/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz দলের মধ্যে পুরাতন-নতুনের দ্বন্দ্ব নিয়ে কি বললেন দেবাংশু West Bengal Bangla
দলের মধ্যে পুরাতন-নতুনের দ্বন্দ্ব নিয়ে কি বললেন দেবাংশু

তৃণমূলের অন্দরে ক্রমশ জোরালো হচ্ছে পুরাতন-নতুনের যুদ্ধ। আর সেই আগুনে হাওয়া পড়েছে পয়লা জানুয়ারি, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে। সেখানে কুণাল ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সীর মন্তব্যে কার্যত দলের অন্দরের ফাটলটা সবার সামনে চলে এসেছে। যা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে বিরোধীরা।

সামনে লোকসভা নির্বাচন, তার আগে দলের অন্দরের এই কলহ দলের ভাবমূর্তি যে একেবারেই স্বচ্ছ রাখছে না, তা হারে হারে বুঝতে পারছে দলের নেতা-নেত্রীরাই। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে হবে দ্রুততার সাথে। সেই দায়িত্ব কাঁধে তুলে নিলেন যুবদলের নেতা দেবাংশু ভট্টাচার্য। খানিকটা ‘শান্তির দূত’ হলেন তিনি।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন দেবাংশু। যেখানে লেখা, “যতোই নাড়ো কলকাঠি, ভাঙতে পারবেনা এই জুটি”। ছবিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সাথে দেবাংশু লেখেন, “শত্রু যতই শক্তি ধরুক/ পেশি দেখাক 'দুঃসময়'; ক্লাইম্যাক্সে ভালোবাসাই/ জিতিয়ে দেবে ঠিক তোমায়..”

বারাসাতের, পূর্ব বারাসাত স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্বোধন

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার সদর শহর বারাসাতের, পূর্ব বারাসাত স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্বোধন হল আজ। উদ্বোধন করলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান অশনি মুখার্জী সহ স্থানীয় কাউন্সিলর গন।

এদিন উদ্ভোধনের এসে সাংবাদিকদের নারায়ণ গোস্বামী বলেন,বাম সরকার ইংরেজি তুলে দিয়ে কয়েক প্রজন্মকে শিক্ষার দৌড়ে পিছিয়ে দিয়ে গিয়েছিল। তৃণমূল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছিলেন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ইংরেজি শেখাটা খুবই প্রয়োজন।তাই তিনি বাংলা মিডিয়ামে পাশাপাশি একই পরিকাঠামোতে যাতে ইংরেজি স্কুল করা যায় তার পরিকল্পনা করতে বলে ছিলেন। সেইমতো গতকাল অশোকনগরে একটি ইংরেজি মাধ্যমের স্কুল উদ্ভোধন হয়েছে।আজ বারাসাতে হল। এটা খুবই আনন্দের খবর। ছাত্র ছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকেরাও এতে খুশি।

পার্টিতে প্রবীণ নবীন দ্বন্দ প্রসঙ্গে বলেন, কোন দ্বন্দ নেই।প্রবীণরা পরামর্শ দেবেন, আর নবীনরা তার কার্যকর করবেন।সর্বত্রই এটাই নিয়ম।যেমন আপনরা এখন যদি ২ জি নেটওয়ার্ক এ কাজ করেনা, তাহলে কাজ করতে পারবেন?না আপনাকে ৫ জি নেটওয়ার্ক ব্যবহার করতে হবে।বিষয়টা সেই রকম। বিশ্বের সাথে তাল মিলিয়ে আপডেট হতে হবে। আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাই আমারা সকলে মানি।

সিএএ নিয়ে এরাজ্যের কিছু করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যাদের আঁধার কার্ড সহ অন্যান্য কার্ড আছে, তাদের আর নতুন কোন পরিচিতির দরকার নেই।

দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী

কলকাতা : ভগবান শ্রী রাম চন্দ্রের নাম করে শুধু রাম মন্দির হচ্ছে না, রাজনীতি হচ্ছে দুদিন আগেই কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বিজেপিকে নিশানা করে এই অভিযোগ করেছিলেন। তার পাল্টা বক্তব্য দিতে গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী স্বাধি নিরঞ্জন জ্যোতি বলেছেন "রামকে নিয়ে রাজনীতি তখন ছিল, যখন মানুষ রামের অস্তিত্ব অস্বীকার করছিল, যখন রাম সেতুর অস্তিত্ব অস্বীকার করেছিল, যখন বলা হয়েছিল যে রাম মন্দির ওই স্থানেই হবে, কিন্তু তারিখ জানানো যাবে না। কিন্তু এখন রাম মন্দির তৈরি হচ্ছে দিন ক্ষণস্থির হয়ে গেছে। তারপরেও তাদের অসুবিধা হচ্ছে এই অসুবিধার সমাধানের কোন পথ আমাদের জানা নেই।'

বুধবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী।

লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির নির্মাণ সরকারের তরফে একটি মাস্টার স্ট্রোক বলে বিরোধীরা যে দাবি করে আসছে তা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন 'এটা এক দিনের আন্দোলন নয়, ৫০০ বছরের আন্দোলন। অটল বিহারী বাজপেয়ি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই মানুষগুলোই প্রশ্ন করতেন রাম মন্দির কবে নির্মাণ হবে। এখন রাম মন্দির নির্মাণ হচ্ছে তারিখও বলা হয়ে গেছে, এখন তাদের পেটে ব্যথা শুরু হয়ে গেছে।'

তৃণমূলের ভিতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন 'এখনো ২০২৪ বাকি আছে, আসতে দিন, এখনো অনেক কিছু বাকি আছে।'

সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে যে বৈঠক হয়েছে সেখানে প্রকল্পে বকেয়া টাকা প্রদানের বিষয়ে মন্ত্রী বলেন 'আমাদের মন্ত্রণালয় থেকে দুইজন আধিকারিককে নিয়োগ দেওয়া হয়েছে, মমতা ব্যানার্জি যত তাড়াতাড়ি তাদের তরফ থেকে আধিকারিকদের নিয়োগ করবে, এরপর তদন্ত শুরু হবে এবং সত্য ঘটনা সামনে আসবে। কেননা রাজ্য সরকারের অর্থ আটকানো আমাদের উদ্দেশ্য নয়। যেখানে যা প্রয়োজন কেন্দ্রীয় সরকার তাতে সব রকম সহযোগিতা করবে।'

সম্প্রতি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একটি ভিডিও মেসেজ করে গ্রামউন্নয়ন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষাৎ নাথ করার অভিযোগ তোলেন। সে ব্যাপারে স্বাধী নিরঞ্জন জানান 'তারা আমার সাথে দেখা করতেই চাইনি। আমি প্রায় আড়াই ঘন্টা অপেক্ষা করেছিলাম। তারা এমনও মিথ্যা কথা বলে যে আমি নাকি পিছনের গেট দিয়ে বেরিয়ে গেছি। আমি চার নম্বর গেট দিয়ে প্রবেশ করি চার নম্বর গেট দিয়ে বেরিয়ে যাই। সেদিনও আমি চার নম্বর গেট দিয়েই বাইরে বের হই। কিন্তু এদের মিথ্যা বলার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে সেখানে আমার কিছু বলার নেই।'

গড়িয়ায় বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার ৩ জনের ঝুলন্ত দেহ

নতুন বছরের শুরুতেই খাস কলকাতার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার তিনজনের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে গড়িয়ার ষ্টেশন চত্বরে। জানা গিয়েছে, ষ্টেশন চত্বরে একটি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তিন জনের ঝুলন্ত দেহ। তাঁরা হলেন বছর ৭৫-এর স্বপন মণ্ডল, বছর ৬৯-এর অপর্ণা মণ্ডল এবং তাদের বছর ৩৫-এর ছেলে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিগত বেশ কয়েকদিন ধরে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। শুধু তাই নয় প্রতিবেশীরা ফ্ল্যাটের বেল বাজালেও কেউ খুলছে না দরজা।

পাশাপাশি ফ্ল্যাটের বাইরে থেকে বেরাচ্ছে পচা গন্ধ। সেইকারণেই বাধ্য হয়েই স্থানীয়রা নরেন্দ্রপুর থানার পুলিশকে খবর দেন । তারপরেই পুলিশ এসে দরজা ভেঙে তিন জনের ঝুলন্ত দেহ উদ্ধার করে। তবে সেই তিন জনের দেহ ততক্ষণে পচে গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যা করেই পরিবারের তিনজন সদস্য প্রাণ হারিয়েছেন। জানা গিয়েছে, স্বপন মণ্ডল পেশায় একজন ইঞ্জিনিয়ার।

তবে বিগত কয়েক বছরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। পাশাপাশি তাঁর বাইপাস সার্জারি হয়েছে বলে জানা গিয়েছে। এরফলে বিগত কয়েকমাস ধরেই আর্থিক সংকটে ভুগছিলেন তিনি। তবে তাদের পাশে দাঁড়িয়েছেন অপর্ণাদেবীর ভাই। কিন্তু টানা ৩ দিন সে বেড়াতে যায়। আর তারপর থেকেই তিনজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কোন সুইসাইট নোট পাওয়া যায়নি।

CAA নিয়ে সরব শশী পাঁজা

লোকসভা ভোটের আগেই কি বাংলায় সিএএ লাগু হবে? এই বিষয়ে বাংলার মন্ত্রী তথা তৃণমূল নেত্রী শশী পাঁজা বড় মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, "দিল্লিতে শান্তনু ঠাকুর একটা কথা বলেন এবং বাংলায় থাকলে তাঁর বক্তব্য বদলে যায়। এটা সিএএ নিয়ে। আমাদের মুখ্যমন্ত্রী এবং এআইটিসি চেয়ারপার্সন স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে বাংলায় সিএএ কার্যকর করা হবে না। যাঁরা ইতিমধ্যে বাংলার নাগরিক, তাঁদের দু'বার নাগরিকত্ব দেওয়ার দরকার নেই। তারা বাংলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রাপক এবং সুবিধাভোগী। বিজেপি নির্বাচনের আগে সিএএকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।“

নতুন বছরের প্রথম দিনেই মেট্রো যাত্রীর সংখ্যা প্রায় ৫ লক্ষ

২০২৩ সালের তুলনায় নতুন বছরের প্রথমদিনের ভিড় বেড়েছে ২৮ শতাংশ। জানা গিয়েছে, বছরের প্রথমদিনে প্রায় ৫ লক্ষ যাত্রী ছিল মেট্রো রেলে । ২০২৩ সালে বছরের প্রথমদিনে যাত্রী সংখ্যা ছিল ৩ লাখ ৭৯ হাজার ৯৭৬ জন। রেলের তরফে জানান হয়েছে,বছরের প্রথম দিনে মেট্রো যাত্রীর সংখ্যা বেশি ছিল দমদম ষ্টেশন। তারপরেই রয়েছে রবীন্দ্র সদন এবং দক্ষিণেশ্বরের নাম। পয়লা জানুয়ারি দমদম ষ্টেশনে যাত্রী সংখ্যা ছিল ৫২,৫৮৪ জন , রবীন্দ্র সদনে ৩৭,৯০৩ এবং দক্ষিণেশ্বরে ৩৫,৭৩৪ জন।

উল্লেখ্য, বর্তমান সময়ে দাঁড়িয়ে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে মেট্রোর । তাই মহানগরের বাসিন্দাদের অন্যতম লাইফ টাইম হল মেট্রো। পরিসংখ্যানে দেখা যাচ্ছে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে অনেকটাই বেড়েছে মেট্রোয় যাত্রীর সংখ্যা । তাই আশা করা হচ্ছে ২০২৪ সালে আরও বাড়বে মেট্রোর জনপ্রিয়তা।

গঙ্গাসাগর থেকে ফিরে আসা পথে এই প্রথম তীর্থযাত্রীর মৃত্যু

এসবি নিউজ ব্যুরো: গঙ্গাসাগরে আসা এই প্রথম কোন তীর্থযাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই তীর্থযাত্রীর নাম গোমান সিং।তার বাড়ী রাজস্থানের হীরই গ্রামে। গতকাল গঙ্গাসাগর থেকে ফেরার পথে লট নাম্বার ৮টে অসুস্থ হয়ে পড়েন তিনি। এর পরেই কাকদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাকরা তাকে মৃত বলে ঘোষণা করে। প্রাথমিকভাবে অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই তীর্থ যাত্রীর।

৩৬ ঘন্টা পর নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হল সোনাই নদী থেকে

উত্তর ২৪ পরগনা; বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দহরখন্দা এলাকার ঘটনা। বছর ২৮ এর আলমগীর মোল্লা ২০২৩ সালে ৩১ শে ডিসেম্বর বিকেল সাড়ে চারটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে আর তার খোঁজ পাওয়া যায় না। পরিবারের লোক স্বরুপনগর থানায় নিখোঁজের ডাইরি করেন। তারপর থেকে খোঁজ শুরু করে স্বরূপনগর থানার পুলিশ ও বিএসএফ। ৩৬ ঘণ্টা পর ভারত ও বাংলাদেশ সীমান্তের সোনাই নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে।পাশ থেকে পাওয়া গিয়েছে একশো বোতল নিষিদ্ধ কাপ সিরাপ।

এই নিয়ে রীতিমতো চাঞ্চল শুরু হয় এলাকায়। আজ সকালে যুবকের খোঁজে স্বরূপনগর থানা বিএসএফ এবং এসডিআরএফ এর বিপর্যয় মোকাবিলা টিম সিমাইন সীমান্তে কচুরিপানার ভিতর থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। যেহেতু ভারত ও বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টের ঘটনা তাই বিএসএফ ও বিজিবি মধ্যে ফ্লাগ মিটিং করে দুই দেশের প্রশাসনিক আধিকারিকরা উপযুক্ত নথীপত্র নিয়ে স্বরূপনগর থানার পুলিশে কাছে তুলে দেওয়া হয়েছে তার দেহ।

ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে যুবকের মৃতদেহ পাঠানো হয়েছে। যুকৃত যুবকের পরিবারের দাবি সে সন্ধ্যেবেলা বাজার করতে গিয়েছিল। সেখান থেকে আর তার খোঁজ পাওয়া যায় না। কি করে সোনাই নদীতে তার মৃতদেহ পাওয়া গেল, এই নিয়ে রীতিমতো খুব উগরে দিয়েছে বিএসএফ ও পুলিশের বিরুদ্ধে।

*কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ৩রা  জানুয়ারি এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বুধবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বুধবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*কবে কমবে তাপমাত্রা , জেনে নিন আজকের আবহাওয়া*


এই মুহূর্তে বিহার এবং উত্তরপ্রদেশ এবং সিকিম হয়ে উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ করছে ।কিন্তু সেটা খুব একটা শীতল নয়, তাই স্বাভাবিকের থেকে তাপমাত্রা এক ডিগ্রি বেশি চলছে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে , আগামী পাঁচ থেকে সাত তারিখ একটি পশ্চিমী ঝঞ্ঝা ঝাড়খন্ড এবং দক্ষিণবঙ্গে প্রভাব ফেলবে। এর ফলে উত্তরবঙ্গে বুধবার থেকে আগামী পাঁচ দিন দার্জিলিঙে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে বুধবার থেকে আগামী দুদিন কোন বৃষ্টির সম্ভাবনা নেই।৫ ও ৬ জানুয়ারি পুরুলিয়া ,বাঁকুড়া, দুই বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। ৭ জানুয়ারির পর থেকে হাওয়া পূর্ব দিক থেকে আসবে, ঠান্ডা কমবে। বুধবার ও বৃহস্পতিবার তাপমাত্রা ১৫ ডিগ্রী আশে পাশে থাকবে কলকাতার । শুক্রবার থেকে তাপমাত্রা বাড়বে কলকাতার।

এরপর আগামী দশ জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে শুরু করবে। তার আগে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে ৮ জানুয়ারির পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।কলকাতাতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ১৫ ডিগ্রির আশে পাশে থাকবে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে। তারপর কলকাতা তাপমাত্রা ১৮ ডিগ্রিতে পৌঁছাবে এবং ১০ জানুয়ারি থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।