*অসময়ে দুর্গাপুজো নদীয়ার ফুলিয়াতে, পূজোর সূচনা হয়েছিল সন্তান লাভের আশায়, যা আজ ঐতিহ্য পরম্পরা*
নদিয়া :
পুত্র সন্তান লাভের আশায়, নদীয়ার শান্তিপুর ফুলিয়ার মাঠপাড়া নিবাসী স্বর্গীয় নিধুমোহন বসাক ,শারদীয় দুর্গোৎসবের দুমাস পর পৌষ মাসের গুহষষ্ঠীর তিথিতে পূজা করেছিলেন দেবী দুর্গার আরেক রূপ দেবী কাত্যায়নীর। পরবর্তীতে তিনি পুত্র সন্তান লাভও করেন ,এরপর থেকেই নিয়ম-নিষ্ঠা এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে আজও মহাসমারোহে, বসাক পরিবারে হয়ে আসছে দেবী কাত্যায়নীর পুজো ।
বাড়ির প্রবীণ সদস্য অর্থাৎ স্বর্গীয় নিধুমোহন বসাকের পুত্র শান্তিমোহন বসাক জানাচ্ছেন, দ্রাপর যুগে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন তখন ব্রজের গোপিনীরা, কৃষ্ণ কে ফিরে পাওয়ার আশায় দেবী কাত্যায়নীর শরণাগত হয়েছিলেন । তখনই দেবী কাত্যায়নীর আরাধনা করা হয়েছিল, ঠিক সেই কারণ কে মাথায় রেখে স্বর্গীয় নিদুমোহন বসাক ,আজ থেকে প্রায় ৯০ বছর আগে তার পুত্র সন্তান লাভের আশায় নিজগৃহে দেবী কাত্যায়নীর ব্রত এবং পুজো করেছিলেন।
তারপরই শান্তি মোহন বসাক জন্মগ্রহণ করেন পরিবারে। পরবর্তীতে নিধুমোহন বসাক পরলোকগমন করলে ,তার পুত্র শান্তি মোহন বসাক সেই চিরাচরিত নিয়ম প্রথাকে মান্যতা দিয়ে ,আজও তার বাসভবনে অসময়ে দেবী কাত্যায়নীর পুজো আরাধনা করে চলেছেন । এ ব্যাপারে বাড়ির মহিলা সদস্যরা জানাচ্ছেন, দুর্গা পুজো এবং বাসন্তী পূজা বাংলাতে বা বিভিন্ন জায়গাতে হয়ে থাকে ,সেই আনন্দ একরকম। তবে এই অসময়ে দেবী দুর্গার বোধন থেকে বিজয়া তাও আবার নিজের বাড়িতে হাওয়াই তার মাহাত্ম্য অন্যরকম । যেহেতু দাদু পুত্র সন্তান লাভের আশায় এই পুজো করেছিলেন, সুতরাং এই পুজো অনেকটাই মাহাত্ম্যপূর্ণ। দূর্গা পূজার মতনই আমরা এই পূজোতে নতুন জামা কাপড় কেনা থেকে শুরু করে বিভিন্ন রকম আনন্দের সাথে দেবীর পূজা আরাধনা করে থাকি ।
বৃহস্পতিবার দেবীর নবমী পূজো, সকাল থেকেই বাড়ির মহিলারা বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবীর আরাধনা করছেন । আগামীকাল বিজয়া তখন দেবী মাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে উঠবেন বাড়ির গৃহিণীরা। তারপরেই শোভাযাত্রা সহকারে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে দেবী কাত্যায়ণীকে । তবে বর্তমান বংশধর শান্তিরঞ্জন বসাক জানাচ্ছেন, আমার পিতা তখন দেবী কাত্যায়নীর পুজো করে আমাকে পেয়েছিলেন তখন দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই জানাবো, যারা এখনো সন্তানহারা রয়েছেন তারা দেবী কাত্যায়নীর পুজো করতে পারেন সন্তান লাভের জন্য।


বাড়ির প্রবীণ সদস্য অর্থাৎ স্বর্গীয় নিধুমোহন বসাকের পুত্র শান্তিমোহন বসাক জানাচ্ছেন, দ্রাপর যুগে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন তখন ব্রজের গোপিনীরা, কৃষ্ণ কে ফিরে পাওয়ার আশায় দেবী কাত্যায়নীর শরণাগত হয়েছিলেন । তখনই দেবী কাত্যায়নীর আরাধনা করা হয়েছিল, ঠিক সেই কারণ কে মাথায় রেখে স্বর্গীয় নিদুমোহন বসাক ,আজ থেকে প্রায় ৯০ বছর আগে তার পুত্র সন্তান লাভের আশায় নিজগৃহে দেবী কাত্যায়নীর ব্রত এবং পুজো করেছিলেন।
তারপরই শান্তি মোহন বসাক জন্মগ্রহণ করেন পরিবারে। পরবর্তীতে নিধুমোহন বসাক পরলোকগমন করলে ,তার পুত্র শান্তি মোহন বসাক সেই চিরাচরিত নিয়ম প্রথাকে মান্যতা দিয়ে ,আজও তার বাসভবনে অসময়ে দেবী কাত্যায়নীর পুজো আরাধনা করে চলেছেন । এ ব্যাপারে বাড়ির মহিলা সদস্যরা জানাচ্ছেন, দুর্গা পুজো এবং বাসন্তী পূজা বাংলাতে বা বিভিন্ন জায়গাতে হয়ে থাকে ,সেই আনন্দ একরকম। তবে এই অসময়ে দেবী দুর্গার বোধন থেকে বিজয়া তাও আবার নিজের বাড়িতে হাওয়াই তার মাহাত্ম্য অন্যরকম । যেহেতু দাদু পুত্র সন্তান লাভের আশায় এই পুজো করেছিলেন, সুতরাং এই পুজো অনেকটাই মাহাত্ম্যপূর্ণ। দূর্গা পূজার মতনই আমরা এই পূজোতে নতুন জামা কাপড় কেনা থেকে শুরু করে বিভিন্ন রকম আনন্দের সাথে দেবীর পূজা আরাধনা করে থাকি ।

প্রসঙ্গত, ২০১৯ সালের আগস্ট মাসের কুড়ি তারিখে রাজু ঘোষ ও সুজয় ঘোষ নামে দুজন স্বর্ণ ব্যবসায়ী তাদের গাড়িচালক সঞ্জয় প্রসাদ কে সাথে নিয়ে চাপরা এলাকায় বিভিন্ন অলংকারের দোকানে সোনার গহনা পৌঁছাতে গিয়েছিলেন। স্বর্ণ ব্যবসায়ী রাজু ঘোষ ও সুজয় ঘোষ ব্যবসার তাগিদে করিমপুর ,তেহট্ট, চাপরা এলাকায় বিভিন্ন অলংকারের দোকানে তৈরি সোনার অলংকার রপ্তানির কাজ করেন। সেইমত ঘটনার দিনও তাঁরা একটি চার চাকা গাড়িতে করে তৈরি সোনার গহনা সংশ্লিষ্ট এলাকাগুলিতে বিভিন্ন অলংকারের দোকানে পৌঁছতে গিয়েছিলেন।
সঙ্গে সঙ্গে উন্নয়ন করা হবে তার বসতবাড়ির আশপাশের এলাকাগুলো। শুধু তাই নয়, এর সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে আরো বেশ কিছু গুরুত্ব পূর্ণ শহরকে পর্যটন কেন্দ্র করে তোলার কথা ঘোষণা করেছেন এদিন। তিনি বলেন "বাংলার সাধারণ মানুষের কথা বিশেষ করে মেয়েদের যন্ত্রণার কথা যেভাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখনির মাধ্যমে আমাদের সাহিত্য প্রেমিক মানুষদের উপহার দিয়ে গেছেন তা এককথায় অনবদ্য। তার লেখা দেবদাস পরিণীতা ,পথের দাবী, শ্রীকান্ত, দত্তার মতন উপন্যাস তিনি আমাদের উপহার দিয়েছেন"।






Dec 21 2023, 22:17
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.0k