দই ভাইরাল নেট দুনিয়ায়
এসবি নিউজ ব্যুরো: লোকসভার নির্বাচনে প্রচারে এসে হুগলি দইয়ের প্রশংসায় মঞ্চমুখ হয়েছিলেন তৃণমূল প্রার্থী। এবার সেই দই ভাইরাল নেট দুনিয়ায়।নবদ্বীপের দই ছাড়াও হুগলিতেও নানা স্বাদের বিভিন্ন ধরনের দই পাওয়া যায়।এই তীব্র গরম থেকে রেহাই পেতে তাই বাজারে দইয়ের চাহিদা তুঙ্গে।হুগলির বিভিন্ন মিষ্টান্ন প্রতিষ্ঠানগুলিতে টক,মিষ্টি দই লাল দই ছাড়াও আম ,গন্ধরাজ দই ও কেশর দইয়ের যোগান দিতে হিমশিম খাছে মিষ্টান্ন ব্যবসায়ীরা। নানা স্বাদের ট্র্যাডিশনাল ও ফিউশান মিষ্টির পসরা নিয়ে হাজির মিষ্টি ব্যবসায়ীরা।
হুগলির চন্দননগরের এক মিষ্টি ব্যবসায়ী জানালেন, গতকাল জামাইষষ্ঠীতে বিভিন্ন রকমের সন্দেশ ও মিষ্টি তৈরি করেছিলাম। অন্যান্য বারের থেকে এবারে দইয়ের চাহিদা অনেকটাই বেড়েছে। রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির দই খেয়ে যে ভাবে প্রশংসা করেছিলেন তার জন্য তাকে অনেক ধন্যবাদ। তার প্রশংসার পরেই দইয়ের চাহিদা যেমন বেড়েছে তেমনি আমাদের মনের জোরও বেড়েছে।দাম সাধের মধ্যেই রাখা হয়েছে।
আর এক মিষ্টান্ন ব্যবসায়ী বলেন,হুগলির মিষ্টি যে কোন জায়গার থেকে গুণগত মান ভালো। যত্নের সাথে দই করা হয় এখানে।টক দই ,লাল মিষ্টি দই এর পাশাপাশি বিভিন্ন ফলের নির্যাস থেকেও দই তৈরি করা হচ্ছে যেমন আম দই, গন্ধরাজ দই বাজারে চাহিদা আছে ।দই কে আগুনে ফুটিয়ে গাঢ় করা হয়। হুগলি জেলায় বেশিরভাগ মিষ্টান্ন প্রতিষ্ঠানে ভালো দই পাওয়া যায়।জামাইষষ্ঠীতে দই ছাড়াও বিভিন্ন ধরনের সন্দেশ বা মিষ্টি চাহিদা ছিল। বিভিন্ন ধরনের রসগোল্লা ও জল ভরার মত ঐতিহ্যবাহী মিষ্টি ছাড়াও আমের বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করা হয়েছিল। বর্তমানে আম সন্দেশ, আম কুলফি, কাঁঠাল ও গন্ধরাজ সন্দেশের ব্যাপক চাহিদা আছে।
Jun 13 2024, 17:45