতের তার ওয়ার্ড থেকে মিলন সর্দারকে গ্রেফতার করে। তাঁর বাড়ির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।  অভিযোগ, খড়দা থানা এলাকার ব্যবসায়ীকে দু দফায় অপহরণ করে ৯ কোটি টাকা মুক্তিপণ হিসাবে  নেওয়া হয়। সূত্রের খবর,যারা এই অপহরণকারী  দলের সঙ্গে  যুক্ত থাকার বিষয়ে অভিযুক্ত  তার অন্যতম মাথা  বারাসাতের কাউন্সিলর মিলন সর্দার ।অভিযোগ, ব্যবসায়ীকে  কাউন্সিলারের ব্লু প্রিন্ট অনুযায়ী অপহরণ করে বারাসাতে আটকে রাখা হয়েছিল। প্রথম দফায় ৬ কোটি এবং পরের দফায় ৩ কোটি টাকা মুক্তিপণ হিসাবে নেওয়া হয়েছে বলেও সূত্রের খবর।

WestBengalBangla

Sep 20 2024, 09:28

কলকাতা ফুটবল লিগে আজ  মুখোমুখি ইস্টবেঙ্গল ও মহমেডান
*খেলা*

*#Sports News*


*Khabar kolkata:* কলকাতা ফুটবল লিগে আজ সুপার সিক্সে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মহমেডান। এ বারের লিগে এখনও পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে ১৩টি জিতেছে ইস্টবেঙ্গল। একটিতে ড্র করেছে তারা।কলকাতা লিগে অপরাজিত লাল-হলুদকে কোনও দলই আটকাতেই পারছে না। ১৪টি ম্যাচে ৪৪টি গোল করেছে তারা। খেয়েছে মাত্র ৫টি গোল।অন্যদিকে,  সুপার সিক্সের তালিকায় মহমেডান রয়েছে সবার শেষে। আজ তারা নৈহাটি স্টেডিয়ামে খেলতে নামবে ইষ্টবেঙ্গলের বিরুদ্ধে। খেলা শুরু বিকেল ৩টে থেকে। এখন দেখার অপেক্ষায় কি তারা পারবে ইস্টবেঙ্গলকে আটকাতে বা হারাতে? কলকাতা ফুটবল লিগ খেলা দেখা যাচ্ছে জি ২৪ ঘণ্টা চ্যানেলে।

WestBengalBangla

Sep 20 2024, 09:27

চ্যাম্পিয়নস লিগ: হার এড়াল আর্সেনাল, শেষ মুহূর্তে জিতল আতলেতিকো
*খেলা*

*#Sports News*


আতালান্তা ০: ০ আর্সেনাল

আতলেতিকো ২: ১ লিপজিগ

ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে আর্সেনাল এই বছরের সেরা দলগুলোর অন্যতম। দারুণ ছন্দে আছ দলটি। ইউরোপ লিগ জেতা আতালান্তাও যেকোনো দলের জন্য আতঙ্কের কারণ হতে পারে । চ্যাম্পিয়নস লিগে এই দুই দল মুখোমুখি হওয়ায় দারুণ লড়াই আশা করেছিল ফুটবলপ্রেমীরা।সে আশা অবশ্য একেবারেই পূরণ হয়নি। আতালান্তার মাঠে ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। খেলা গোলশূন্য শেষ হওয়ার চেয়ে দুই দলের রক্ষণাত্মক ফুটবলই বেশি হতাশ করেছে দর্শকদের।প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল আর্সেনাল। ৬ মিনিটের মধ্যে অন্তত দুবার আক্রমণে শানায় তারা। যদিও আক্রমণগুলো গোলের জন্য যথেষ্ট ছিল না। শুরুতে আর্সেনাল দাপুটে ফুটবল খেললেও আতালান্তাও একেবারে পিছিয়ে ছিল না।আক্রমণের জবাবগুলো তারা  পাল্টা–আক্রমণে দেয়। কিন্তু কাঙ্ক্ষিত যে গোল, সেটি পাচ্ছিল না তারাও। অবশ্য দুই দলের খেলাতে আগ্রাসী মনোভাবের অভাবও ছিল স্পষ্ট। আক্রমণের চেয়ে রক্ষণেই যেন বেশি মনোযোগ ছিল দুই দলের। ফলে যে রোমাঞ্চ আশা করা হচ্ছিল, সেটা দেখা যায়নি এদিনের খেলায়।

ছবি সৌজন্যে: রয়টার্স

WestBengalBangla

Sep 20 2024, 09:26

হাসপাতালে ধর্ষণ-হত্যাকাণ্ড : কলকাতায় চিকিৎসকদের কর্মবিরতি সাময়িক ভাবে শেষ হচ্ছে
ডেস্ক: কলকাতার আর জি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ চলছিল। জুনিয়র চিকিৎসকেরা প্রায় দেড় মাস আন্দোলনের পরে কাজে ফিরতে চলেছেন। আগামীকাল অর্থাৎ শনিবার থেকে তাঁরা কাজ শুরু করবেন। তবে এখনই পূর্ণমাত্রায় কাজ শুরু করবেন না। আপাতত শুধুমাত্র জরুরি পরিষেবা বিভাগে কাজ করবেন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে জুনিয়র চিকিৎসকেরা এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে জুনিয়র চিকিৎসকেরা সব বিভাগে কবে যোগ দেবেন তা না জানালেও আপাতত ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি এই সম্মেলনে নিশ্চিত করেছেন। পূর্ব কলকাতার সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে ৯ দিন ধরে যে বিক্ষোভ অবস্থান চলছিল তাও শেষ হচ্ছে। শুক্রবারই ভেঙে দেওয়া হবে ওই মঞ্চ। এর পরে শুক্রবার বেলা ৩ টা নাগাদ স্বাস্থ্য ভবনের সামনে থেকে তাঁরা মিছিল করে সল্টলেকে সিজিও কমপ্লেক্স নামে একটি ভবনে যাবেন। যেখানে সেন্ট্রাল ব্যুরো অব  ইনভেস্টিগেশনের (সিবিআই) দপ্তর রয়েছে।

WestBengalBangla

Sep 20 2024, 09:24

রাজ্যের একটি সরকারি মেডিকেল কলেজ থেকে ৪০ শিক্ষার্থীকে বহিষ্কার করল কর্তৃপক্ষ
ডেস্ক :কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটালের ৪০ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করল কলেজ কর্তৃপক্ষ। সূত্রের খবর অন্য শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগের কারণে তাঁদের বহিষ্কার করা হয়েছে।সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার বর্ধিত কলেজ কাউন্সিল সভায় শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল থেকেই তাঁদের বহিষ্কারের আদেশ কার্যকর হয়েছে।
বৈঠক ঠিক হয় , প্রাথমিকভাবে পাওয়া বিপুল তথ্য-প্রমাণ এবং ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের দেওয়া ও ডিজিটাল তথ্য-প্রমাণের ভিত্তিতে বর্ধিত কলেজ কাউন্সিল অভিযুক্ত শিক্ষার্থীদের হোস্টেল, হাসপাতাল ও কলেজ ক্যাম্পাস থেকে অন্তত ৬ মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।ওই নির্দেশে আরও বলা হয়, সাময়িকভাবে বহিষ্কার শিক্ষার্থীরা ৬ মাসের মধ্যে শুধু পরীক্ষায় অংশ নিতে এবং র‍্যাগিং বিরোধী কমিটি ও অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা বিশেষ কোনো তদন্ত কমিটির প্রয়োজনে কলেজে ঢুকতে পারবেন। কিন্তু কোনোভাবেই হোস্টেল ও হাসপাতালে প্রবেশ করতে পারবেন না।বর্ধিত কলেজ কাউন্সিলের বৈঠকে বর্তমান স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি বিলুপ্তির বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। পরবর্তী ঘোষণা না দেওয়া বা গণতান্ত্রিকভাবে নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এছাড়াও বহিষ্কৃত শিক্ষার্থীরা স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটির কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না।