*খাঁচায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক লেপার্ড*
![]()
এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়িতে বনদপ্তরের তরফে বসানো খাঁচায় খাঁচাবন্দি হল একটি পূর্ণবয়স্ক লেপার্ড। ডুয়ার্সের মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানের ঘটনা।চা বাগানের বাসিন্দারা নাগেশ্বরী চা বাগানের ১২ নং সেকশনে বসানো খাঁচা থেকে লেপার্ডের গর্জন শুনতে পায়। কাছে গিয়ে দেখে একটি পূর্ণবয়স্ক লেপার্ড খাঁচার ভিতর এদিক ওদিক ছোটাছুটি করছে। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়।
খবর দেওয়া হয় বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে খাঁচা সহ লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যায়। জানা যায়, নাগেশ্বরী চা বাগানে দিনের পর দিন লেপার্ডের অত্যাচার বেড়েই চলছিল। সন্ধ্যার পরেই চা বাগান থেকে সংলগ্ন জনবসতি এলাকায় ঢুকে যাচ্ছিল লেপার্ডটি। বাড়িতে ঢুকে ছাগল, মুরগি খেয়ে সাবার করছিল।
বাগানের তরফে বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে খাঁচা বসানোর দাবি জানানো হয়। সেই অনুযায়ী গত ১৫ই ডিসেম্বর বনদপ্তরের তরফে বাগানের ১২ নং সেকশনে খাঁচা বসানো হয়। দেওয়া হয় ছাগলের টোপও। অবশেষে এদিন লেপার্ড খাঁচা বন্দি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে বাগানের জনগণের মধ্যে। বনদপ্তর সূত্রে জানা গেছে, লেপার্ডটি সুস্থ থাকায় সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।








আজ তার সমাপ্তি দিন। ট্যাবলো সজ্জিত করে কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা,সকল শিক্ষাকর্মী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী সহযোগে বিরাট বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরিক্রমা করে সারা এলাকায়। এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখার জন্য ভীড় করেন সাধারণ মানুষও।

Dec 21 2023, 12:29
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2.2k