জাতি বিন্যাসের সমীকরণ কে সামনে রেখে মোদীজীর ৭১ জন মন্ত্রী শপথ
#Narendra_Modi_Swearing_Ceremony_Know_Jati_Equation
এ এন আই: জাতি বিন্যাসের সমীকরণ কে সামনে রেখে মোদীজীর ৭১ জন মন্ত্রী শপথ নিলেন ।এর মধ্যে ২৭ জন ওবিসি এবং ১০ জন এসসি ভুক্ত। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। মোদির পাশাপাশি ৭১ জন সাংসদও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই ৭১ মন্ত্রীর মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী, ৫ জন স্বতন্ত্র দায়িত্বে এবং ৩৬ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর পাশাপাশি ১৮ জন সিনিয়র নেতাকেও মোদি মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীও মোদি সরকারে যোগ দিয়েছেন। এছাড়াও এনডিএ জোটের অনেক সিনিয়র নেতাকেও মন্ত্রী করা হয়েছে। জাতপাতের সমীকরণ মাথায় রেখেই মন্ত্রিসভা ভাগ করেছে বিজেপি। এখানে জেনে নিন কোন মন্ত্রীরা কোন শ্রেণীর, উচ্চ বর্ণ- অমিত শাহ, এস জয়শঙ্কর, মনসুখ মান্ডাভিয়া, রাজনাথ সিং, জিতিন প্রসাদ,জয়ন্ত চৌধুরী, ধর্মেন্দ্র প্রধান, রবনীত বিট্টু, নীতিন গড়কড়ি, পীযূষ গয়াল, মনোহর লাল খট্টর, জিতেন্দ্র সিং, গজেন্দ সিং শেখাওয়াত, সঞ্জয় শেঠ, রাম মোহন নাইডু, সুকান্ত মজুমদার, প্রহ্লাদ যোশি, জেপি নাড্ডা, গিরিরাজ সিং, গিরিরাজ সিং, লামা লাউ দুবে অন্তর্ভুক্ত ।ওবিসি- সিআর পাটিল, পঙ্কজ চৌধুরী, অনুপ্রিয়া প্যাটেল, বিএল ভার্মা, রক্ষা খাডসে, প্রতাপ রাও যাদব, শিবরাজ সিং চৌহান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাও ইন্দ্রজিৎ সিং, কৃষ্ণপালগুর্জার, ভূপেন্দ্র যাদব, ভগীরথ চৌধুরী, অন্নপূর্ণা দেবী, শোভা করন্দলাজে, এইচডি কুমারস্বামী, নিত্যানন্দ রাই,শান্তনু ঠাকুর। দলিত শ্রেণীভুক্ত এসপি বাঘেল, কমলেশ পাসওয়ান, অজয় তমতা, রামদাস আঠাওয়ালে, বীরেন্দ্র কুমার, অর্জুন রাম মেঘওয়াল, চিরাগ পাসওয়ান, জিতন রাম মাঞ্জি, রামনাথ ঠাকুর অন্তর্ভুক্ত।
*এবার দেখে নেওয়া যাক, কেন্দ্রীয় মন্ত্রিসভায় এনডিএ-র কোন দল থেকে ক’জন মন্ত্রী হলেন –
*
বিজেপি – ৬১
তেলেগু দেশম পার্টি: ২
জনতা দল (ইউনাইটেড): ২
লোক জনশক্তি পার্টি: ১
জনতা দল (ধর্মনিরপেক্ষ): ১
শিবসেনা: ১
রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (অটওয়ালে): ১
রাষ্ট্রীয় লোকদল: ১
আপনা দল: ১
হিন্দুস্তানি আওয়াম মোর্চা: ১
Jun 11 2024, 14:49