/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz পুঞ্চে সন্ত্রাসবাদীদের গুলিতে শহিদ জওয়ানের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ West Bengal Bangla
পুঞ্চে সন্ত্রাসবাদীদের গুলিতে শহিদ জওয়ানের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনা কনভয়ে সন্ত্রাসবাদীদের হামলায় চার সেনা শহিদ হয়েছেন। গুরুত্বর জখম হয়েছেন তিন জন। বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজৌরির পুঞ্চ অঞ্চলের ডেরা কি গলির মধ্য দিয়ে যাওয়া সেনাবাহিনীর দুটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। আচমকা হামলায় খানিকটা হতচকিত হয়ে পড়েন সেনা জওয়ানরা।

শেষ পর্যন্ত সেনাবাহিনী জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এই ঘটনা নিয়ে প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বলেছেন,’ বুধবার রাত থেকে পুঞ্চের সুরানকোটের ডেরা কি গলি-তে (যা স্থানীয়দের কাছে ডিকেজি হিসাবেই সমধিক পরিচিত) সেনা জওয়ানরা অভিযান শুরু করেছিল। আর তাতেই বৃহস্পতিবার দুপুরে সহত হন চার জন জওয়ান।‘চলতি বছরের এপ্রিল ও মে মাসে রাজৌরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় ১০ জন সেনা নিহত হয়। গত দু'বছরে ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ৩৫ জনেরও বেশি সৈন্য নিহত হয়েছেন।

পাপ্পু সিং কে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের একাংশের

উত্তর ২৪ পরগনা: গতকাল জগদ্দলের ভিকি যাদব খুনের মামলায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ সাংসদ অর্জুন সিং এর আত্মীয় সঞ্জিত সিং ওরফে পাপ্পু সিং গ্রেফতার করে। তাঁর ই প্রতিবাদে জগদ্দলের মজদুর ভবনের সামনে বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেসের একাংশ। দাবি পুলিশ এর আগে ভিকি যাদবের খুনের মূল অভিযুক্ত পঙ্কজ সিং বলেছিল।আর এই পঙ্কজ সিং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের ঘনিষ্ঠ। বিধায়কের সঙ্গে এই পঙ্কজ সিং কে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে।তারই ছবি নিয়ে দাবি করা হয় তাহলে সোমনাথ শ্যামকে কেন গ্রেফতার করা হবে না। আরো দাবি বিধায়ক ও কিছু পুলিশ আধিকারিকের যোগশাজে পাপ্পু সিং কে গ্রেফতার করা হয়েছে। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।না হলে তারা বৃহত্তর আন্দোলন নামবে।

*বেলা ১২ টা বাজলেই কী যানজটের আশঙ্কা! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ২২ শে ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। শুক্রবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে।  তবে বেলা ১২ টা নাগাদ শিয়ালদহ থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত একটি মিছিল আছে। এখান৭০০-৮০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বেলা ১ টা নাগাদ শিয়ালদহ থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত একটি মিছিল আছে। এখানে ১৫০-২০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও বর্তমানে বড়দিন উপলক্ষে ভিক্টোরিয়া, চিড়িয়াখানায় ভিড় জমিয়েছে আমজনতা। তাই পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই শুক্রবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

  ে

*ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যে কমবে শীতের আমেজ, জেনে নিন আজকের আবহাওয়া*


উৎসবের মেজাজে বারবার আবহাওয়ার ভোল বদল। নতুন করে বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। দুদিনে বেড়েছে তাপমাত্রা। আর এই সব হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নয়া ঘূর্ণাবর্তের জেরে।

মৌসম ভবন জানিয়েছে, গতিপথ পরিবর্তন করে বর্তমানে দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তবে এর জেরে পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা আপাতত নেই৷আপাতত শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের স্পেল জারি থাকবে। তবে তারপর বড়দিনের আগেই বাড়তে পারে তাপমাত্রা।

আপাতত দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিনদিন রাতের তাপমাত্রা পরিবর্তন হবে না। তবে বড়দিনের সময়ে ঠান্ডার আমেজ কিছুটা কমতে পারে রাজ্যে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.৭ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ২২ শে ডিসেম্বর (বৃহস্পতিবার) *


মেষ রাশিফল (Friday, December 22, 2023)

আপনার ব্যাধি অসুখীর কারণ হতে পারে। পরিবারে সুখ ফিরিয়ে আনতে যত তাড়াতাড়ি সম্ভব তা অতিক্রম করার চেষ্টা করুন। এটি আরেকটি উচ্চ-শক্তিসম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে। আপনি আপনার পরিবারের সদস্যদের কথাবার্তার সবকিছুতে সম্মত হতে পারবেন না- কিন্তু আপনার তাদের অভিজ্ঞতা থেকে শিখতে চেষ্টা করা উচিত। মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল, যেহেতু কাজের চাপ বেড়ে উঠছে। দিনের পরের ভাগে আরাম করুন। আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনা বিষয় হতে পারে। আপনার পথে যারাই আসবেন তাদের প্রতি বিনীত এবং কমনীয় হোন- কেবলমাত্র কিছু নির্বাচিত ব্যক্তিই আপনার ঐন্দ্রজালিক কমনীয়তার পিছনের রহস্যটি জানবেন। আপনার বিবাহিত জীবন আজ একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে।

প্রতিকার :- ৯ বছরের ছোট কন্যাকে খাবার খাওয়ান, এর ফলে আপনি ভালো স্বাস্থ লাভ করবেন।

বৃষভ রাশিফল (Friday, December 22, 2023)

বন্ধুরা আপনাকে কোন বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষ্যণীয় প্রভাব ফেলবেন। একাধিক উত্স থেকে আর্থিক লাভ হবে। কাছের বন্ধু ও সঙ্গীরা আক্রমণাত্মক কাজ করতে পারে এবং আপনার জীবন অতিষ্ঠ করতে পারে। আপনার প্রেম জীবন শরৎকালের একটি গাছের পাতার মত হবে। যদি আপনি কোন নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করেন–তাহলে আপনার কোন দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়া জরুরী। কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে। আপনি আজ আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃঢ় দিক অভিজ্ঞতা করতে পারেন, যা আপনাকে অস্বাচ্ছন্দ্য বোধ করাতে পারে।

প্রতিকার :- সংসারে সুখ বজায় রাখতে হনুমান মন্দিরে বুঁদি এবং লাড্ডু নিবেদন করুন।

মিথুন রাশিফল (Friday, December 22, 2023)

আয়েস করার জন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে কিছু সময় কাটান। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরী কেনাকাটা করা সুবিধাজনক করবে। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মূহুর্ত আনবে। আপনার প্রি়য়জন একটু বিরক্তকর বলে মনে হবে- যা আপনার মনের উপর চাপ সৃষ্টি করবে। কাজের জায়গায় পেশাদারী মনোভাব আপনাকে প্রশংসা এনে দেবে। যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে আজ তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না। আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে আশান্ত করাবার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনাদের উভয়ের মধ্যের বন্ধনকে নাড়ানো কঠিন।

প্রতিকার :- মসৃণভাবে প্রেম জীবন চলার জন্য আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করে সাদা ফুল উপহার দিন।

কর্কট রাশিফল (Friday, December 22, 2023)

আপনার ইচ্ছা শক্তির দ্বারা আজ আপনি পুরস্কৃত হতে পারেন কারণ আপনি একটি খুব কৌশলপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করবেন। একটি খুবই আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। বুঝে খরচ করুন এবং আজ বাজে খরচ না করতে চেষ্টা করুন। কোন দূরসম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোন অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে। আপনার কল দীর্ঘ করার জন্য আপনি আপনার রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন। আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা কুড়োবে। যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যাস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন। ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর, সন্ধ্যা বেলায় আপনার পত্নীর প্রেম দ্বারা দিনটি মঙ্গলময় হয়ে উঠবে।

প্রতিকার :- আপনার প্রেম সম্পর্ক আরও মজবুত করতে কুকুরকে বাটিভরতি দুধ খাওয়ান।

সিংহ রাশিফল (Friday, December 22, 2023)

চাপের কারণে ছোটখাটো অসুস্থতা দেখা দিতে পারে। হালকা বোধ করতে বন্ধু এবং পরিবারের সদস্যদের মাঝে বসুন। ব্যাঙ্কিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে। প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি। সতর্ক থাকুন কারণ কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে। আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার সৃজনশীলতা হারিয়ে ফেলেছেন এবং এরফলে আপনার সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত কঠিন হচ্ছে। ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে। বন্ধু বান্ধব এর সাথে পরেও সময় কাটাতে পারবে কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক। আপনি আজ আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃঢ় দিক অভিজ্ঞতা করতে পারেন, যা আপনাকে অস্বাচ্ছন্দ্য বোধ করাতে পারে।

প্রতিকার :- সপ্তমুখী রুদ্রাক্ষ পরিধান করলে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখা দেবে।

কন্যা রাশিফল (Friday, December 22, 2023)

এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন। আপনার পেশীগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন। যদিও কেউ কাউকে তাদের ঋণ দেওয়ার বা দেওয়ার বিষয়ে পছন্দ করেন না, তবে অভাবী ব্যক্তিকে আপনার অর্থ ঋণ দিয়ে আপনি স্বস্তি বোধ করবেন। কোন বন্ধুর সমস্যা আপনাকে খারাপ বোধ করাতে এবং দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে। আপনার প্রেমিক/প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে। এমন ব্যক্তির সাথে সংযুক্ত হোন যাঁরা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন। আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হন নি। আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে আশান্ত করাবার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনাদের উভয়ের মধ্যের বন্ধনকে নাড়ানো কঠিন।

প্রতিকার :- পরিবারে শুভ শক্তির বৃদ্ধির জন্য কোনো অশ্বথ বা বট গাছের কাছে বা নিজের গৃহে কোনো মাটি দিয়ে পূর্ণ পাত্রে ২৮ বিন্দু তেল ফেলুন।

তুলা রাশিফল (Friday, December 22, 2023)

বাচ্চাদের সঙ্গে সান্ত্বনা খুঁজে নিন। শুধুমাত্র আপনার নিজের পরিবারের বাচ্চারাই নয় বরং অন্যদের সন্তানদেরও উপশমকারী ক্ষমতা আপনাকে প্রবোধ দিতে এবং উদ্বেগ শান্ত করতে পারে। আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন তা আজ কাজে লাগতে পারে। তবে ব্যয় আপনার আত্মাকে কমিয়ে দিতে পারে। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। আপনি প্রেমিকার ব্যাপার অনেকে কিছুই ভুল ভাববেন। একটি কঠিন পর্যায়ের পর, দিনটি কর্মক্ষেত্রে সুন্দর কিছু সঙ্গে আপনাকে অবাক করবে। আজ আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন। এই সময়ে, আপনার অপ্রয়োজনীয় বিতর্ক মধ্যে পড়া উচিত নয়। আজ আপনার ইচ্ছামত কিছু নাও চলতে পারে, কিন্তু আপনি আপনার অর্ধাঙ্গীনির সাথে একটি সুন্দর সময় কাটাবেন।

প্রতিকার :- পাখিকে সাত রকম শস্য খাওয়ালে আপনি সুস্বাস্থের অধিকারী হবেন।

বৃশ্চিক রাশিফল (Friday, December 22, 2023)

সামাজিক জীবনের থেকে স্বাস্হ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত। আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দৃষ্টি গোচর হবে এবং আজ আপনার জন্য কিছু আর্থিক পুরষ্কার নিয়ে আস্তে পারে। আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে। আজ, আপনি জানতে পারবেন যে আপনার ভালবাসার সঙ্গীই একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালবাসবে। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে উন্নত ও গতিশীল পরিবর্তন আনতে সাহায্য করবে। আপনারও নিজেকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ায় অভ্যস্থ থাকতে হবে। অধস্তন কর্মীদের কঠোর পরিশ্রমে উদ্দীপিত করে সুফল পাওয়া সম্ভব। আপনার ঘরের কোনো বিশেষে ব্যাক্তি আজকে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার কাছে সময় না থাকায় তার খারাপ লাগবে আর আপনার ও খারাপ লাগবে। আজ, আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনার সম্পূর্ণ দিন চমকপ্রদ করে দেবে।

প্রতিকার :- সুস্থ এবং সবল থাকতে রুপার থালা চামচ ব্যবহার করুন।

ধনু রাশিফল (Friday, December 22, 2023)

অত্যধিক দুশ্চিন্তা এবং চাপ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে। পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন। আপনার তরফ থেকে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে। আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর ‍যোগাযোগ আজকের দিনে আপনার মনোবল বাড়িয়ে তুলবে। সাফল্য নিশ্চিতভাবেই আপনার- যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করেন। আজ আপনি একজন তারকার মতো আচরণ করুন- কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলিই করুন। আজ, আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন।

প্রতিকার :- সুন্দর স্বাস্থ্যের জন্য খাবার সময় তামার চামচ বা যদি সম্ভব হয় তো সোনার চামচ ব্যবহার করুন।

মকর রাশিফল (Friday, December 22, 2023)

জয় উদযাপন আপনাকে প্রচুর আনন্দ দেবে। আপনি আনন্দ উপভোগের জন্য এই খুশি বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারেন। তাড়াহুড়ো করে আরো বেশি কিনতে যাওয়ার আগে আপনার কাছে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করুন। পুরোনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো। ভালোবাসার লোককে হতাশ করবেন না– পরে আপশোষ করতে হবে। অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময়। যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোন কিছুই অসম্ভব নয়। আপনার স্ত্রীর জরুরী কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে, কিন্তু অবশেষে আপনি উপলদ্ধি করবেন যে এটা ভালোর জন্যই হয়েছে।

প্রতিকার :- দরিদ্র ও অভাবী লোকজনকে খাবার দান করুন, এতে আপনার জীবনে প্রেমের আধিপত্য বাড়বে।

কুম্ভ রাশিফল (Friday, December 22, 2023)

আজ, আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে। আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন। আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারেন না, তবে আজ আপনি এর তাত্পর্য বুঝতে পারবেন যেহেতু আপনার অর্থের প্রয়োজন হবে তবে এটি করার যথেষ্ট পরিমাণ নেই। আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন। আপনার হৃদয়ে প্রেম রাজ করবে। নতুন ধারণাগুলি ফলদায়ক হবে। কোন আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথপ্রদর্শন করবে। আজ, আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল। কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু।

প্রতিকার :- খাবারে লাল লঙ্কা বেশি ব্যবহার করলে আর্থিক অবস্থা ভালো হবে।

মীন রাশিফল (Friday, December 22, 2023)

আপনার কাজ করে দেবার জন্য অন্যকে চাপ দেবেন না এবং বাধ্যও করবেন না। অন্যের চাহিদা এবং আগ্রহের দিকে খেয়াল রাখুন– এতে অপার সুখ লাভ করবেন। আপনার বাড়াবাড়ি জীবনযাপন এবং ব্যয়ের কারণে আজ আপনার বাবা-মা চিন্তিত হয়ে পড়তে পারেন এবং তাই আপনাকে তাদের ক্রোধের শিকার হতে হতে পারে। আপনার ঘনিষ্ঠ কেউ এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে। আপনার প্রেমিক/প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে। যৌথ ব্যবসায় যাবেন না- অংশীদারেরা আপনার থেকে সুযোগ নিতে পারেন। যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এটি খারাপ দিন হবে। আপনার স্ত্রী আজ আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন, যা ঘটনাচক্রে আপনাকে হতাশ অনুভব করাতে পারে।

প্রতিকার :- শনির তৈল অভিষেক করলে অর্থাৎ শনির মূর্তির ওপর তেল ফেললে পরিবারে খুশি ও শান্তি বজায় থাকবে।

WestBengalBangla
*Photo Gallery* TODAY CHIEF MINISTER MAMATA BANERJEE INAUGURATED KOLKATA CHRISTMAS FESTIVAL AT ALLEN PARK ALONGWITH THE RT. REV. PARITOSH CANN
*অসময়ে দুর্গাপুজো নদীয়ার ফুলিয়াতে, পূজোর সূচনা হয়েছিল সন্তান লাভের আশায়, যা আজ ঐতিহ্য পরম্পরা*


 নদিয়া :

পুত্র সন্তান লাভের আশায়, নদীয়ার শান্তিপুর ফুলিয়ার মাঠপাড়া নিবাসী স্বর্গীয় নিধুমোহন বসাক ,শারদীয় দুর্গোৎসবের দুমাস পর পৌষ মাসের গুহষষ্ঠীর তিথিতে পূজা করেছিলেন দেবী দুর্গার আরেক রূপ দেবী কাত্যায়নীর। পরবর্তীতে তিনি পুত্র সন্তান লাভও করেন ,এরপর থেকেই নিয়ম-নিষ্ঠা এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে আজও মহাসমারোহে, বসাক পরিবারে হয়ে আসছে দেবী কাত্যায়নীর পুজো । বাড়ির প্রবীণ সদস্য অর্থাৎ স্বর্গীয় নিধুমোহন বসাকের পুত্র শান্তিমোহন বসাক জানাচ্ছেন, দ্রাপর যুগে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন তখন ব্রজের গোপিনীরা, কৃষ্ণ কে ফিরে পাওয়ার আশায় দেবী কাত্যায়নীর শরণাগত হয়েছিলেন । তখনই দেবী কাত্যায়নীর আরাধনা করা হয়েছিল, ঠিক সেই কারণ কে মাথায় রেখে স্বর্গীয় নিদুমোহন বসাক ,আজ থেকে প্রায় ৯০ বছর আগে তার পুত্র সন্তান লাভের আশায় নিজগৃহে দেবী কাত্যায়নীর ব্রত এবং পুজো করেছিলেন। তারপরই শান্তি মোহন বসাক জন্মগ্রহণ করেন পরিবারে। পরবর্তীতে নিধুমোহন বসাক পরলোকগমন করলে ,তার পুত্র শান্তি মোহন বসাক সেই চিরাচরিত নিয়ম প্রথাকে মান্যতা দিয়ে ,আজও তার বাসভবনে অসময়ে দেবী কাত্যায়নীর পুজো আরাধনা করে চলেছেন । এ ব্যাপারে বাড়ির মহিলা সদস্যরা জানাচ্ছেন, দুর্গা পুজো এবং বাসন্তী পূজা বাংলাতে বা বিভিন্ন জায়গাতে হয়ে থাকে ,সেই আনন্দ একরকম। তবে এই অসময়ে দেবী দুর্গার বোধন থেকে বিজয়া তাও আবার নিজের বাড়িতে হাওয়াই তার মাহাত্ম্য অন্যরকম । যেহেতু দাদু পুত্র সন্তান লাভের আশায় এই পুজো করেছিলেন, সুতরাং এই পুজো অনেকটাই মাহাত্ম্যপূর্ণ। দূর্গা পূজার মতনই আমরা এই পূজোতে নতুন জামা কাপড় কেনা থেকে শুরু করে বিভিন্ন রকম আনন্দের সাথে দেবীর পূজা আরাধনা করে থাকি ।

বৃহস্পতিবার দেবীর নবমী পূজো, সকাল থেকেই বাড়ির মহিলারা বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবীর আরাধনা করছেন । আগামীকাল বিজয়া তখন দেবী মাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে উঠবেন বাড়ির গৃহিণীরা। তারপরেই শোভাযাত্রা সহকারে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে দেবী কাত্যায়ণীকে । তবে বর্তমান বংশধর শান্তিরঞ্জন বসাক জানাচ্ছেন, আমার পিতা তখন দেবী কাত্যায়নীর পুজো করে আমাকে পেয়েছিলেন তখন দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই জানাবো, যারা এখনো সন্তানহারা রয়েছেন তারা দেবী কাত্যায়নীর পুজো করতে পারেন সন্তান লাভের জন্য।

*সোনা ছিনতাইয়ের ঘটনায় ৬ জন অভিযুক্তকে ১০ বছর কারাদণ্ড ঘোষণা করলো দায়রা আদালত*


নদীয়া :

স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে সোনা ছিনতাইয়ের ঘটনায় ৬ জন অভিযুক্ত কে ১০ বছরের কারাদণ্ড সহ ৫০ হাজার টাকা জরিমানা ঘোষণা করল আদালত। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে অভিযুক্তদের সাজা ঘোষণা করেন বিচারপতি অ্যাডিশনাল ওয়ান সোমনাথ চক্রবর্তী। প্রসঙ্গত, ২০১৯ সালের আগস্ট মাসের কুড়ি তারিখে রাজু ঘোষ ও সুজয় ঘোষ নামে দুজন স্বর্ণ ব্যবসায়ী তাদের গাড়িচালক সঞ্জয় প্রসাদ কে সাথে নিয়ে চাপরা এলাকায় বিভিন্ন অলংকারের দোকানে সোনার গহনা পৌঁছাতে গিয়েছিলেন। স্বর্ণ ব্যবসায়ী রাজু ঘোষ ও সুজয় ঘোষ ব্যবসার তাগিদে করিমপুর ,তেহট্ট, চাপরা এলাকায় বিভিন্ন অলংকারের দোকানে তৈরি সোনার অলংকার রপ্তানির কাজ করেন। সেইমত ঘটনার দিনও তাঁরা একটি চার চাকা গাড়িতে করে তৈরি সোনার গহনা সংশ্লিষ্ট এলাকাগুলিতে বিভিন্ন অলংকারের দোকানে পৌঁছতে গিয়েছিলেন।

অভিযোগ, পথে চাপড়া থানার " ন"মাইল এলাকায় বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতি তাদের পথ আটকে ১ কেজি ২০০ গ্রাম ওজনের সোনার গহনা সহ ৩৬০ গ্রাম পাকা সোনা ছিনতাই করে। পাশাপাশি গাড়িচালক সঞ্জয় প্রসাদ ও সুজয় ঘোষ কে বেধরক মারধর করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের গুলিতে স্বর্ণ ব্যবসায়ীদের গাড়ির কাজ ভেঙে যায়। এরপর ঘটনার স্থল ছেড়ে চম্পরদায় দুষ্কৃতীরা। পরে চাপড়া থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন আক্রান্ত স্বর্ণ ব্যবসায়ী রাজু ঘোষ।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ৬ জনকে গ্রেফতার করে আদালতে পাঠায় চাপড়া থানার পুলিশ। মূলত সেই ঘটনার দীর্ঘ প্রায় চার বছর পর বৃহস্পতিবার দোষীদের সাজা ঘোষণা করে আদালত। এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে এইদিন হালিম শেখ,রাহুল শেখ ,সাইদুল সেখ ,মুর্শিদ শেখ ,মিলন শেখ ও মাইদুল শেখকে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারপতি। অভিযুক্তরা প্রত্যেকেই চাপরা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

*শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে কে নুতন ভাবে সাজিয়ে তোলার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর *


 এসবি নিউজ ব্যুরো : কলকাতার অ্যালেন পার্কের অনুষ্ঠান থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় অনেক গুলো প্রকল্পের উদ্বোধন করেন। তারমধ্যে উল্ল্যেখযোগ্য কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে, হুগলির দেবানন্দপুর কে নুতন ভাবে সাজিয়ে তোলার কথা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন এই প্রকল্পের ঘোষণা করেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন ১ কোটি ১০ লক্ষ টাকা খরচ করে তার বসতবাড়ি এবং সংগ্রহশালাটি আমূল পরিবর্তন করা হবে। সঙ্গে সঙ্গে উন্নয়ন করা হবে তার বসতবাড়ির আশপাশের এলাকাগুলো। শুধু তাই নয়, এর সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে আরো বেশ কিছু গুরুত্ব পূর্ণ শহরকে পর্যটন কেন্দ্র করে তোলার কথা ঘোষণা করেছেন এদিন। তিনি বলেন "বাংলার সাধারণ মানুষের কথা বিশেষ করে মেয়েদের যন্ত্রণার কথা যেভাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখনির মাধ্যমে আমাদের সাহিত্য প্রেমিক মানুষদের উপহার দিয়ে গেছেন তা এককথায় অনবদ্য। তার লেখা দেবদাস পরিণীতা ,পথের দাবী, শ্রীকান্ত, দত্তার মতন উপন্যাস তিনি আমাদের উপহার দিয়েছেন"। 

উল্লেখ্য,১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলির দেবানন্দপুর গ্রামে তিনি জন্ম নিয়েছিলেন। গ্রামের পাঠশালার পড়াশোনা শেষ করার পর তিনি ভর্তি হয়েছিলেন হুগলি ব্রাঞ্চ স্কুলে। সেখান থেকেই তিনি মেট্রিকুলেশন পাশ করার পর তিনি মামার বাড়ি ভাগলপুরে চলে যান। শরৎচন্দ্রের পবিত্র এই জন্মভিটেটি দেখার জন্য প্রতিবছর প্রচুর পর্যটক ছুটে আসেন হুগলির দেবানন্দপুরে। সত্তর দশকে সিদ্ধার্থ শংকর রায়ের কংগ্রেস জমানায় তার বসত বাড়ী এবং লাইব্রেরির কিছুটা উন্নতি হয়েছিল। তারপর আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় এদিন খুশি জোয়ার বয়ে দেবনন্দপুরের বিস্তীর্ণ এলাকার মানুষদের মধ্য।

আজকে কলকাতা থেকে যখন এখানকার পর্যটন কেন্দ্রের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তখন দেবানন্দ পুরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হুগলি জেলা তৃণমূল সাংগঠনিক সভাপতি তথা বিধায়ক অরিন্দম গুইন এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।

*গ্রাহক দের সচেতন করতে এবারে উদ্যোগী হল উত্তর দিনাজপুর জেলা উপভোক্তা বিভাগ*


 এসবি নিউজ ব্যুরো: অফলাইনের পাশাপাশি অনলাইন কেনাকাটায় বাড়ছে ঠোকে যাওয়া গ্রাহকদের সংখ্যা। তাই গ্রাহকদের সচেতন করতে এবারে উদ্যোগী হল উত্তর দিনাজপুর জেলা উপভোক্তা বিভাগ।এদিন কালিয়াগঞ্জের টাউন হলে দুয়ারে সরকার শিবিরে গম্ভীরা নৃত্যের মধ্যে দিয়ে উপভোক্তা দের সচেতন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার কার্যনির্বাহী আধিকারিক মদন মন্ডল,দপ্তরের উপ সহ অধিকর্তা পাভেল দত্ত সহ অন্যান্যরা। দপ্তরের উপ সহ অধিকর্তা পাভেল দত্ত বলেন, "কেনাকাটা করতে গিয়ে গ্রাহকরা অনেক সময় ঠোকে যায়। সেই কারণে গ্রাহক দের আর্থিক ক্ষতি হয়। তাই গ্রাহকরা যদি সচেতন হন তবে তারাই উপকৃত হবে৷

গ্রাহক দের সচেতন করতেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি৷ এলাকার বাসিন্দাদের মধ্যে গম্ভীরা নৃত্যর চাহিদা রয়েছে। তাই এই নৃত্যর মাধ্যমেই আমরা সাধারণ মানুষকে সচেতন করছি"।